|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 



আমরা দু বন্ধু  মিলে একদিন  সিদ্ধান্ত নিলাম আমরা মটর সাইকেলে চড়ে দু জনে বাংলাবন্ধে যাব । সেই  মোতাবেক  ভ্রমণ সূচি তৈরি করলাম । কোন পথে কিভাবে যাব  , কখন রওনা দেব এবং পথে কি কি করবো বা কোথায় কোথায় থামবো । সে অনুযায়ী একদিন রওনা দিলাম এবং আমরা দুজনেই পরে নিলাম হেলমেট, গায়ে রেইনকোট , হাতে হাত মোজা পায়ে জোতা । সংগে  নিলাম পানি , বাড়ী থেকে নিলাম জল খাবার তা বাড়ীর বানানো  , আর পথে কোনো কোনো হোটেলে খেয়ে নেবো ভাত  । আর পথে দেখবো নিদর্শন গুলি  । জেলায় জেলায়  থাকবো আবাসিক হোটেলে যেখানে সন্ধা হয়ে যায় । আমার আবার ভ্রমণ পথে বাসে/ ট্রেন এ যাওয়ার সময় ছোট বেলায় থেকেই ,  পথের  গ্রামের  এবং স্টেশনের  নাম  গুলি পড়া ও মনে রাখা ।  তাই আমার অনেক এলাকার অনেক নাম মনে আছে । যেখান থেকে আমরা রওনা দেবো সেখান থেকে বাংলাবন্দের দূরত্ব প্রায় ৩০০ / ৪০০ কিলোমিটার । শুরু হোলও যাত্রা ভোর  ৫ টায় । প্রথমে আমিই মটর সাইকেলটি চালাচ্ছিলাম ,  পরে সহযাত্রী  চালাবে ,  যখন আমি ক্লান্ত হয়ে যাব । পথের নামগুলি বলে যাই  , যে নামগুলি পথে দেখেছি ,  তা হোলও , চড়ইমারি , মুলাডৃলি , কদমছিলাম , চিলমারি ,    তাড়াস , হাঁটুভাঙ্গা , হবিতপুর , নন্দিগ্রাম , সাকপালা  মোড় , বাঘা , চারঘাট , ক্ষেতলাল , কাউনিয়া, ডোমার  , জলঢাকা , বুড়িমারি , আদিতমারি ,  চিরিরবন্দর , পত্নীতলা , লালপুর , রানীসংখৈল  , মিঠাপুকুর , অরনখোলা , নাচোল  , আড়ানি , ঘোড়া ঘাট , সুন্দরগঞ্জ ,  আক্কেলপুর  , ভাতগড় ,  নাচোল ,বোদা , বুল্লি,       হাড়ীভাসা ,     ধাক্কামারা , ভজনপুর , তেতুলিয়া  সহ নানা চমৎকার চমৎকার নাম  । চলমান ২
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩৩
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩৩
নিলু বলেছেন: কিন্তু মজাও আছে , ধন্যবাদ
২|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৩৮
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: নিলু ভাই,
আমারো ঘুরবার মন চায়। 
আরো কয়েক্টা পিক দিতে পারতেন।
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩৩
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩৩
নিলু বলেছেন: যাত্রা শুরু করুন , ধন্যবাদ
৩|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৩৯
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৩৯
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩৪
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩৪
নিলু বলেছেন: ভালো থাকুন , ধন্যবাদ
৪|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:০১
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:০১
ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল।
  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩৫
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩৫
নিলু বলেছেন: ধন্যবাদ , ভালো থাকুন
৫|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১:২৩
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১:২৩
শাশ্বত স্বপন বলেছেন: ঢাকা থেকে বাসে চড়ে লালমনিরহাটের ভুড়িমারী বন্দরে গিয়েছিলাম, সেখান থেকে বাইক চড়ে পাটগ্রাম-ডালিয়া-আঙ্গরপোতা-দহগ্রাম..। ঢাকা খেকে এত দূরে আগে কখনো যাইনি।
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৫০
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৫০
নিলু বলেছেন: বের হয়ে পড়ুন বেঢ়াতে , ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৩৪
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৮:৩৪
চাঁদগাজী বলেছেন:
মটরসাইকেলে ভ্রমণ, বিপদজনক ভ্রমণ