|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চলমান ৫ এর পর, 

 খুব ভোরে আমরা পঞ্চগড় থেকে রউনা দিলাম , পথে পীরগঞ্জের বন্ধুর আমন্ত্রন রক্ষা করা সম্ভব হলনা তবে অন্যবার যাবো পীরগঞ্জে  , যাত্রা পথে আমরা চলে এলাম বগুড়া সাকপালা মোড়ে পৌঁছে  ওখানে বিশ্রাম নিয়ে রউনা দিলাম  শেরপুর হয়ে সিরাজগঞ্জের হাঁটিকামরুল মোড়ে যা যমুনা বঙ্গবন্ধু ব্রিজের সংযোগ সড়কে , সেখানেও বিশ্রাম নিয়ে ভাত খেয়ে নিলাম পরে উল্লাপাড়া গিয়ে তাড়াস উপজেলার বেহুলা সুন্দরীর গ্রাম থেকে ঘুরে চলে এলাম , 


 তারপর তালগাছি হয়ে শাহজাদপুর পউছে গেলাম । সেখানে রবী ঠাকুরের আস্রম দেখে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে  খাজা ইউনুছ আলি মেডিক্যল কলেজে গেলাম 


খুব সুন্দর  মনোরম পরিবেশে কলেজটি , যা যমুনা নদীর তীর ঘেঁসে গড়ে উঠেছে , বিশাল এলাকা  জুড়ে ক্যাম্পাস । সেখান থেকে বেড়া , কাসিনাথপুর হয়ে গেলাম নগরবাড়ি ঘাঁটে 

যেখানে এককালে ছিলও উত্তরবঙ্গের সকল সড়ক পথের বাস যোগাযোগ এর সংযোগ স্থল যা এখন মৃত তবে সেখানে এখন হতে যাচ্ছে বলে শুনলাম মেরিন একাডেমী । পরে আমরা পাবনার উদ্দেশে রউনা দিলাম পথে ২৪ মাইল , দুলাই , বনগ্রাম , ক্ষেতুপাড়া , মাধপুর , আতাইকুলা , পুস্পপারা , পাবনা ক্যাডেট কলেজ

 হয়ে পাবনা শহরে পৌঁছে গেলাম রাত ৯ টায় । সেখানে আমার বন্ধুর হোটেলে থাকার জন্য বলে রেখেছিলাম, হোটেলটির নাম হোটেল সিলটন যা শহরের বানি সিনেমা হলের সামনে অবস্থিত । চলমান ৬ ।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ১০ ই জুলাই, ২০১৫  রাত ৯:৩০
১০ ই জুলাই, ২০১৫  রাত ৯:৩০
নিলু বলেছেন: আপা অনেক পরে উত্তর দিলাম বলে দুঃখিত , মেয়েরা কি মটর বাইক চালাতে পারেনা , ভালো থাকবেন , ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৫  বিকাল ৩:২২
১৫ ই মার্চ, ২০১৫  বিকাল ৩:২২
শায়মা বলেছেন: তুমি মোটর সাইকেল করে গেলে!!!!!!!!!!!!

ভাইয়া তোমার নাম দেখে আমি ভেবেছিলাম তুমি একটা আপু!