|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
   [
  [  
 
আমদের জীবন নানা সময়ে , নানা ভাবে ধাবমান হয় বা চলতে থাকে , নানা চিন্তায় নানা ভাবনায় । তা সবকিছুই পাওয়া না পাওয়া নিয়েই বোধ হয় । এর মাঝেই নানা ঝামেলা , নানা ঝক্কি , নানা টেনশন , নানা বিপদ । আবার কখনও সুদিন , কখনও দুর্দিন । কখনও নিকটজন বিয়োগ বেদনা , কিছু হারানো স্রিতি , অতীত মনে করা বা মনে হওয়া। কখনো দুর্দান্ত মনোবল আবার কখনও দুর্বল মনোবল । এর মাঝেই আবার আমরা দিবা স্বপ্ন দেখি । জীবনের এমন একটি সময় থাকে , যখন  ভাবনার বিষয়টি পাওয়ার অধীর আগ্রহ মনে জাগে , থাকে অনেক লক্ষ্য , থাকে উদ্যম , উৎসাহ । যা আমাদের দুরন্ত দুরাশা করে ফেলে , যা কখনই হওয়ার নয় বা পাওয়ার নয় । আর এখানেই বেঁধে যায় জীবনের বিরোধ । জীবনের তারুণ্য ও যৌবনের সংঘাত , একটি মারাত্মক সংঘাত । আর এই সংঘাত থেকেও শুরু হতে পারে হতাশা , আবার সমাজের নানা আচার/ আচরণেও হতে পারে হতাশা । অনেক ক্ষেত্রে পরিবারের নানা সমস্যার কারনেও হতে পারে হতাশা , প্রতিদন্দিতাও  অনেক সময়  হতাশ করে  । আবার ভুল থেকে  অনেক ভুল , যাকে বলে ভুলের পর ভুল , তার থেকেও হয় হতাশা । স্বপ্ন দেখা ভালো কিন্তু অতি স্বপ্নও আবার হতাশার কারন হতে পারে । দীর্ঘ অভাব / অনটনও হতাশার কারন হতে পারে । অন্যদিকে বয়কালে অনেক প্রাচুর্য থাকা সর্তেও , জটিল রোগের কারনে জীবনটায় ব্রিতিস্না এসে যেতে পারে । যার জন্যও হতে পারে হতাশা ।এই  সকল হতাশা থেকেই আসে আত্মহত্যার প্রবণতা ।  তাই সুন্দর পৃথিবীটা কখনো কখনো আমাদের জীবনে অসুন্দর হয়ে পড়ে এবং পৃথিবীটা আর ভালো লাগে না । এর সকল রুপ / যৌবন অতৃপ্তি লাগে ,  থাকে না আর কোনও মোহ / লালসা । কিন্তু আত্মহত্যা আবার মহাপাপ , যার নেই কোনও পরকাল , তবুও আমরা আত্মহত্যা করছি । অথচ এহকালের চেয়ে পরকাল আরও সুন্দর জীবন , তবুও আমরা কখনও কখনও বেশী সুখ আর চাচ্ছিনা । যে সুখ আমাদের জীবন কালে পাওয়ার জন্য  পাগল প্রায় ছিলাম  , কিন্তু কেনও  ঐ সুখ আর  চাচ্ছিনা জীবদ্দশায় ? তারপরও আমরা আবার বাঁচতে চাই বোধ হয় , মানুষ  যখন আত্মহত্যা করে  , ঠিক যখন গলায় ফাঁস টা  লেগে যায় ,   ঠিক সেই  মহুত্তে । কিন্তু তখন আর সময় থাকে না বাঁচার ।  তাই হতাশাগ্রস্থ জীবন খুব দুর্বিষহ জীবন । একে জীবন থেকে মুছে ফেলতে হবে যে কোনও উপায়ে । তাই মাল কামাউ , করো  নো চিন্তা , ডু ফুর্তি ।
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ১৯ শে জুলাই, ২০১৫  রাত ১০:০১
১৯ শে জুলাই, ২০১৫  রাত ১০:০১
নিলু বলেছেন: ধন্যবাদ
২|  ২০ শে জুলাই, ২০১৫  ভোর ৪:৩৯
২০ শে জুলাই, ২০১৫  ভোর ৪:৩৯
ডেড ম্যান ওয়াকিং বলেছেন: আমাদের দেশে দিন দিন মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, সেইসাথে আত্নহত্যার সংখ্যা।  
আত্মহত্যা কোনও সমস্যার সমাধান হতে পারে না....!!
৩|  ২০ শে জুলাই, ২০১৫  সকাল ৭:২৩
২০ শে জুলাই, ২০১৫  সকাল ৭:২৩
নিলু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৫  রাত ৮:৩৯
১৯ শে জুলাই, ২০১৫  রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: মানুষ ফাঁস নেয়ার পর বাঁচতে চায় কিন্তু ফাঁস আটকে গেলে বাঁচার আর কোন উপায় খুঁজে পায় না।