|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 




আমরা ইদানিং পুলিশ /র্যাবের  গুলি করা , ক্রস ফায়ার  নিয়ে নানা মন্তব্য বা নানা কথা বলে যাচ্ছি । সব কথার শেষ কথা , পুলিশের  গুলি করা ঠিক নয় বলে আমরা  দাবীদার । এই কথাটি নিয়ে , আমার মাথায়  , নানা ঘোর / পাক খাচ্ছে । তাহলো  , পুলিশ / র্যাবের   হাতে ,  আমরা কেনও বন্দুক দিয়েআবার পুলিশের হাতে শুধু লাটি বা বাঁশী দিলে লোকজন ভয় করে না , এমনকি এই পুলিশ বলে ইয়ার্কি মারতেও  চায় । তাই  ইদানিং দেখা যায় , তাদের হাতে অটো  বন্দুক দেওয়া হচ্ছে , আগে দেখা যেতো  লম্বা ত্রি নট ত্রি নামক বন্দুক থাকতো । যা দিয়ে নাকি , একটা একটা গুলি বের হতো এবং বেশ ভারী ছিলও অস্ত্রটি  ।  তারা অনেক সময় রাস্তায় টহল দিতে দিতে , রাস্তায় কোনও এক জায়গায় ,  বিশ্রাম নেওয়ার জন্য ফুটপাতের কোনও এক উচু জায়গায় বসে পড়তো , আর অস্ত্রটি পার্শে রেখে দিতো কিংবা বন্দুকের উপর ভর করে দাড়িয়ে থাকতো । তা দেখে আমার মনে হতো , তারা বোধ হয় বন্দুকটির ভারে  ক্লান্ত । আবার অনেক সময় দেখতাম , বন্দুকটি উল্টা করে কাঁধে ঝুলিয়ে রাখতো , তা দেখে মনে হোলও , বন্দুক ফুটানোর জন্য , সবসময় প্রস্তুত  রাখতে হয় বা সোজা রাখা উচিত , কারন  বন্ধুক যখনই  ফুটতে চায় , তখনই যাতে ফোটানো যায় ,  কাল বিলম্ব না করে বা যাতে কাল বিলম্ব না হয় ,  তাহলে  পুলিশের কাঁধে বন্দুক উল্টা দিকে কেনও ?  আবার মনে হোলও , পুলিশ বন্দুক উল্টা করে , কাঁধে রাখে বলেই কি , অনেকে অভিযোগ করে যে , পুলিশ কাজ করছে না বা  পুলিশের নো একশনের কারনে , সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠছে বা পুলিশ নীরব দর্শকের ভুমিকা পালন করছে  । এইতো অল্পদিন আগেও দেখলাম , রাস্তায়  পুলিশ , আগের নিয়মেই টহলে ছিলও , তখন তো দেখতাম , তারা সকলের সাথেই কথা বলতো , হাসতও , অনেকের অভিযোগ শুনতও , তা দেখে মনে হতো , পুলিশ বোধ হয় জনগনের বন্ধু হয়ে গেছে  , আবার বোমায় পিতা হারা ছোট একটি ছেলে বলছে , ও , পুলিশ আমার বাবাকে এনে দিবে ।  তখন আমার মনে হতো , পুলিশের হাতে ওজোনের বন্দুকটি , যদি  না থাকতো , তাহলে বোধ হয় , পুলিশ ফ্রী চলতে পারতো  কিংবা ভারের  বন্দুক বিহীন জীবন ,  সুখকর কর্মজীবন হতো  । কিন্তু ইদানিং দেখি পুলিশ আর আগের মতো  হাঁসে না , কথা কম কয় , এমনকি কাছে ভিড়তেই দেয় না ,তাই অনেকেই  বলে ,  যতো দোষ , পুলিশের  ।  সবসময় বন্দুক সোজা করে তাক করা , আর উল্টা করে কাঁধে ঝুলায়ে রাখে না । কারন  জানা গেলো যে , দেশে এখন পেট্রোল বোমার সন্ত্রাসী বেঁড়ে  গেছে এবং তারা যত্রতত্র  ,  সাধারন জনগণের উপর ছুঁড়ে মারছে , এমনকি পুলিশের উপরও মারছে । এতে সমাজ  পুড়ছে আর দগ্ধ হচ্ছে জান/ মাল । পাশাপাশি সান্তি রক্ষীরাও জখম বা মিত্তুবরন করছে । তাই পুলিশের বন্দুক এখন সোজা এবং  তাক করা সন্ত্রাসীদের দিকে , গুলি ফুটছে সন্ত্রাসীদের বুকে অটো সিস্টেমে , এবং পুলিশের পেট্রোল ডিউটীও বেড়ে গেছে  , যাতে সন্ত্রাসীদের পেট্রোল বোমার হাত নিস্তেজ হয়ে যায় ।  পুলিশ এখন গুলি করছে কাদের , যারা সন্ত্রাসী , তাদের । তারা নিচ্চয় সমাজবিরোধী ? তারা নিচ্চয় জনগনের জান / মালের ধ্বংসকারী, সেইহেতু পুলিশ / র্যাব  সঠিক কাজটিই করছে  । যেহেতু পুলিশ জনগনের জান / মালের / সন্ত্রাস থেকে নিরাপদে রাখার অতন্দ্র প্রহরী বা প্রতিক ।  কিন্তু আমার জিজ্ঞাসা সেই তাদের কাছে , যেদিন পুলিশ নিরীহ কৃষকদের উপর , তাদের জীবন / জীবিকার  , মাটি ও মানুষের কৃষি উৎপাদনের জন্য সার  চাইতে গিয়ে গুলি খেয়েছিলও , যেদিন বিদ্যুতের দাবীতে কানসার্টে নিরীহ / নিরস্ত্র  জনতার উপর পুলিশ গুলি করেছিলো ।  সেদিন কার হুকুমে এবং  কোন সন্ত্রাসীর বিরুদ্ধে পুলিস গুলি করেছিলো , কোন অপরাধে ?  কোন আইনে ?  কোন ক্ষমতায় ?  কার হুকুমে ? কি উদ্দেশে ? এবং কেনও ? সেটা  কোন গনতন্ত্র ছিলও ? এর উত্তর কি ? সেদিন মানবিকতা কোথায় ছিলও ? এর বিচার কি হবে ? তা  কোন শাসন ব্যাবস্থা ছিলও ? তারা এখন কি বলতে চায় ? তাহলে কি তারা চাচ্ছে যে , জনগনের জান / মাল রক্ষার প্রয়োজন নেই , নাকি পুলিশ / র্যাব নীরব দর্শকের  ভুমিকা পালন করবে ।  আর তারা যা ইচ্ছা তাই করে  যাবে । তাই আমাদের একটি রুপ ধরতে হবে , একই অংগে অনেক রুপ ধরলে  তো হবে না  ,  সুতারাং আমাদের দেশ / জাতীর উন্নয়নে  , এখনি আমাদের  একটি রুপ ধরতেই  হবে । নইলে রক্ষা আছে বলে মনে হয় না । 
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.