|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

  জানিনা এই পেশা কবে থেকে শুরু বা কোন সন থেকে কেন এর সৃষ্টি হয়েছিলো এবং তা  এখন ভাববার  বিষয় বোধ হয় ।  যেহেতু পৃথিবী এখন আধুনিক আর পৃথিবীর মানুষ দিনে দিনে বেশী সভ্য বলে দাবীদার  । আর এই সভ্য দুনিয়ায় এখনো এই পেশা বিরাজমান  । তাই  লিখতে ইচ্ছে হোলও । আদিকালের যে   শাসকের বা যে  রাজার বা রাজত্তের আমলে এর সৃষ্টি হয়েছিলো যেমনভাবে , ঠিক  এখনো তেমনই  ভাবেই চলছে বরং দিন দিন এর বৃদ্ধি পাচ্ছে ভিন্নভাবে , ভিন্ন রঙে । এই পেষায় যারা যোগ দেয় , তারা কি  অভাবের তাড়নায় যায় ,  একথা কি সঠিক ? কিন্তু সমাজ এক কথায় বলে বেঢ়ায় যে অভাবের তাড়নায় , নারীরা এই পেষায় যোগ দেয় ।  আবার যেসব পুরুষ বেশ্যালয়ে আগমন / গমন করে তারা কি সবাই বিত্তশালী নাকি দৈহিক চাহিদা পুরনে যায় নাকি ব্রিকিতির নেশার  কারনে যায় ?  আবার যানা যায় ,নিজস্ব প্রতিষ্ঠানেও বা নিজ বাসাতেও এই বেশ্যাগিরি  চলে ,  কোনও কোনও যায়গায় । আবার একজন নারী কেনও বেশ্যা বৃত্তি করে তা কি সে ইচ্ছা করে না নেসায় করে না পরিস্থিতির স্বীকার । যে  যেই কারনে যাক না কেনও  , এই পেষাটি কি সঠিক পেশা ? কিংবা এই পেষাটি কি সমাজ থেকে উঠে যাওয়া দরকার বলে মনে করেন ? যদি না উঠে ,  তাহলে আমরা কিসের ধর্ম কিসের সমাজ বা কিসের নেতৃত্ব দিচ্ছি । তাহলে  আমাদের ভবিষ্যৎ কি  এবং কি আমাদের লক্ষ্য ? আবার কখনো কখনো আমরা জেনে শুনে ঐ বেশ্যা নারীকে প্রেম করে বিয়ে করে ,  সমাজে নিয়ে এসে সংসার ধর্ম করছি ।   সব জেনে শুনেও আমরা গ্রহন করছি । আবার দেখবেন যে ,  একজন বেশ্যা নারী সারাজীবন এই পেশা করে আয় করে বিত্তশালী হয়ে , সমাজে দান / খয়রাত করছে ।  কখনো কখনো তারা  সমাজে নেতৃত্বওঁ  দিচ্ছে কিংবা  সমাজের উচ্চস্তরে বসবাস করছে । এখন আবার সমাজের সাথেই মিলে মিশেই তারা ফ্লাটে বা নাইট ক্লাবে বা বাসা ভাড়া নিয়ে এসব কাজ করছে । তাই আমার মনে হয় যেসকল পুরুষ বেশ্যালয়ে যায় বা যেতে  অভ্যাসী , তারাও পুরুষ শাসিত সমাজের নেতৃত্ব দিচ্ছে এবং সমাজের নানা পেষায় জড়িত কিংবা নানা সুনামের অধিকারী কিংবা কর্ণধার ।   পুরুষ যেমন নারী বেশ্যালয়ে যায় ,  ঠিক তেমনি পুরুষ  বেশ্যালয় কেনও স্থাপিত হয় না ? তাহলে  নারীরা পুরুষদের বেশ্যালয়ে আসবে তা কেনও হয় না সমাজে । আমরা পুরুষরা কেনও সমর্থন করিনা বা পুরুষ বেশ্যালয় গড়তে নারাজ ।   নাকি সুশীলরা  আপত্তি তুলবে ? নাকি পুরুষদের জন্য বেমানান হবে নাকি লজ্জাজনক পেশা হবে ? নাকি দুনিয়ার নিয়ম পুরুষরাই শুধু নারীদের কাছে যাবে   নারী বেশ্যালয়ে ? কিন্তু পুরুষরা যখন নারী বেশ্যালয় থেকে বেশ্যাগিরি করে বেরিয়ে আসে , তখন তো সমাজ তাদের দেখে কিংবা সমাজ তো তাদের চিনে ফেলে । তখন কি পুরুষদের লজ্জা করে না কিংবা জাত যায়না । তারপরও আমরা পুরুষরা গল্পে গল্পে বেশ্যালয় নিয়ে নানা রসিকতা করে বেঢ়াই  । এখন আবার বেশ্যালয়ের আধুনিক নাম হয়েছে যৌন পল্লী কিন্তু এর পুরানো নাম বেশ্যাখানা ।  যদি কোনও বেশ্যালয় তুলে দেওয়া হয়  বা সমাজ থেকে বেশ্যালয় মুছে ফেলা হবে  , যদি সিদ্ধান্ত  হয় ,  আর সেই দায়িত্ব যদি আমাদের  উপর অর্পিত হয় ,  আর আমি যদি বেশ্যালয়ে যাওয়া অভ্যাসী হই তাহলে কি তা সম্ভব হবে আমা দারা ? দেশে বেশ্যালয়গুলি নারী দারা চালিত না পুরুষ দারা পরিচালিত ?  দেশে দেশে যদি এখনো বেশ্যালয় থাকে ,  আর যদি আমরা বলে বেঢ়াই নারীর ক্ষমতায়ন বা আমরা  সভ্য সমাজ বা সুশীল সমাজ বা আধুনিক পৃথিবীর নুতন প্রজন্ম  , তা কি বেমানান হবে না ?  এটা ভণ্ডামি নয় কি,   আমাদের পুরুষ শাসিত  সমাজের  ? তাই প্রবাদে বলে , কাচা নারীর , কাচা টাকা এবং কাচা মাছ এর লোভ সামলানো নাকি কঠিন ?
 ২৮ টি
    	২৮ টি    	 +০/-০
    	+০/-০  ২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৪৮
২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৪৮
নিলু বলেছেন: জানতে হবে ভাই , ধন্যবাদ
২|  ২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:০১
২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:০১
লাবু২২ বলেছেন: হ্যাঁ পুরুষেরা এ পেষাটাকে লজ্জা মনে করে, তাই এ পেশায় যেতে চায় না। ঠিক তেমনি নারীরাও এ পেশা টাকে লজ্জ মনে করুক। তারা এ পেশাটাকে বেছে না নিক, তাহলেই তো সমাধান হয়ে যাচ্ছে।
  ২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৫০
২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৫০
নিলু বলেছেন: মন্তব্যটি যথার্থ হয়নি বলে মনে হয় ,ধন্যবাদ
৩|  ২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:১২
২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:১২
নুর ইসলাম রফিক বলেছেন: বেশ্যাখানা সমাজ নয়, বেশ্যাখানাই।
হ্যা এটা নিশ্চয়ই সমাজের বাহিরের অংশ।
এর এর শাশক কিন্তু নারী নয় পুরুষ, নারীরা পন্য মাত্র।
আমাদের দেশে বেশ্যাখানার সংখ্যা খুব সামান্য কিন্তু বেশ্যার সংখ্যা বিশাল।
বেশ্যারা কিন্তু এখন বেশ্যখানা অর্থাৎ পতিতালয় বা যৌনপল্লী নির্ভর নয়।
এখন কিন্তু স্থান নির্ণয় খদ্দেররাই করে থাকেন।
হ্যা স্থানটা নিশ্চয়ই সমাজের ভিতরেই।
আর এই সামাজিক ব্যধিটাকে কিন্তু পুরুষরাই সমাজে ডুকিয়ে নিয়েছে।
এই যৌন ব্যাবসার জন্য যতোটা নারী (সরি বেশ্যা কখনো নারী হতে পারেনা) দ্বায়ী,তার চেয়ে অনেক গুন পুরুষ দ্বায়ী।
  ২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৫১
২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৫১
নিলু বলেছেন: ধন্যবাদ
৪|  ২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:২৫
২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:২৫
সামুরাই_কাতানা বলেছেন: কিন্তু ২ নং ছবিটা কেন দিলেন। সব কিছুতে ইসলামকে না টানলে কি নয়!!!!!!!!!
  ২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:৪৭
২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:৪৭
নিলু বলেছেন: যেহেতু আমরা মুসলমান , তাছাড়া আমাদের ধর্মে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ । তারপরও মুসলমানদের লজ্জা করে না ,
৫|  ২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:২৬
২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: এত প্রফেশন থাকতে এই প্রফেশনে যেতে হবে কেন? এই ব্যবসা বন্ধের পক্ষে আমি । সেটা নারি হোক কিংবা পুরুষ ।
  ২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৫২
২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৫২
নিলু বলেছেন: ধন্যবাদ
৬|  ২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:৫৬
২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:৫৬
টু-ইমদাদ বলেছেন: ভুঁইফোঁড় নব্যধনী এবং সেই সঙ্গে শিক্ষিত সম্প্রদায়ের একাংশের মধ্যেও চারিত্রিক ভ্রষ্টাচার দেখা যায়. . .
  ২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৫৩
২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৫৩
নিলু বলেছেন: ধন্যবাদ
৭|  ২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:১২
২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:১২
নতুন বলেছেন: কোন নারী নিজের ইচ্ছায় পতিতাবৃত্তিতে যায়না। 
তার পেছনে সব সময়ই থাকে কোন না কোন পুরুষ। 
পুরুষ ঐ নারীর দূবলতাকে কাজে লাগিয়ে তাকে ভোগ করে তারপরে এমন পরিবেশে তাকে ছেড়ে দেয় যাতে ঐ নারীর কিছুই করার থাকেনা। তাই পতিতার জীবনকেই বেছে নেয়।
এখনো আমাদের দেশের অনেক পতিতালয়ে কম বয়সী মেয়ে পাবেন যাকে এখানে বিক্রি করেছে পুরুষ এবং তাকে নিযাতন করে পতিতাবৃত্তি করানো হচ্ছে। 
পতিতাবৃত্তির জন্য ৯৯% দায়ী পুরুষ।
৮|  ২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৫৪
২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৫৪
নিলু বলেছেন: মন্তব্যটির যুক্তি আছে , ধন্যবাদ
৯|  ২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:৩৫
২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:৩৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
অগ্রজ ব্রগার  নতুনের সাথে সহমত।
  ২৫ শে জুলাই, ২০১৫  রাত ৮:৪৫
২৫ শে জুলাই, ২০১৫  রাত ৮:৪৫
নিলু বলেছেন: ধন্যবাদ
১০|  ২৬ শে জুলাই, ২০১৫  রাত ১:৩৬
২৬ শে জুলাই, ২০১৫  রাত ১:৩৬
অল্প স্বল্প বলেছেন: ৪ নং মন্তব্যের জবাব টা ঠিক বুঝলাম না। আপনি কি মুসলমানদের লজ্জা দেয়ার জন্য ২ নং ছবিটি দিয়েছেন? আপনার পোষ্ট দারুন কিন্তু তাতে ছবির প্রয়োজন নেই।
  ২৬ শে জুলাই, ২০১৫  সকাল ৭:৫৯
২৬ শে জুলাই, ২০১৫  সকাল ৭:৫৯
নিলু বলেছেন: হয়তো , ধন্যবাদ
১১|  ২৬ শে জুলাই, ২০১৫  সকাল ১১:৩২
২৬ শে জুলাই, ২০১৫  সকাল ১১:৩২
মাঘের নীল আকাশ বলেছেন: এটি পৃথিবীর আদিমতম 'পেশা' যা মানুষের আদিম প্রবৃত্তি থেকে সৃষ্ট...আদৌ কি এটাকে বিলুপ্ত করা সম্ভব হবে?!?
  ২৬ শে জুলাই, ২০১৫  দুপুর ১:৫৬
২৬ শে জুলাই, ২০১৫  দুপুর ১:৫৬
নিলু বলেছেন: যদি সম্ভব না হয় তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে জীবন যাপন করছি । কি আমাদের নীতি বা আদর্শ ? তাহলে কি আমরা আবার আদিকালে ফিরে যেতে চাই ? তাহলে বেশ্যাখানা উচ্ছেদ করা হচ্ছে কেনও ? এ ব্যাবসার তো বাজারে চাহিদা রয়েছে । ধন্যবাদ
১২|  ২৬ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:৫২
২৬ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:৫২
আলী আকবার লিটন বলেছেন: পৃথিবীতে কি কাজের অভাব ? অলস নোংরা মন মাইন্ডের মেয়ে ছেলেরায় এই পেশা বেছে নেবে । বেশ্যা বিত্তি জোর করে করানো যায়না । এটা করে  নিজ ইচ্ছাতেই । চরিত্রহিন মেয়েরা মজা করতে করতে শেষ মেশ মজাটাকেই বিজনেস এ পরিনত করে ।তার উদাহরন ভারতের এক বইন সানি লিওনি । দুদিন আগে এক রিপোর্টে বলেছে -ইচ্ছে করলেও আর সেক্স ছাড়তে পারিনা । ভাবুন অবসস্থা ডা !!!  
  
  ২৬ শে জুলাই, ২০১৫  দুপুর ১:৫৭
২৬ শে জুলাই, ২০১৫  দুপুর ১:৫৭
নিলু বলেছেন: যুক্তি বা উক্তিটি মন্দ নয় , ধন্যবাদ
১৩|  ২৬ শে জুলাই, ২০১৫  দুপুর ২:৩৪
২৬ শে জুলাই, ২০১৫  দুপুর ২:৩৪
লেখোয়াড়. বলেছেন: 
নতুন বলেছেন: কোন নারী নিজের ইচ্ছায় পতিতাবৃত্তিতে যায়না। 
তার পেছনে সব সময়ই থাকে কোন না কোন পুরুষ। 
সহমত।
  ২৬ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:১২
২৬ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:১২
নিলু বলেছেন: ধন্যবাদ
১৪|  ২৬ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:১৪
২৬ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:১৪
ওয়াহিদ সাইম বলেছেন: পতিতা,হিজড়াদের প্রসংগ আসলেই মন ভরে যায় বেদনায়।পতিতারা নোংরা, ভন্ডামি আর নিষ্ঠুরতার এই মানুষ্য সমাজের শিকার।আর হিজড়ারা প্রকৃতি বা স্রষ্টার নির্মম অবহেলার শিকার। কিন্তু তারাও তো মানুষ। তাদেরও অধিকার আছে একজন মানুষ হিসেবে,একজন নাগরিক হিসেবে সমাজে স্বাভাবিক ভাবে বসবাস করার।নিশ্চয় অর্থনৈতিক বৈষম্য, সামাজিক ও রাষ্ট্রীয় কুব্যবস্থাপনার ফসল এরা। তাই তাদের ঘৃণা করা এই সমাজের স্বার্থপর মানুষগুলোর সাজেনা।বরং সমাজ ও রাষ্ট্রেরই দায়িত্ব তাদের যথার্থ ক্ষতিপুরণ দিয়ে অর্থপূর্ণভাবে স্বাভাবিক জীবনে ফেরানো।
  ২৬ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:১৪
২৬ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:১৪
নিলু বলেছেন: ভালো যুক্তি , ধন্যবাদ
১৫|  ২৬ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:৩১
২৬ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:৩১
লেখোয়াড়. বলেছেন: 
শিরোণামে 'পেশায়' বানাটি এভাবে ঠিক করে দিন।
  ২৬ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:১৬
২৬ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:১৬
নিলু বলেছেন: এর জন্য দুঃখিত , ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:৫৩
২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:৫৩
আমি বন্দি বলেছেন: আমি কিছু বুঝিনা এগুলো কেমনে করে তারা । ছি ছি