|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 



আমরা নানা রকম অন্ধ মানুষ দেখি , যেমন , কেউ চোখে দেখে না , তাই  সে হাতিয়ে হাতিয়ে চলে , কেউ ভিক্ষা করে , কেউ আবার বাড়ীতে থাকে , কেউ গান গাইতে পারে , কেউ শিক্ষা গ্রহন করেছে , তাই নানা রকম ভাবে তাদের জীবন চালায় । শুধু তারা দেখতে পারে না ,  সমাজের মানুষের চেহারা , পৃথিবীর সুন্দর সৃষ্টি , এমনকি নিজের চেহারাও । কিন্তু পথ ঘাঁট ঠিকই চিনে নেয় । আবার চিনতে পারে আত্মীয়ও / স্বজন সহ পাড়া প্রতিবেসীদের, না  দেখেও ।  আবার সব কিছুরই স্বাদও পায় , করতে পারে ভালো / মন্দের  , পছন্দ / অপছন্দ  , শুধু দেখতে পারে না ,  কার বা কাদের চেহারা কেমন, কারুকাজ দিয়ে সৃষ্টির প্রকিতির  নকশা , সেই সাথে লাল /নীল বাতি , আলোর ঝলকানই । তবে জেনে নেয়  , শুনে সুণে , কে বা কারা  কেমন । তারা কেউ কেউ চলে সাদা ছড়ি নিয়ে , আবার কেউ খালি হাতে , কেউ আবার সহযোগী নিয়ে । তারা সব কিছুই বুঝতে পারে বা বুঝে নেয়  , শব্দে , আচরনে , কথায় , এতেই বুঝে নেয় ==কারা মানুষ== আর কারা  পশু=== এবং  কারা অমানুষ  == কারা সন্ত্রাসী == । এমনকি তারা যানবাহনেও চলাফেরা করে থাকে । তবে তারাও  ভয় করে , তা হোলও ,  পথে  তাদের ভিক্ষাবৃত্তির আয়ের টাকা নিয়ে , তাই  যাতে পথে ছিনতাইকারীরা ছিনায়ে না নেয় বা নিতে না পারে,  এইজন্যই ভিক্ষাবৃত্তির আয় করা সব টাকাই , হাতের উপর  বা থালার উপর  রাখে না , রাখে ঝোলার মধ্যে বা গোপন যায়গায়। আবার পথে  নির্বিঘ্নে চলার জন্য , ক্ষ্যাপা কুকুর থেকে নিরাপদে চলতে  , কুকুরের  ঘেও ঘেও সুনে , তার হাতে থাকা লাঠি বা ছড়ি দিয়ে আঘাত হেনে  কিংবা লাঠি ঘোরায়ে ভয় দেখায়ে , কিংবা লাঠির ঠক ঠক শব্দে ,  পথকে নিরাপদ করে  । পরিবারের জন্য বাজার সদাইও করে বাজার থেকে , আবার ওজোনও বুঝে নেয় , হাত দিয়ে হাতিয়ে । আবার তারা দেশের ভালো / মন্দও বুঝতে পারে , এমনকি তারা চোখে দেখা মানুষগুলির সাথে তর্কেও জড়িয়ে পড়ে , তাতে আমরা চোখে দেখা মানুষগুলি তর্কে না পেরে , কখনো কখনো  , গায়ের জোরে  তাদের ধাক্ষা মেরে ফেলে দেই   বা দিতে চাই কিংবা  চোখে না দেখা মানুষগুলিকে ভয় দেখিয়ে নীরব করে দিতে চাই  । এক কথায় তারা  অনেক কিছু , অনেকভাবেই করে চলছে সমাজে, সেই সাথে বিয়ে শাদী , সংসার ধর্ম , প্রেম প্রীতি , আছে সুখ / দুক্ষ / বেদনা/আনন্দ , রাজনীতি   । তাদের  সবচেয়ে বড়  দুঃখও একটাই , দেখতে পারেনা ,  দুনিয়ার রঙ তামাসা, পায় না দেখতে ,  সৃষ্টির সেরা জীব   মানুষগুলির চেহারা  ,  আর পৃথিবীর  বিচিত্র কারুকাজ  দিয়ে সৃষ্টির ছবি এবং সমাজের উন্নয়ন ও পরিবর্তন  , কিন্তু ভোগ করতে পারে সবেরই, আবার দেশের ভালো / মন্দ সবই বুঝে , এমনকি মন্দ লোক , ভালো লোকও বাছাই করতেও পারে তারা , আমাদের সাথে তাদের তফাৎ  , শুধু চোখে দেখা না দেখার  । কিন্তু   আমরা  চোখে দেখার মানুষগুলি  , চোখ থাকতেও ,  চোখে দেখতে পাচ্ছি কি সবসময় ? নাকি চোখ থাকতেও অন্ধ  আমরা ?
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.