|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমরা নানা ভাবে নানা মানুষের সাথে প্রেম করে থাকি বোধ হয় । আবার প্রেম /ভালোবাসার জন্য জীবনও দিয়ে দিচ্ছি কিংবা ভালোবাসার জন্য পাগল প্রায় কিংবা ভালোবাসার মানুষটিকে না পেয়ে জীবনটাকে তছনছ করে দিচ্ছি । আবার প্রেম নাকি কোনও বাঁধাই মানে না কিন্তু কখনো কখনো  প্রেম বাঁধা হয়ে দাড়ায়  । প্রেমের কারনে রাজা রাজত্ব ছেড়েছে কিংবা ছেড়েছে সংসার / ভাই বোন  , পরিবার , কিংবা ভেঙেছে   চলমান সংসার ।  তারপরও প্রেম / ভালোবাসা থেমে নেই , তা যেন চলছে দিনে দিনে অবিরাম গতিতে  । সংসার আছে , প্রিয় সন্তান আছে , আছে সুখের পরিবার , আছে প্রেমের বন্ধন ।  তারপরও হচ্ছে  পুনঃ প্রেম কিংবা করতে চাচ্ছি নুতন প্রেম কিংবা পরকীয়া । সে প্রেম আবার হচ্ছে কখনো  অসম কিংবা  বেমানান । কিন্তু কেনও এসব আমরা করছি বা  করার জন্য ছুটছি । তাহলে আমাদের মন কি অস্থির প্রকিতির না ভাসমান না চলমান না নুতনের সন্ধানে চলে সবসময় । নাকি কোনও কিছু পাওয়াতেই  সন্তুষ্টটি   নেই আমাদের ? সেদিন এলাকার একটি ঘটনা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় , এসব ঘটনা ইতিপূর্বেও শুনেছি বা ঘটেছে । এখন  তাই লিখতে বসলাম , তা হোলও আমাদের এলাকার একটি ছেলে  লেখাপড়ায়  বকলম , সে ঢাকায়  ড্রাইভিং শিখে , গাড়ী চালক হিসাবে  কাজ নেয়  , ঢাকার  এক অভিজাত এলাকার বাসায় । ছেলেটি  আগেই বিয়ে   বিয়ে করেছে গ্রামে , তার একটি সন্তান আছে । ছেলেটির বয়স হবে ২০ /২৫ । দেখতে সুন্দর , তবে খুবই গরিব পরিবার । তার বউ একদিন এসে বলছে যে , তার স্বামী অনেকদিন ধরে তার খজ/ খবর কম নিচ্ছে , এমনকি সংসারেও তার  মনোযোগ কম । এইসব নিয়ে তার সাথে আমার বাপ / মায়ের অনেক বাক বিতণ্ডাও হয়েছে । তারপরও বিষয়টির সমাধান হচ্ছে না । কারন জানতে চাইলে সে বলে যে , আমার স্বামী এখন পরকীয়ায় ব্যাস্ত , যেমন সে  যখন হটাত বাড়ী আসে , তখন সে মোবাইলে প্রেমিকার সাথে অনর্গল কথা বলে , আবার সে ,  যে  বাসায় চাকুরী করে , সে বাসার  ম্যাডামের সাথেও অনর্গল কথা বলে  । এই অবস্থায় আর আমার তার সাথে সংসার করা সম্ভব নয় ।, কারন তার এখন প্রেমিকা দুইটি , আমি তার কাছে পচে গেছি  । পরে খোঁজ নিয়ে দেখলাম ঐ ছেলেটির সাথে তার মালিক ম্যাডামের অবৈধ  দৈহিক সম্পর্ক গড়ে উঠেছে । অবশ্য ম্যাডামেরও সংসার আছে । শেষ পর্যন্ত ছেলেটি  তার বিবাহিত স্ত্রীকে তালাক দিয়ে ফায়সালা করে নিয়েছে । তবুও সে পরকীয়া  ছাড়েনই ।  ছেলেটি এখন কর্মস্থলে  মহা আনন্দে  দিন রাত  ড্রাইভিং করছে । তাহলে আমরা কিসের ভালোবাসা / প্রেম  নিবেদন করছি , যখন তখন তা ভেঙ্গে যাচ্ছে বা ভেঙ্গে দিচ্ছি । নুতন নুতন প্রেম করছি , পুরাতন ভালো লাগছে না ।
 ১১ টি
    	১১ টি    	 +১/-০
    	+১/-০  ২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২১
২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২১
নিলু বলেছেন: ধন্যবাদ
২|  ২৭ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:১৩
২৭ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:১৩
প্রামানিক বলেছেন: কি করে যে এসব সমস্যার সমাধান হবে বুঝতে পারছি না।
  ২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২২
২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২২
নিলু বলেছেন: রুচির পরিবর্তন দরকার , ধন্যবাদ
  ২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২২
২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২২
নিলু বলেছেন: রুচির পরিবর্তন দরকার , ধন্যবাদ
৩|  ২৭ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:১৬
২৭ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:১৬
আমি মিন্টু বলেছেন: এতে ছেলেটির চেয়ে মনে হচ্ছে ম্যাডামের স্বামীর দোষ বেশি । কারন তার শাররীক অবস্থান দুর্বল আছে । কারন আমি যদি 
আমার স্ত্রীর সম্পূর্ণ চাহিদা পূরন না করতে পারি সেক্ষেত্রে আমার শ্ত্রীও পরকিয়া করবে এটাই নিরন্তর সত্য ।
তাই সময় থাকতে নিজের খাটায় লেখার জন্য নিজের কলম এবং তার কালির প্রতি যত্নবান হতে হয় ।
না হলে শেষে নিজের যত্ন করা ডাইরীতে অন্যের কলমে লেখে ।
কথাগুলোর জন্য ভুল বুঝবেন না ।
  ২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৩৪
২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৩৪
নিলু বলেছেন: দুর্বল / কামুক নারী , পুরুষ , ইচ্ছা করলেই কি পরকীয়া করতে পারে বা নিজের কামভাব অহ্নের সাথে পুরন করে নিতে পারে কি ?
৪|  ২৭ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:১৮
২৭ শে জুলাই, ২০১৫  দুপুর ১২:১৮
মো: আশিকুজ্জামান বলেছেন: অবক্ষয়। উত্তরোণের উপায় জানা নেই।
  ২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২৫
২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২৫
নিলু বলেছেন: ধন্যবাদ
৫|  ২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:০০
২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:০০
নতুন বলেছেন: পরকিয়ার পেছনে বেশী দায়ী স্বামীর অবহেলা। এবং কিছু মেয়েরাও বিয়ের আগের সম্পকের জের পরেও টেনে বেড়ায়। 
  ২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২৭
২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২৭
নিলু বলেছেন: সব ক্ষেত্রে নয় , ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৫  সকাল ১১:৫৯
২৭ শে জুলাই, ২০১৫  সকাল ১১:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ঘুনে ধরেছে আমাদের সমাজ ব্যবস্থায়