|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 




আমাদের  সমাজে অনেক মানুষই অন্ধ , কেউ জন্মগত , আবার জন্মের পরে নানা কারনে অন্ধ হয়ে যায় বা যাচ্ছি । প্রকিতই  তারা অন্ধ এবং তারা কিছুই দেখতে পারে না সমাজের  । কিন্তু আমরা যারা চোখে দেখি সবকিছু , তারা কিন্তু নানা সময়ে নানাভাবে ভুল  করছি , চোখে দেখেও । তাই একে লোকে বলে ==চোখ থাকতেও অন্ধ ===। চোখ দিয়ে দেখার একটা দূরত্ব আছে তার বাইরে চোখ গেলে কিন্তু দেখা যায় না , সেই দুরত্তে দেখতে হলে ,  বায়নাকুলার লাগে । যা দিয়ে দূরের জিনিষ কাছে দেখা যায় । দুরের জিনিষ ,  চোখের সীমাবদ্ধতার কারনে দেখতে ,   অসুবিধা হলেও , কাছের জিনিষ কিন্তু দেখে সুণে বুঝে নিতে পারছি না আমরা বোধ হয় । যেমন , আমরা বাজারে গিয়ে ,  চক চকে জিনিষের দিকে আকৃষ্ট হয়ে ,  কিনে ফেলছি , কিন্তু ওই জিনিষটা সঠিক নয় । আবার মাছ কিনতে গিয়ে , মাছের চল দেখে যে , লাল আছে কিনা , কিন্তু চলে লাল রঙ করা , কিন্তু মাছটির ভিতরে পচা । আবার যাদু  দেখতে দেখতে বেহুঁশ হয়ে পড়ছি , ওই দিকে পকেট মার হয়ে যাচ্ছে , নজর দিচ্ছি না , নজরদারিতে । কথামালার রাজনীতির , কথার মার/ প্যাচে পড়ে , সঠিক সিদ্ধান্ত নিতে পারছিনা , তাই ভুলে যাচ্ছি অতীতকে , সমস্যায় পড়ছি আগামীতে । কালা মেয়েকে পাউডার দিয়ে সাদা করে দেখানো হচ্ছে , আর আমরা করে ফেলছি পছন্দ । গন্তব্য আমার চিতলমারী  , উঠে পড়ছি চড়ইমারীর  বাসে । পথে অপরের দেওয়া জিনিষ খেয়ে , হয়ে যাচ্ছি বেহুঁশ , আর যাচ্ছি মিরতু পথে কিংবা হাসপাতালে কিংবা সব হারিয়ে বাড়ী ফিরছি । অতীতের বিশ্বস্ত বন্ধুকে ভুলে গিয়ে , চলার পথে , হটাত পরিচিত লোকের  সাথে বন্ধু পেতে , খাচ্ছি ধরা  । লোভে পড়ে , সোনার দলা কিনছি সস্তা দরে , পরে বাড়ী নিয়ে , দেখা গেলো পিতলের দলা কিংবা বেচতে গিয়ে ধরা পড়ছি চিটিং মামলায় । বসে আছি বাসে ,  নিজ ছিটে , অন্যদিকে একজন তার বেআইনি মালামাল রেখে দিয়েছে ,  আমার ছিটের নিচে , আর পুলিশের হাতে , ধরা খাচ্ছি আমি , পরে হাজতবাস । তাড়া / হুড়া করে বাসে / ট্রেন এ উঠতে গিয়ে , ফেলে যাচ্ছি , নিজের মালামাল ।  কিংবা নিজের ব্যাগ মনে করে , অহ্নের ব্যাগ টান দিয়ে , খাচ্ছি মার , ছিনতাইকারী হিসাবে । মোবাইলের ফনালাপে, নারী কনট সুনে  , প্রেমের ফাদে পড়ে ধরা খেয়ে , দিচ্ছি ফ্লেক্সি  । গভীর রাতে , মোবাইলে ,   জীনের  বাদশার ধমকের সুরে , ধর্মের বানী সুণে , ভড়কে যাচ্ছি এবং  দিচ্ছি বিকাশে টাকা । চমকপ্রদ ক্যানভাসে , প্রলুব্ধ হয়ে কিনে ফেলছি , চামড়া   সাদা করার ক্রিম, পরে দেখা গেলো , আগের তেল/ তেলে কালো চামড়া , হয়ে গেছে খসখসে । সুদ্ধ ভাষায় কথা বলছে ভদ্রলোকটি , না জানি কতো বুদ্ধিমান বা গুনি ব্যাক্তি, তার মিষ্টি কথা সুণে , ঠকছি  তার কাছেই । আবার দেখবেন , আমার সামনেই সন্ত্রাসীরা বোমা মারছে  , সন্ত্রাসীরা , পরে আমাকে জিজ্ঞাসা করলে , আমি  বলছি  , দেখি নাই  । প্রতিনিয়ত নানা ভাবে আমরা , আমাদের জীবনে ঠকছি , চোখ থাকতেই । তাহলে কি আমরা চোখ থাকতেই অন্ধ  ?
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:০০
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:০০
♥কবি♥ বলেছেন: নিলু আমাকে নিয়ে একটি পোস্ট দেন প্লিজ আমি চুড়ান্ত রকমের কনফিউজড। শায়মা আপু আপনাকে সম্বোধন করলেন আপুমনি আর আমি ভাইয়া। তার দেখাদেখি আজকাল আমিও আপুমনিই বলি বাট আপনার মোটর সাইকেল ভ্রমন পোস্ট পড়ে মাথা চক্কর দিল ভাই/আপুমনি। একটু ক্লিয়ার করবেন কি প্লিজ  
 
  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৪৯
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৪৯
নিলু বলেছেন: আপনাকে কখনো দেখছি ভিন নামে , এটাও একটি রহস্য মনে হচ্ছে , তবে আমি কনফিউজ নই , নিলু নামটি , মেয়েদেরও আছে আবার ছেলেদেরও আছে । এখানে তো আমরা বেশীর ভাগিই ছদ্মনামেই আগমন করেছি , আমার মটর সাইকেলে লং ড্রাইভ পড়েছেন জেনে খুব খুশী হলাম , আপনাকে নিয়ে কি পোস্ট দিবো বুঝতে পারলাম না । তবে আপনি ভালো লিখেন এবং কৌতুহলের মনের মানুষ, বুদ্ধিমান , মার্জিত , স্মার্ট , And you have a strong mentality .
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:০৭
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:০৭
গরম কফি বলেছেন: এখানে চোখ নয় বিবেক অন্ধ । হতাস হওয়ার কারন নাই । আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ করেযান । এক দিন সবার আগে আপনার কাছের মানুষরা এগিয়ে আসবে ।