|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 


আমরা যখন যেখানে জন্ম গ্রহন করি , সেটা হতে পারে ক্লিনিক , হাসপাতাল কিংবা নিজ বাড়িতে । জন্মের পর কোলে কোলে  বেশ কিছুদিন চলমান থাকে জীবন ,  সেই কোলে কোলে আবার পিতা/ মাতার সাথে চলে মাইলের পর মাইলের পথের ভ্রমণ , তা আবার বাসে  বা রেল গাড়ীতে কিংবা বিমানে । তারপর বাপ/মায়ের বসবাসস্থলে জীবন শুরু হয় । ৪/৫ বসর বয়সে সুরু হয়  কে জি স্কুল জীবন , সেখানে যারা বন্ধু হয় , তাদের কথা খুব একটা  মনে থাকে না , পরে শুরু হয় জুনিয়র স্কুল জীবন , সেথায় বন্ধুদের কথা বা সৃতি মনে থাকে কিছুটা , এরপর হাই স্কুল জীবন , যে জীবন কালে ,  বাদাম খাওয়া, চালতা খাওয়া , বরফ খাওয়া , পিয়ারা খাওয়া , আম খাওয়া কাচা / পাকা , চটপটি খাওয়া , চানাচুর খাওয়া , আচার খাওয়া , মিষ্টি খাওয়া , বাতসা খাওয়া , কটকটি খাওয়া , তেঁতুল খাওয়া , টিফিন খাওয়া , আখ খাওয়া , আমড়া খাওয়া , বড়ই খাওয়া টক/ মিষ্টি , আবার বড়ইর আচার  , বা ঝাল/ মরিচ দিয়ে মাখিয়ে খাওয়া , কতরকম টুক/ টাক খাওয়া , মনে হয় যা পাই ,  তাই খাই , খাওয়ার যেন  বাচ /বিচার ছিল না , আর নানা  অভ্যাসে  অভ্যাসী ছিলাম । চলমান ২
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৪৬
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৪৬
নিলু বলেছেন: ঠিকই বলেছেন , ধন্যবাদ
২|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৮:৫৮
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৮:৫৮
প্রামানিক বলেছেন: খাওয়া খাওয়ির কোনটা বাদ রাখেন নাই। ধন্যবাদ ভাই নিলু।
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৪৭
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৪৭
নিলু বলেছেন: আসলেই তাই , ধন্যবাদ
৩|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৫৪
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৩:৫৪
সূর্য পলাশ বলেছেন:  খালি খাওয়া আর খাওয়া,
খাওয়া ছাড়া সব ভুয়া !
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৪৮
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  বিকাল ৪:৪৮
নিলু বলেছেন: ঠিক তাই , ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৭:৪৪
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  সকাল ৭:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনি পেটুক?