|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
দুনিয়া সৃষ্টির পর থেকেই   পৃথিবীতে বিয়ে  প্রথা চালু হয়ে আসছে বোধ হয়। 
কিন্তু অনেকেই আবার  জীবনে বিয়েই করেনি তাই কেউ তাদের আয়বুড়ী বা আয়বুড়া  বলে আখ্যায়িত করে ।  আবার বিয়ের পর ছেলে / মেয়ে না হলে হাটকুড়েও বলে । সমাজে তাই নানা কথা এই বিয়ে নিয়ে ।  আবার মহাধুমধামে অনুষ্ঠান করে বিয়ের পর কেউ যাচ্ছে  হানিমুনে  লংকায় ,  আবার কেউ চেনা সেই বাড়িতেই ,    আবার কেউ প্রেম করে  বিয়ে করে গাছতলায় বাস করে বা বলে বাস করবো । আবার প্রেমের বিয়ে ,দীর্ঘ ভালোবাসার বিয়ে ,  ও ঘটা করে বিয়ের জীবনও  , কখনো কখনো ভেংগে যায় বা  হয়ে যায় বিচ্ছেদ । তারপর কেউ কেউ  বা কারো  কারো ভাগ্যে বিয়ের বাসর রাতেই ঘর ভেংগে যায় । তাই তার পর আর কেউ কেউ পুন বিয়ে না করে সারাজীবন বিধবা বা বিপত্নীক হয়ে রয়েছে । আবার  সন্তান হবার পরও যুগল জীবন ভেংগে যাচ্ছে নানা কারনে  । তারপর আর কোনদিন বিয়ে করেনি  আবার কেউ কেউ বিয়ের পর বিয়ে করে যাচ্ছে । কেউ আবার বিয়ে করার জন্য জীবন বিপন্নও করে দিচ্ছে ।কিংবা আত্থহুতি দিচ্ছে । কেউ আবার পরিবার ছেড়েছে বিয়ে না করতে পেরে । কেউ আবার নানী / দাদীকে ধরছে  , তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য , কেউ আবার বিয়ের পর বলছে  , তোমার চেয়ে কতো ভালো পাত্র / পাত্রী ছিলও বা এসেছিলো কিন্তু বাপ / মা ভুল করে ,  তোমার সাথে  বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে ।এর চেয়ে রিক্সালয়ের সাথে বিয়ে হলে ভালো হতো  । আবার কেউ বলছে তোমার চেয়ে কালা মেয়ে বা গরীবের মেয়ে বিয়ে করলেই ভালো হতো ।    কেউ আবার বলে আমি বলেই তোমার সংসার করে গেলাম  । অন্য মেয়ে বা ছেলে হলে সংসার করতো না । কেউ আবার বিয়ের পর চাচ্ছে উপঢৌকন না আনতে পারলে চলছে নানা অত্যাচার নাহলে বিচ্ছেদ । কখনো কখনো কপোত/ কপোতীর  মধ্যে চলছে পাওয়া না পাওয়া নিয়ে কথা ,  যে  অমুকের বউয়ের কতো গহনা শাড়ী ,  আবার ছেলে  বলছে অমুকের মেয়ের বাপ কতো কিছু দিয়েছে  । এই সব  নিয়ে  চলছে নানা কথা নানা ঝগড়া  , কেউ আবার একই ছাদে বাস করছে  ভিন্ন কক্ষে অনেকদিন ধরে ।  কেউ আবার ভিন্ন ছাদে  , আবার কেউ সংসার ভাংছে কাপুরুষ বলে বা দুশ্চরিত্র বদনাম দিয়ে কিংবা পুরুষ নয় বলে  ।  আবার কেউ ভাংছে নষ্টা নারী বলে , কেউ আবার পছন্দের বা ভালো ছেলে / মেয়ে খুজতে খুজতে না পেয়ে বয়স বেঁড়ে গেছে  , তাই আর বিয়েও হচ্ছে না । কোনও কোনও নারী , একাধিক ছেলে / সন্তান হয়ার পরও , ঘর ভাঙ্গছে , চলে যাচ্ছে অন্যত্র । আবার কোনও কোনও পুরুষরা নিজের ঘরে সুন্দরী বউ রেখেউ যাচ্ছে অন্য নারীর কাছে , হচ্ছে উভয় ক্ষেত্রেই পরকীয়া , ভাঙছে দীর্ঘ দিনের অনেক ভালোবাসার সংসার , আবার তা ভুলেও যাচ্ছে অল্প দিনেই , গড়ছে নুতন করে সংসার এবং নুতন ভালোবাসা । অথচ কথা ছিলও , কেউ কাউকেই কোনদিনই ভুলবো না , থাকবো মোরা অটুট বন্ধনে আবদ্ধ ও অনেক স্বপ্ন / ভবিষ্যৎ ।  কিন্তু হটাত করে বা কোনও এক তুচ্ছ ভুলে বা ঘটনায় বা অপঘাতে , ভেঙ্গে যাচ্ছে  , ওইসব স্বপ্ন / অঙ্গীকার / ভবিষ্যৎ । কিন্তু নারী / পুরুষ একে অপরের সম্পূরক । এছাড়া নাকি চলে না জীবন এবং তাছাড়া জীবন হয় না পরিপূর্ণ । তাহলে নারী / পুরুষের সম্পর্ক কেনও ভাঙ্গছে কথায় কথায় । কিন্তু কতদিন অপেক্ষা করেছিলাম এই বলে যে , মিলন হবে কবে , মনের মানুষেরও  সাথে । সে  মিলন কি  ,  সুখের দিনগুলি  দূরে চলে যায় এর মতো  ? তারপরও  বিয়ে কি করতেই হবে
 ২২ টি
    	২২ টি    	 +০/-০
    	+০/-০  ১৮ ই জুলাই, ২০১৫  রাত ৮:৪০
১৮ ই জুলাই, ২০১৫  রাত ৮:৪০
নিলু বলেছেন: ইদ মোবারক , ধন্যবাদ আপনাকে , ভালো থাকবেন
২|  ১৮ ই জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:১৫
১৮ ই জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:১৫
বাঘামিলন বলেছেন: বিয়ে না করে থাকতে পারলে ..বিয়ে না করলেও চলবে ....বিয়ে মানে নিউ tension
  ১৮ ই জুলাই, ২০১৫  রাত ৮:৪১
১৮ ই জুলাই, ২০১৫  রাত ৮:৪১
নিলু বলেছেন: ইদ মোবারক , ভালো থাকবেন কামনায়
৩|  ১৮ ই জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:০৫
১৮ ই জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:০৫
চাঁদগাজী বলেছেন: 
পড়ালেখা ও বিয়ে এ ২টাই বড় কাজ।
  ১৮ ই জুলাই, ২০১৫  রাত ৮:৪২
১৮ ই জুলাই, ২০১৫  রাত ৮:৪২
নিলু বলেছেন: ইদ মোবারক , ভালো থাকুন
৪|  ১৮ ই জুলাই, ২০১৫  রাত ১০:১১
১৮ ই জুলাই, ২০১৫  রাত ১০:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: অামি তো বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি । কী হবে এত ঝামেলা করে!
  ১৮ ই জুলাই, ২০১৫  রাত ১১:০১
১৮ ই জুলাই, ২০১৫  রাত ১১:০১
নিলু বলেছেন: ইদ মোবারক , তাহলে চাঁদগাজী ভাইয়ের মতামতকে কি বলবেন , ভালো থাকবেন
৫|  ১৯ শে জুলাই, ২০১৫  রাত ১২:১৫
১৯ শে জুলাই, ২০১৫  রাত ১২:১৫
নতুন বলেছেন: তারপরও বিয়ে কি করতেই হবে??  
ছোটবেলায় ভিডিও গেমস খেলেছেন অবশ্যই। আমাদের জীবনটাও তেমনি। 
বিভিন্ন স্টেসে বিভিন্ন রকমের মজা বিভিন্ন রকমের ভিলেন বিভিন্ন রকমের অভিঙ্গতা।
তেমনি মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পযন্ত বিভিন্ন স্টেজে আপনি বিভিন্ন অভিঙ্গাতা পাবেন। এখন যদি একটা বিয়ে না করেন তবে জীবনে কয়েকটা স্টেজ মিস করবেন। এইযা। 
  ১৯ শে জুলাই, ২০১৫  সকাল ৮:২৭
১৯ শে জুলাই, ২০১৫  সকাল ৮:২৭
নিলু বলেছেন: সুন্দর যুক্তি , ধন্যবাদ
৬|  ১৯ শে জুলাই, ২০১৫  রাত ১২:১৬
১৯ শে জুলাই, ২০১৫  রাত ১২:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: উনি হয়ত ঠিকই বলেছেন । সব বড় কাজ যে করতে হবে; এমন কোন কথা নেই । ঈদ মোবারক!
  ১৯ শে জুলাই, ২০১৫  সকাল ৮:২৯
১৯ শে জুলাই, ২০১৫  সকাল ৮:২৯
নিলু বলেছেন: তা অবশ্য ঠিক কথা , ধন্যবাদ
৭|  ১৯ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৪৪
১৯ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৪৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বিয়ে হল দিল্লী কা লাড্ডু, খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন, অতএব খেয়ে পস্তানোই ভাল ...  
৮|  ১৯ শে জুলাই, ২০১৫  বিকাল ৪:১৩
১৯ শে জুলাই, ২০১৫  বিকাল ৪:১৩
নিলু বলেছেন: ভালো কথা , ধন্যবাদ
৯|  ১৯ শে জুলাই, ২০১৫  বিকাল ৪:১৩
১৯ শে জুলাই, ২০১৫  বিকাল ৪:১৩
নিলু বলেছেন: ভালো কথা , ধন্যবাদ
১০|  ১৯ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:২২
১৯ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:২২
মেঘযাত্রা বলেছেন: যদি আব্বু ডাক শুনতে চান, বিচার বিশ্লেষণ বাদ দিয়ে শাদী কইরা লন!!!___
___এরপর অপেক্ষা করবে একই ছাদের নিচে বিপরীত লিঙ্গের দুজন মানুষের দাঁতের ওপর দাঁত চেপে বুড়া বুড়ি হইবার পৃথিবীজন্মা নাটিকা 
  ১৯ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:১০
১৯ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:১০
নিলু বলেছেন: ধন্যবাদ
১১|  ১৯ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:৫০
১৯ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:৫০
প্রামানিক বলেছেন: বিয়ে না করলে ভবিষ্যত প্রজন্ম আসবে কোত্থেকে?
১২|  ১৯ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:০৮
১৯ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:০৮
নিলু বলেছেন: যাদের সন্তান হয় না , তারা কি করবে , ধন্যবাদ
১৩|  ২০ শে জুলাই, ২০১৫  সকাল ১১:৫৬
২০ শে জুলাই, ২০১৫  সকাল ১১:৫৬
জুলকারনাইন মিল্টন বলেছেন: ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুষ্ঠু ভালবাসাময় পরিবেশ দেয়ার একমাত্র উপায় হচ্ছে বিয়ে এবং বিপরীত লিঙ্গের শারিরিক চাহিদা পূরণের বৈধ এবং সামাজিক স্বীকৃত উপায় এর নামই হচ্ছে বিয়ে। কিন্তু কেউ যদি অন্য কোন মাধ্যমে শারিরিক চাহিদা পূরণ করতে পারেন অথবা হরমোন জনিত সমস্যা না থাকে তাহলে মনে হয় বিয়ের প্রয়োজন নেই।
১৪|  ২০ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:৪১
২০ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:৪১
নিলু বলেছেন: তারপরও তো মানুষ পরকীয়ায় জড়াচ্ছে এবং গরীবের সুন্দরী বউকে প্রায়ই ভাবী বলে ডাকতে চাচ্ছে , এতো ভালোবাসার মধ্যেও , হচ্ছে বিচ্ছেদ ? ধন্যবাদ
১৫|  ২০ শে জুলাই, ২০১৫  দুপুর ২:১২
২০ শে জুলাই, ২০১৫  দুপুর ২:১২
জুলকারনাইন মিল্টন বলেছেন: বিয়ে না করলে কি এগুলো কমে যাবে ! প্রকৃতির শারিরিক চাহিদাকে সুষ্ঠু বৈধ পন্থায় নিয়ে আসার জন্যই তো বিয়ে, মানুয়ের নৈতিকতা ঠিক থাকলে পরকীয়া বা শত ভাবী ডাকলেও কোন লাভ হয় না। বিচ্ছেদ হতেই পারে, কারো মনের তো জোর করা যায় না । কিন্তু সেটারও একটা বৈধ নিয়ম আছে, সেটা মানলেই হয় !
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০১৫  বিকাল ৫:৫১
১৮ ই জুলাই, ২০১৫  বিকাল ৫:৫১
কাবিল বলেছেন: হ্যাঁ, তারপরও বিয়ে কি করতেই হবে ।
ঈদ মোবারক।