|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমার বাড়ীর পাশের  এক মহিলা  , সে আমার বাড়ীতে আমার বউকে প্রতিদিন রান্না / বান্নার কাজে সহযোগিতা করে থাকে   ।  সে আমাদের আত্মীয়র মতই   , তাই আমরা তাকে বুবু বলেই ডাকি । অনেকেই নিজের বোনদেরও  বু বলে ডেকে থাকে  । একদিন সে আমাকে বলছে যে  ভাই , তোমার বাড়ীতে আসতে আমার অসুবিধা হচ্ছে , তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম,  কি অসুবিধা বু , সে  উত্তরে বলছে যে ,  তোমার বাড়ী আসতে হলে বাজারের উপর দিয়ে আসতে হয়  ।  সেখানে অনেক ব্যাটাছেলেরা থাকে ,  যদিও আমি মাথায় ঘোমটা দিয়ে আসি ,  তাও সামনে ব্যাটাছেলে দেখা যায় । আমি বললাম তাতে অসুবিধা কি , তুমিতো এই পাড়ারই মেয়ে , আরে ভাই এখন বয়স হয়ছে না , তাছাড়া  কখন মরে যাব ,  পরকাল নিয়ে ভাবতে হবে না । আমি তখন বললাম ক্যা  বু  , তোমাক  যে সেদিন  দেখলাম করিমন / নছিমন চড়ে ব্যাটাছেলেদের মধ্যে বসে কোথায় যেন গেলে । আরে ভাই ঐদিনতো গিছিলাম বড় মেয়ের বাড়ী বেড়াতে ।  ঐ পথে যেতে অন্য কোনও উপায় নেই যে , তাহলে বু আমার বাড়ী আসার জন্য বাড়ীর পিছন দিয়ে একটি গেঁট করে দিব নাকি । আরে না ভাই গেট / মেট আর লাগবিনানে ,  যেভাবে আস্তিছিলাম ঐ ভাবেই  আসতি থাকিতো লুকোচুরি খেলে । তখন আমি বুকে বললাম এক কাজ করলে হয়না বু , বোরখা পরলে কেমন হয় ।  সে বললও আরে নারে  ভাই  ,এখন  এমনিই  চোখে কম  দেখি , তাছাড়া শরীর হয়ে গেছে ঢিল / ঢাল দুর্বল , রক্তের তেজ কমে গেছে  তাই বোরখা আর বইতে পারিনা ।  যৌবন কালে বোরখা পরতাম , তখন চোখেও ভালো দেখতাম  আবার গরমও কম লাগতো  । তাছাড়া তখন  লোকে অতো বুঝতে পারতোনা কে জায়  বা কারা যায় বোরখা পরে চলার পথে ।  তা  বু তুমি  যে পথেই বা যেভাবেই  আসোনা কেনো ,  আমার বাড়ী আসা ছেড়োনা  যেনো  বুবু   । নইলে আমাদের মহাসংকট হবে , কাজের বুয়ার অভাবে ।
 ৫ টি
    	৫ টি    	 +০/-০
    	+০/-০  ২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:১২
২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:১২
নিলু বলেছেন: ধন্যবাদ
২|  ২৬ শে জুলাই, ২০১৫  রাত ১১:১৪
২৬ শে জুলাই, ২০১৫  রাত ১১:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
  ২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:১৩
২৭ শে জুলাই, ২০১৫  সকাল ৯:১৩
নিলু বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৫  রাত ১১:০৬
২৬ শে জুলাই, ২০১৫  রাত ১১:০৬
নিশমনো বলেছেন: ব্যপক বিনোদন।