|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
দিন প্রতিদিন যায় চলে 
দেখতে দেখতে 
মনে হয় এইতো সেদিন 
শুরু করেছিলাম জীবনের 
শুরুর দিনগুলি সেদিন 
তা বেশিদিন আগে নয় 
আবার চলে  এসেছে জীবনের 
শেষ দিনগুলির সময় 
তাই চলে যেতে হবে 
এইদিনগুলি ছেড়ে 
তা খুব বেশী দিন নয় 
হয়তো অল্প দিনে 
নয়তো  এখনই 
সেইদিন আর এইদিনের
অনেক ব্যাবধান 
তাই মনে পড়ে 
আজ সেই দিনগুলির কথা 
সাথে অনেক সৃতি বহুল কথা
আর সেদিন পাবোনা ফিরে 
কখোনই বোধ হয় 
তাই ভুলে যাই সেই দিনগুলি
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৩৯
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৩৯
নিলু বলেছেন: ধন্যবাদ
২|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:২৯
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:২৯
সুফিয়া বলেছেন: ভালো লাগল।
ধন্যবাদ।
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৩৯
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৩৯
নিলু বলেছেন: ধন্যবাদ
৩|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৩৯
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৩৯
ফাহিমুল ইসলাম বলেছেন: হিমু হই জান


  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৪০
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৪০
নিলু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৪২
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৪২
চাঁদগাজী বলেছেন:
এত হতাশা!