|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 




লেখাটি  প্রথমে আজে / বাজেই মনে হবে কিন্তু  লেখাটি  গুরুত্ববহন করে জীবনে বলে মনে হয় । তবে লেখাটি লিখতে মনে হয়েছিলো  , একদিন সেই দিনটির ,  দিন ক্ষন মনে নেই । তা হোলও আমার এই ব্লগে লেখালেখির এক লেখায় একজন  সন্মানিত  পাঠক  ,  মন্তব্য করেছিলেন গেলেন কৈ , হাগু করতে নাকি  ? কারন তার মন্তব্বের উত্তর দিতে দেরী হয়ে গিয়েছিলো বোধ হয়  । তিনি  ওই মন্তব্যটি করেছিলেন  মনে হয়  , আর সেদিন থেকেই মনে হয়েছিলো  , এই হেড লাইনে একটি লেখা লিখবো  । তাই শুরু করলাম । জানিনা সন্মানিত পাঠকগণ কিভাবে নিবেন বিষয়টি ।  আমরা যখন বাথরুমে বা পায়খানায় যাই  তা পায়খানা বা হাগু বা প্রস্রাব করতে বোধ হয় ,  তা কখনো পড়ো পড়ো সময় বা স্বাভাবিক ভাবে  কিন্তু আমরা কেউ কেউ বাথরুমে গেলে চোখ / মুখ বন্ধ রাখার চেষ্টা করি বা ঢেকে রাখি । কেউকি  কখনো খেয়াল করে দেখেছি যে , বা দেখি কি যে ,  আমার  প্রতিদিনের হাগু বা প্রস্রাব  কি রকমের  করলাম ।  প্রসাবের  রঙ কি লাল না সাদা না ঘোলাটে না আম ভর্তি  হাগু । যাকে বলে আমাশার মতো  না কষা বা শক্ত  । আবার হাগু করে ভালো করে বাম হাত  ধুচ্ছি কিনা ,  তা সাবান দিয়ে হউক আর ছাই দিয়ে হউক  ,  আর হ্যান্ড ওয়াস বা জেট পাউডার দিয়ে হউক ।   তাই  এইগুলি আমাদের খেয়াল রাখা  অতীব জরুরি নিজের ভালো  স্বাস্থ্য রাখার জন্য  । কারন এই হাগুাগুলির রকম দেখে বোঝা যাবে যে  , আমার   পেটের অশুক বা পাতলা পায়খানা  না  কুষ্ঠ রোগ না পাইলছ , বদহজম ।   যা থেকে আমি / আমরা অতি দ্রুত চিকিৎসার ব্যাবস্থা নিতে পারি বা চিকিৎসকের কাছে যেতে পারি ।   কারন মল / মুত্র থেকে মাছি  , আর মাছি থেকে  রোগ / বালাই ছড়ায় । অন্যদিকে  আমার / আপনার পেটের অসুখ বা পাইলছ বা আমাসা হলে  , তা  থেকে  আমার / আপনার জীবনটা গরবাদ হয়ে যেতে পারে  । আবার প্রস্রাব লাল না সাদা তাও খেয়াল করতে হবে কারন এই প্রস্রাবেই বোঝা যায় আমার / আপনার ডাইয়েবেটিক না কিডনির ড্যামেজ না  বহুমুত্র না  কষা হয়ে গেছে  হাগু   । বেশী পরিশ্রমের কারনে তার প্রমান পাওয়া যায় বোধ হয় । তানাহলে অফিসে যাবো গাড়ী দাড়িয়ে আছে , স্কুল / কলেজে যাবো ,কিংবা ট্রেন / বাস ধরতে হবে , কিংবা কর্মে যাবো বা বাজারে যাবো কিংবা কোনও অনুষ্ঠানে যাবো ।  তখন যদি বার বার বা জোরে জোরে বা বেশী বেশী প্রস্রাব  / পায়খানা চেপে যায় তাহলে  কি আমরা  যথাসময়ে সব কাজ  করতে পারবো  ?   তাই এখন থেকেই এসবের ব্যাপারে সচেতন হতে হবে সকলের । নতুবা বড় জালা হবে জীবনে কিংবা অপমান হতে হবে বার বার । 
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩৪
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:৩৪
সুমন কর বলেছেন: হুম !
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:১৩
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫  রাত ১০:১৩
চাঁদগাজী বলেছেন:
ব্লগে আসক্ত হয়ে চাপিয়ে রাখবেন না; ভালো।