|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 



এলাকায় একজন লিচু বাগান করার পরিকল্পনা  নেয় । পরে সে দিনে দিনে প্রায় ১০০ টি লিচু গাছের  বাগান  তৈরি করেছে । গাছগুলিতে এখন লিচু ধরতে শুরু করেছে । বাগানটি করতে প্রায় ৩ একর জমির প্রয়োজন হয়েছে । সারি সারি গাছগুলি দেখতে খুব মজার । বাগানের মধ্যে আছে বাঁশ দিয়ে তৈরি মাচান । সেই মাচানের উপর বসে বসে সে মাঝে মাঝে সময় কাটায় । তার সাথে অনেকেই বসে বসে গল্পও করে । ঐ বাগান মালিকটি আবার খুব সৌখিন তাই সে বাগানের মধ্যে আবার গড়ে তুলেছে ফুলের বাগান দেখতে দারুন লাগে । বাগানের মধ্যে আবার একটি পুকুর ও ছোট একটি ছোনের ঘর করেছে ভদ্রলোক ঐ ঘরের মধ্যে আবার আধুনিক সব সুবিধাই বিদ্যমান আছে । সে মাঝে মাঝে ঐ ঘরে বসে বসে গল্পের বই পড়ে ও লেখে । সে একদিন তার এই সুন্দর বাগানে বসে বাগানের ইতি  কথাগুলি  বলছিলও  তা হোলও যে তার বাগানে যখন লিচু ধরে সেই লিচু কাচা / পাকা সময় পযন্থ খুবি সুন্দর লাগে যা বর্ণনা করা দুষ্কর । লিচু যখন পেকে উঠে ,  তখন বাদুর নামক পাখীটিকে তাড়াতে গাছে / গাছে  টিন  বানতে হয় ,  আবার যারা রাতে লিচু পাহারা দেয় তাদের পায়ের সাথে ঐ টিনের দড়ি বেধে রাখতে হয়  । কারন পাহারাদাররা রাতে কখনো কখনো ঘুমিয়ে পড়ে  , তাই মাঝে মাঝে জেগে উঠে বা  ঘুমের ঘোরে  নড়া / চড়া করলেই ,  ঐ পায়ে বাধা দড়ি টান পড়ে যায় ,  আর ওমনি টিনগুলি বেজে উঠে ,  আর বাদুড়রা উড়ে যায় । এমনিতেই পাহারাদাররা রাতে খুব একটা ঘুমাতে পারেনা ,  সারা রাত বাদুড় তাড়াতে হয় । সবশেষে সে বললো যে ,  ভাই লিচু আসে বাগান ভরে কিন্তু বিক্রি করার সময় আবার ঝামেলা হয়  , এতো লিচু নিজে একা একা  বিক্রি করা যায়না  , তাই ঢাকা / চিটাগাং থেকে মহাজনরা আসে লিচু পাকার আগেই বাগান ধরে কিনতে ।  তাদের   সাথে আবার এলাকার কিছু ফড়িয়া থাকে  । এরা বাগান ধরে কিনে নেয় ,  আর বায়না করে ৫০ লক্ষ টাকার দামের বাগানে ৫ লক্ষ বায়না দিয়ে  বাগান কিনে নেয় , বাদ / বাকী দিবে পরে দিবে বলে । পরে সেই টাকা তুলতে নানা ঝামেলা এমনকি বিচার / সালিশ পযন্থ করতে হয় কখনো কখনো । তারা বলে যে লচ হয়েছে বা ঝড়ে বেশীর ভাগ লিচু নষ্ট হয়ে গেছে । সেই বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবো কিসের মতো । তাই আমি ভাই , সুন্দর বাগান বানিয়েছি ঠিকই কিন্তু এখন আমি  বাদুড় আর মহাজন নিয়ে পড়েছি বিপাকে ।
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০১
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০১
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন
২|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৮:৫৩
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৮:৫৩
দিশেহারা আমি বলেছেন: কি আর করবেন  
 
খেয়ে যান  
 
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০৩
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০৩
নিলু বলেছেন: বাগানে গেলে বেশী খাওয়া যায় না , ধন্যবাদ
৩|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:০২
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৯:০২
যোগী বলেছেন: 
চমৎকার! লিখে যান 
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০৫
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০৫
নিলু বলেছেন: আপনিয়ও তো চমৎকার লেখেন ভাই , লিখতে থাকুন
৪|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:৫২
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ১০:৫২
ঢাকাবাসী বলেছেন: ছবিগুলো দেখে লিচু খেতে ইচ্ছে করছে।
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০৬
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:০৬
নিলু বলেছেন: খেতে আসতে পারেন , ধন্যবাদ
৫|  ১০ ই মে, ২০১৫  রাত ২:৫৪
১০ ই মে, ২০১৫  রাত ২:৫৪
rasel246 বলেছেন: ভাই, জুন এর ১১ তারিখ যাওয়ার ইচ্ছা আছে। আপনার বাগানের ঠিকানা দেন। গিয়ে খেয়ে এবং নিয়ে আসব।
  ২৭ শে আগস্ট, ২০১৫  রাত ৯:০৮
২৭ শে আগস্ট, ২০১৫  রাত ৯:০৮
নিলু বলেছেন: ভাই আগামি মে / জুন এ আসবেন । ঠিকানা দিয়ে দেব , ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৭:৫৬
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৭:৫৬
আমি বন্দি বলেছেন: চম?কার লাগলো