|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 




গ্রামের মানুষ সম্পর্কে এবং তাদের বসবাস নিয়ে  নানা কথা রয়েছে  । আজকে ,  তাই নিয়েই বলবো , জানিনা আপনারা কেমন ভাবে নিবেন  বিষয়টি , এক সময় গ্রামের মানুষের বসবাস ছিল খুব কষ্টের জীবন , যেমন , বিদ্যুৎ ছিলোনা , ছিলোনা পাকা রাস্তা , তেমন একটা চোখে পড়তো না  পাকা বাড়ী , এমনকি সেনেটারই  পায়খানাও ছিলোনা খুব একটা , রাস্তাঘাটে ছিলোনা ড্রেনেজ বাবস্থা , সড়ক পথে ছিলোনা বাতির আলো  । ইঞ্জিন চালিত কোনও  যানবাহন ছিলও না , ছিলও গরু / মহিষের গাড়ী , আর টমটম গাড়ী । তবে নদীতে ছিলও অনেক পানি , সেই নদীতে চলতো হরেক রকম নৌকা ,  নদী পথে  চলতো গয়নার নৌকা নামে যাত্রী বাহন্  তাতে  টাপ্পর বা ছৈ দেওয়া ,  যাতে বৃষ্টি বা রদ্র থেকে রক্ষা পাওয়া যায়  , মাঝী /  মাল্লা গন ,  নৌকার দাড় টানতও আর নৌকা চলতো ধীর গতিতে , নৌকায় আবার থাকতো পাল ,  যা দিয়ে নৌকা পাল তুলে চলতো দ্রুত ,  তবে পাল তুলতে ,  জোরে বাতাসের প্রয়োজন হতো ,  তখন মাঝে  মাঝে কাল বৈশাখীর ঝড় হতো , সেই তুফানে আবার নৌকা ডুবি হতো গহীন জলে । নদী পথে ছিলও নানা নামের ঘাঁট ,  আর সেই ঘাঁটে থামত নৌকা এবং নামতও ,  নানা গ্রামের যাত্রীগন । তারপর  হাঁটা পথে চলে যেতো গ্রাম থেকে গ্রামে ।  তাদের নিবাসে বা হাটেবাজারে বা স্কুল / কলেজে ।  যে পথগুলি ছিলও ধুলায় বা বালিতে ভর্তি যা থেকে গায়ে ভরে যেতো ধুলা / বালিতে ,  আর সেই ধুলোয় ভরা পথ যাত্রীদের দেখলে মনে হতো  , যেন এক বিকৃত চেহারার  মানুষ । চলমান ২
 ২০ টি
    	২০ টি    	 +১/-০
    	+১/-০  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৮:০৮
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৮:০৮
নিলু বলেছেন: ধন্যবাদ , আপনিয়ও লিখতে থাকুন
২|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৮:০৫
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৮:০৫
রাফা বলেছেন: Great ,nice post talk abut village.I really miss those environments.
Thanks, Nilu
  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৪৪
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৪৪
নিলু বলেছেন: ধন্যবাদ আপনাকে , সময় করে গ্রামে বেড়িয়ে যান , ভালো থাকুন
৩|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৮:৪৪
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ! মনটা হারিয়ে যায়, ইচ্ছে করে ছুটে যাই এখনি গ্রা থেকে গ্রামান্তরে
  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৪৫
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৪৫
নিলু বলেছেন: ভালো থাকুন , বেড়িয়ে যান গ্রামে সময় করে
৪|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:২২
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:২২
যোগী বলেছেন: 
লিখে যান সাথে ছবিও দিয়ে যান।
একটা ছবির কোয়ালিটি খুবই খারাপ চোখে লাগে।
  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৪৬
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৪৬
নিলু বলেছেন: যোগী ভাই , ভালো থাকুন ,
৫|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৩৮
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লিখুন
অসাধারণ হয়েছে গ্রাম বাংলার ছবি এবং বর্ণনা
  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৪৭
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৪৭
নিলু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভালো থাকুন
৬|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৫৩
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:৫৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: নষ্টালজিক পোস্ট।
  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:০২
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:০২
নিলু বলেছেন: ধন্যবাদ আপনাকে , ভালো থাকবেন
৭|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:৩৩
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:৩৩
ঢাকাবাসী বলেছেন: গ্রামবাংলার চমৎকার সব ছবি নিয়ে লেখাটি ভাল লেগেছে।
  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৫
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন
৮|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:৪৬
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১:৪৬
তুষার কাব্য বলেছেন: চমৎকার সব ছবি   
 
  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ২:৩৬
নিলু বলেছেন: ভালো থাকুন কামনায়
৯|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৮
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৮
সুমন কর বলেছেন: সুন্দর।
  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:০৪
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:০৪
নিলু বলেছেন: ভালো থাকবেন
১০|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:২৫
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন: 
গরুর পায়ের পাটের ক্ষুুরা পাকা / ইটের রাস্তায় চলাচলের জন্য নয়; পাকা রাস্তায় গরুর গাড়ী বন্ধ করা হোক।
  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৩০
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৩০
নিলু বলেছেন: আসলেই সঠিক কথা , তবে গ্রাম থেকে শহরের পাকা রাস্তায় আসতে গেলে যে লাগে , নতুবা জরিমানা যে ,
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৭:৩৩
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৭:৩৩
দিশেহারা আমি বলেছেন: লিখে যান।