|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
একদিন একজন লোক গল্পে গল্পে বলছে যে , ঐ গ্রামের এক লোকের ছেলেরা হোলও একজন ব্যারিস্টার , একজন মন্ত্রী , একজন উকিল , একজন মোক্তার , অন্যজন জজ । এই কথা শুনে পাশে বসা এক ভদ্রলোক বলছে যে , তাহলে তো তার মাকে রত্নগর্ভা বলা যায় । ভাই আমি সেই মাকে দেখতে যাব । সে মোতাবেক তিনি একদিন ঐ মায়ের বাড়ী নিয়ে গেল দেখা করাতে । সেই মাকে তিনি ডাকলেন এবং আমি মাকে বললেন , মা আপনি তো সৌভাগ্যবান মা । যেহেতু আপনার সকল সন্তান সুশিক্ষিত এবং সমাজের উচ্চ পদে প্রতিষ্ঠিত । তাই আপনাকে আমি স্রদ্ধা জানাতে এসেছি । তিনি আমার কথাগুলি শুনে বললেন , আরে ভাই , আমার ছেলেদের ছোট বেলায় রাখা নাম ঐ গুলি , ওঁরা মাঠে / ঘাঁটে কাজ করে বেড়ায় । ওরা কেউই জীবনে স্কুলে যায়নি , এমনকি বইও হাতে করেনি । ওরা গো - মূর্খ ।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০  ১৮ ই জুলাই, ২০১৫  রাত ৮:৪৪
১৮ ই জুলাই, ২০১৫  রাত ৮:৪৪
নিলু বলেছেন: ইদ মোবারক , ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৫২
১৮ ই জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৫২
ঢাকাবাসী বলেছেন: আমাগো ন্ত্রীরা এর চাইতে ভাল না।