|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 



যদি বি এন পি জোট ক্ষমতায় আসে , তাহলে আমাদের চাওয়া / পাওয়ার মনের কথাগুলি তুলে ধরা দরকার বা আমরা যা চাই তার ফিরিস্তি দেওয়া দরকার বা আমাদের দাবীগুলির কথা তুলে ধরা  প্রয়োজন । সেই সাথে এসবের ঘোষণাও , তাদের থেকে আসা শ্রেয় বলে মনে করে লিখলাম । যেমন, 
১ বি এন পি জোট ক্ষমতায় আসলে , বোমাবাজই হবে না ,  পেট্রোল বোমা ফুটবে  না , সিরিজ বোমা হবে না , বাসে আগুন জল্বেনা , সন্ত্রাস হবে না কি ? 
২ ক্রস ফায়ার হবে  , না হবে না । র্যাব বাতিল হলে , বাহিনীর সদস্য গন কি , অন্য বাহিনীতে সমন্বয় হবে  , না হবে না ।
৩ বিনাবিচারে  কেউ মরবে  না , এমনকি কেউ বিনাকারনে আটকও হবে না , ৫৪ ধারা বাতিল হবে , না হবে না ।  
৫ বিদ্যুৎ , গ্যাস , তেল , পানির দর, সহ অন্য পন্নেরও দর বাড়বে না , না  বাড়বে ।
৬ বেকার সমস্যার  সমাধান হবে  , না হবে না  । 
৭ সারের জন্য কোনও কৃষক গুলিবিদ্ধ হবে না , বিদ্যুতের সমস্যা সমাধানের দাবীর আন্দোলনে  কেউ গুলি খাবে না ।
 ৮ যুদ্ধ অপরাধীদের মামলা তুলে নেওয়া হবে , না হবে না  এবং যারা জেলে আছে , তাদের দায় মুক্তি দিয়ে  ,  খালাস করে দেওয়া হবে , না হবে না ।
৯ দেশে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলি , রাজনীতি করার সুযোগ পাবে , না পাবে না । 
১০ কারো প্রতি দন্দ নয় , সবার সাথে  বন্ধুত্তের  সম্পর্ক নিয়ে , আন্তর্জাতিক সম্পর্ক বিরাজমান থাকবে  কি ? 
১১ ভারত , বার্মার  সাথে সম্পর্ক কি হবে ? 
১২ সীমান্ত এলাকায় বি এস এফ এর  হাতে কেউ হত্যা হবে না ,  বা হত্যার বিচার করা হবে । 
১৩ পুনরায় হাওয়া ভবন খোলা হবে  , না হবে না ।
১৪ ইসলামী শাসন ব্যাবস্থা দেশে চালু হবে ,  না হবে না ।
১৫ বিদ্যুতের  ঘাটতি  থাকবে ,  না থাকবে  না । 
১৬ সকল পাবলিক  পরীক্ষা আর পিছাবে না , না  পিছাবে ।
১৭ ঢাকার যানজট থাকবে ,না থকবে  না ।
১৮ ঢাকা সিটি কর্পোরেশন এক করা হবে ,  না হবে না ।
১৯ বর্তমান সরকারের আমলে যারা সরকারী চাকুরি পেয়েছেন , তাদের চাকুরী থাকবে,   না থাকবে না । 
২০ যেসব সরকারী কর্মকর্তা  , এখন জনপ্রশাসনে ও এস ডি আছেন , তাদের সকলকে পোস্টিং সহ , পদন্নোতি দেওয়া হবে , না হবে না । এবং  আর কেউ কথায় কথায় ও এস ডি হবে , না হবে না । যার যার যোগ্যতা অনুযায়ী যথাসময়য়ে পদোন্নতি পাবে , না পাবে না । 
২১ সকল নন এম পি ও বেসরকারী স্কুল / কলেজ এম পি ও ভুক্ত হবে , না হবে না । 
২২ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল  আদালত  থাকবে , না থাকবে না । 
২৩  উপজেলা পরিষদের চেয়্যারমান প্রধান নির্বাহী হবেন , না হবেন না ।  জেলা পরিষদের প্রশাসক পদ , বহাল থকবে , না থাকবে  না । জেলা পরিষদের নির্বাচন হবে , না হবে না ।
২৪  ঘুষ / দুর্নীতি  মুক্ত সমাজ  গড়ে উঠবে, না উঠবে না ।
২৫  প্রতিহিংসার রাজনিতী হবে, না হবে না । 
২৬  পদ্মা সেতুর কাজ  চলমান থাকবে  , না থাকবে না ।
২৭  আরিচা / কাজিরহাট / দউলদিয়া ২য় পদ্মা সেতু হবে ,না হবে না ।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩২
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩২
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন
২|  ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:২০
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:২০
প্রবাসী ভাবুক বলেছেন: যে সরকারই আসুক জনগণের মতামত নিয়ে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে যেভাবে মানুষ মরছে এতটা মরবে না এটা মোটামুটি বলা যায়৷ তার চেয়ে বড় কথা সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত নিয়ে ক্ষমতায় আসা সরকারই গণতান্ত্রিক সরকার৷ মানুষের মতামতকে রুদ্ধ করে কেউ ক্ষমতায় থাকুক এটা চাওয়া মানে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা৷
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩৩
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩৩
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন
৩|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১১:০৫
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১১:০৫
নীল আকাশ ২০১৪ বলেছেন: বিএনপি জোটের ক্ষমতায় আসার দূরবর্তী কোন সম্ভাবনাও নেই। বিএনপি শেষ।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩৪
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩৪
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:১০
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১১:১০
উড়োজাহাজ বলেছেন: