|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

আমরা সংলাপ নিয়ে ইতিপূর্বেও নানা কথা , নানা মত / পথ , নানা আলোচনা / সমালোচনা শুনেছি / দেখেছি  । তাই আবার সেই সংলাপের  কথা  , এসে গেছে আমাদের মাঝে । কিন্তু সংলাপ কি ? এবং কেনও সংলাপের প্রয়োজনীয়তা আসে , কিভাবে  সংলাপের আয়োজন হয় বা সংলাপের প্রয়োজনই বা কেনও ? বর্তমানে যে কারনে সংলাপ হতে চায় , তা বোধ হয় বর্তমান অবস্থা নিয়ে । এই অবস্থা কি ? ধরা যাক , বি এন পি জোটের দাবী পুরন , অন্যদিকে আওয়ামী জোটের অভিযোগ এর সমাধান  , এই নিয়ে দন্দ । তাহলে তো আমাদের আগে জানতে হবে যে , দন্দ কি এবং দন্দ কেনও সৃষ্টি হয় , এবং দন্দ সমাধানের পথ কি কি ?  । সমাজে  মাঝে মাঝেই দন্দ হয় নানা বিষয় নিয়ে , তা আবার কখনো কখনো  সমাধান হয় ,  সমাজের শালিস ব্যাবস্থায় । আবার অনেকে বলে এই দন্দ আমাদের মধ্যে চলমান আছে বাপ / দাদার আমল থেকেই  , তাই তাদের সাথে আমাদের কোন দিনই  দন্দ মিটবে  না , তাই তাদের সাথে সালিশে বসে লাভ নেই , আবার অনেকে বলে যে , জীবনে অনেকবার তাদের সাথে সালিশ হয়েছে , কিন্তু কোনও সমাধান হয়নি । তাই বার বার সালিশে বা সংলাপে বসে লাভ কি ? কিংবা আলোচনায় বসতে পারি বা সালিশ মানবো , যদি তালগাছটি আমাদের দেওয়া হয় ।  ধরুন  বর্তমানের একটি সমস্যাই ধরি, যদি সংলাপে বসা হয় , তাহলে যদি প্রশ্ন উঠে বা আমরা যদি দাবী তুলি যে , পেট্রোল বোমায় মৃত বা আহত লোকজনের দায় / ভার কারা নিবে এবং এর বিচার কি হবে । তখন যদি একজন আরেকজনের উপর দায় চাপাতে চায় , তাহলে এর সমাধান কি  ? এই আগুনে পোড়া মানুষগুলির বিচার করে , সংলাপ হবে ,  না বিচার স্থগিত করে সংলাপ হবে , নাকি যা হবার হয়ে গেছে তা সব ভুলে , আসুন আমরা আবার দেশের উন্নয়নে মনোযোগী হই  , কিংবা আমরা   মুসলমান  , ভাই / ভাই মিলে মিশে চলি ,  নাকি ভাইয়ে / ভাইয়ে দন্দ করতে নেই , নাকি হাতে হাত মিলিয়ে আপোষ করা হবে , নাকি , আধা / আধি সর্ত মেনে আপোষ হবে , নাকি যারা সঠিক মত/ পথের প্রমানিত হবে , তাদের পক্ষেই সমর্থন করবো বা তাদের পক্ষেই আমরা  । তাহলে তো , প্রশ্ন আসবে কারা এই আয়োজক , তাদের নিরপেক্ষতা আছে কিনা , বা তাদের পূর্ব অভিজ্ঞতা আছে কিনা এসবের সমাধানের । আবার সমাজে যারা সমস্যা সমাধানে এগিয়ে আসেন বা সালিশ / বিচার করেন বা করে থাকেন , তাদের নিয়েও রয়েছে নানা অভিযোগ বা অনীহা । আবার দন্দের সমাধানের সালিশে বা আলোচনায় বসে , কিন্তু নুতন করে দন্দ সৃষ্টি হয় বা সংলাপের আঁশর ভেংগে যায় , তাতে  আরও একটি নুতন সমস্যা সৃষ্টি হয়  ।  এই  সকল কথাগুলির সমাধানের উপায় কি , তা বুঝে সুণেই , সংলাপের আয়োজন করাই ভালো বলে মনে করি । তানাহলে  শুধু ,   উপদেশ দিয়েই  সংলাপের আয়োজওকদের , আয়োজন করতে হবে  সংলাপ   । নতুবা ,  ধামাচাপার সংলাপই  অনুষ্ঠিত হবে  অথবা , সেই মান্নান ভুইয়া সাহেব ও জলিল সাহেবের সংলাপের মতো  সংলাপ  হবে ?
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:২৭
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:২৭
নিলু বলেছেন: ধন্যবাদ
২|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১১:৩৮
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১১:৩৮
ইলা বলেছেন: হুম্ নানা বাড়ী থেকে মামার বাড়ির আবদার!!! ভিক্ষা লয় না কথা কয় না, যোগীর মোনের কী ভাব েবাঝা যায় না।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩০
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩০
নিলু বলেছেন: যোগী ভাই কি , আপনার মন্তব্য দেখতে পেয়েছে , ভালো থাকুন
৩|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:২৩
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:২৩
ঢাকাবাসী বলেছেন: কোন কিছুতেই কিছু অইবেনা!
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:২৮
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:২৮
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন
৪|  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:০৭
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন: 
বোমার জোর কমছে, সংলাপ হবে না।
  ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩০
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩০
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:৩৫
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:৩৫
যোগী বলেছেন:
এক দল নির্বাচনে আসতে পারেনি তাই তাদের নির্বাচনে আনতে সংসদ ভেঙ্গে দিয়ে আবার নির্বাচন দাও। মনে হয় যেন নির্বাচন মামার বাড়ির আবদার।