|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 


চলমান পাতা ৩ এর পর ,  কাপাসিয়াতে , উপশহরে , মালিবাগ , উত্তরাতে , গুলিস্থানে , বাসাবোতে , মুগদাপারায় , কাকলীতে , বনানিতে , তেজকুনি পাড়ায় , শান্তিনগরে , কচুয়া , নীলক্ষেতে , আমিনবাজারে , কাজীরদেউড়িতে , জামালখানে , পটিয়ায় , ফাজিলপুরে , কুলিয়ারচরে , আঠারোবাড়ী , ক্ষেপুপারা , মিরেরসরাই সহ নানা স্থানে বসবাস করছে বোধ হয় , কেউ আছে একা , কেউবা পরিবার / পরিজন নিয়ে , কেউ আছে দুঃখ / কষ্ট নিয়ে , কেউ সুখে / শান্তিতে , কেউ আছে জেলখানায় , কেউ আছে রাজপ্রসাদে রাজত্ব নিয়ে , কেউ করছে মাস্তানি , কেউ ভবঘুরে , কেউ আবার আছে বিদেশে , কেউ বিয়ে করেছে কেউ করেনই আবার কেউ হয়েছে বিধবা বা বিপত্নিক , আবার  কেউ নিঃসন্তানের জনক / জননী , কেউ আবার পঙ্গু জীবন কাটাচ্ছে  কিংবা অসুস্থ হয়ে বিছানায় কাৎরাচ্ছে  বোধ হয়  , ওই সময় তো ,  এতো কিছু ভাবিনি যে আমাদের জীবনের ভবিষ্যৎ এমন হবে ?  আমাদের এই বন্দধুত্তের সম্পর্কের এই পরিণতি হবে , সেই সময় প্রতিদিনই বন্ধুদের সাথে দেখা হতো , খেলা হতো , কথা হতো কতো , হতো ঝগড়া , একসাথে বেড়াতাম সবসময় ,  মনে  হতো আমরা একে অপরের সম্পূরক , যেনও বন্ধু ছাড়া এক মহুরথ কাটতো না  । আমাদের জীবনের  সেই কেজি / প্রাইমারী স্কুল  , জুনিয়র স্কুল  , হাই স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয় , বা অন্য পেশায় জড়িত বন্ধুদের জীবন সমুহ আজ নানা দিকে ধাবিত বা চলমান । এমনকি তাদের অবস্থানও নানা স্থানে , নানা নিয়মে , অথচ আমরা যখন বন্ধু ছিলাম স্কুল / কলেজে / বিশ্ববিদ্যালয়তে , তখন মনে হয়নি যে , আজকের বন্ধুত্ব , একে অপরের নিবিড় সম্পর্ক , কোনও একদিন তা হারিয়ে যাবে বা ভুলে যাব বা মনে থাকবে না এমনকি দেখাও হবে না । তাই আমদের জীবন  একটি চলমান জীবন বোধ হয় , যা কোথায় কোন অবস্থানে শুরু বা শেষ হবে তার কোনও  স্থায়ী ঠিকানা নেই , তবে  আমাদের জীবনের মরন নিচ্চিত ।  সেই মিত্তুও  আমাদের জিবনের আরামের না কষ্টের তার কিন্তু নিচ্চয়তা নেই । তাই মনে পড়ে অনেক অতিতকে । আবার এখন অনেক কিছুই খেতে পারছিনা আবার খেতে চাইলেও খেতে পাচ্ছি না , মন যা চাচ্ছে তা করতে পারছিনা , কখনো কখনো  ফিরে যেতে চাই সেই জিবনে  ।  তা কি আর সম্ভব ? এমনকি ফিরে যেতে পারছিনা সেই জন্মস্থানেও , যেখানে আমার শৈশব , কৈশোর কেটেছিলও , সেথায় আমার জীবন শুরু করেছিলাম নানা স্বপ্ন নিয়ে  , নানা আনন্দে ।  হয়তো ফিরে যাবো কিন্তু তখন আর থাকবেনা কোনও অনুভূতি বা চাওয়া / পাওয়ার কিছু । চলে যাবো না ফেরার দেশে জীবনের অনেক সৃতি বহুল ঘটনার  সমাপ্তি  ঘটীয়ে  ।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.