|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
  
 
  
 
মানুষ জন্ম গ্রহন করে বোধ হয়  কোনও কিছুর চাওয়া / পাওয়া নিয়ে নয় । এক পর্যায়ে চাওয়া / পাওয়ার হিসাব চলে আসে কিংবা জীবনের অংক কোষতে শুরু করে । কে কি হবে , কোন কর্মে পারদর্শী হবো , ভবিষ্যতে কি কি করবো ইত্যাদি । জন্মের  সময় মানুষ নিষ্পাপ হয়েই জন্মায় , আবার কেউ কেউ সোনার চামুচ মুখে নিয়েই জন্মায় , কেউ আবার লোহার / পিতলের চামুচ নিয়ে জন্মায় । জীবন  গড়ে উঠতে উঠতেই  কখনো কখনো সোনার চামুচ লোহা হয়ে যায় কিংবা লোহার চামুচ সোনা হয়ে যায় । তাহলে আমাদের জীবনের  কোথায় ভুল হয় কিংবা কোন স্তরে ভুল করি । নাকি এটা পরিণতির খেলা , না ভাগ্য নির্ধারিত । ভুল কি আমরা করি স্কুল জীবনে না কলেজ জীবনে না বিশ্ববিদ্যালয় জীবনে । নাকি ১২ , ১৪ , ১৮, ২৪ ,৩০ , ৩৫  বসর বয়সে ভুল করি আমরা । যার কারনে আমরা আমাদের জীবন নানাভাবে জটিল করে ফেলি বা উঠে  বা হয়ে যায় । নাকি কর্ম জীবনের কর্ম ফলের কারনে ? এসব জটিল বা ব্যর্থ জীবনের দায় /ভার কি আমাদের একক জীবনের উপরই বর্তায় । নাকি অন্য কারো উপরও  বর্তায় । যদি আমি কোথায়ও ভুল না করি , তাহলে কি আমার জীবন  ব্যর্থ হবে না ? জীবন যুদ্ধে জয়ী হতে  হলে কি সুস্বাস্থ্য , উচ্চ শিক্ষা না কপালের জোর লাগে ? আবার কেউ উঁচু দালানের উঁচু তলায় বাস করে ,  নিচু দালানের নিচ তালায় নেমে আসে , কিন্তু কেনও ? তাহলে কি একবার না পারলে , দেখ শত বারই ভরসা । কিন্তু তারপরও তো অনেকে পিছলে পড়ে যাচ্ছে  জীবন যুদ্ধে । নাকি জীবন আর সুখ  , দুটি শব্দই এক গভীর সমুদ্রের মতো বিশাল ?
 ০ টি
    	০ টি    	 +১/-০
    	+১/-০©somewhere in net ltd.