| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলমান পাতা ৩ এর পর , খুব ভোঁরে আমরা দিনাজপুর থেকে রওনা দিয়েছিলাম পঞ্চগড়ের উদ্দেশে কিন্তু পঞ্চগড়ে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো ।
পথে আমরা ঠাকুরগাঁওয়ে রানীসংকৈল ঘুরে বোদা থেকে দেবিগঞ্জ আমার এক বন্ধুর সাথে দেখা করে পঞ্চগড় শহরে পৌঁছে গেলাম এবং হোটেল রাজমনিতে উঠলাম । সন্ধ্যার পর আমার অনেকদিনের পরিচিত ধাক্কামারায় এক বন্ধুর বাড়ীতে গেলাম পরে ওকে সাথে করে শহরে ঘুরলাম এবং পুরানো দিনের পরিচিত লোকদের সাথে দেখা করে তাদের সকলকে নিয়ে রাতে মৌচাক হোটেলে খেলাম । পরের দিন চাকলা দিয়ে সীমান্ত এলাকায় গেলাম ঘুরতে সেখান থেকে ঘুরে এসে গেলাম বিকালে ভজনপুর আমার এক আত্মীয়র বাড়ী । পরের দিন আমরা যাবো তেতুলিয়ায় তাই সড়ক ও জনপথ দপ্তরে গিয়ে তেতুলিয়া রেস্ট হাউসে দুপুরে খাওয়ার জন্য বুকিং দিলাম । পরের দিন সকালে রওনা দিলাম তেতুলিয়া পথে কাজী টি এস্টেট ঘুরে দেখলাম এবং দুপুরে তেতুলিয়া রেস্ট হাউসে খেয়ে পরে গেলাম বাংলাবান্দা জিরো পয়েন্ট এ তারপর ফেরার পথে বিভিন্ন এলাকায় পাথর উত্তোলন


. দেখে ফিরে এলাম রাজমনি হোটেলে । কাল খুব ভোঁরে রওনা দিবো এবং এক টানে চলে যাবো সিরাজগঞ্জের তাড়াস উপজেলার বেহুলা সুন্দরির গ্রামে এবং সেখান থেকে শাহজাদপুরের রবি ঠাকুরের মাজারে । চলমান ৫
©somewhere in net ltd.