|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
  
 
আজকেই আমার একটি লেখায় একটি মন্তব্য পেয়েছিলাম , লেখাটির শিরোনাম ছিলও == বাড়ীর ড্রাইভার যখন প্রেমিক ==, যে  মন্তব্যে  বলা হয়েছে ,   স্বামী  দুর্বল হলে , স্ত্রী পরকীয়া করতেই পারে  বা করবেই  ।  তার সেক্স  পুরন করার জন্য । তাই বিষয়টি নিয়ে লিখতে ইচ্ছে হোলও , তাই লিখলাম । আমরা যখন প্রেম করি বা বিয়ে করি , একে অপরকে । আবার অনেকেই বিয়ে করার জন্য নিজে  বাপ / মাকে না বলে  , অন্যকে দিয়ে বলায়ে তাড়াতাড়ি বিয়ে করতে চায় । কেউ আবার বিয়ের কথা বললে মুচকি হাঁসি দেয় বা ঘাড় নিচু করে সম্মতি দেয়  । তখন কি আমরা জানতে পারি কি যে , কে বেশী সেক্সি বা কে কম সেক্সি ? অবশ্য এই কম বেশী সেক্সের জন্য অনেক সংসার ভেঙেছে কিংবা চলমান রয়েছে সংসারে অশান্তি  কিংবা হচ্ছে পরকীয়া। যে জন্য অনেকেই নানা প্রকার ওসধ সেবন করে যাচ্ছি  ।  আমরা অনেকেই  সেক্স দুর্বলতার  কথা সমাজে  , সহজে প্রকাশ করতে চায় না । কোনও কোনও পুরুষ আবার কম সেক্সি হওয়ার কারনে , বিয়ে করতে চায়না , যারা আবার কেউ কেউ চিরকুমার বনে যায় । আবার বুড়া বয়সে , অনেক পুরুষ অল্প বয়সের নারীদের বিয়ে করতে সখ জাগে , তাই অনেকে বলে বুড়ার সখ কতো , কিংবা বলে বুড়ার ভীমরতি ধরেছে ,আবার অনেক যুবতী নারীও , বুড়াদের বিয়ে করে থাকে , সম্পদের লোভে বোলে শুনেছি  । এসব সমস্যা থাকা সত্ত্বেও ,  অনেকেই যৌন চিকিৎসকের কাছে  প্রকাশ্য যেতে চায় না । তাই আমরা  গোপনেই চিকিৎসা করতে  চাই  । অন্যদিকে খেয়াল করে দেখবেন সকল যৌন চিকিৎসকের সাইন বোর্ডে লেখা থাকে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ , যার  জন্য কেউ দেখে ফেললে , আমরা বলে থাকি যে , আমার  চুলকানি হয়েছে , তাই ডাক্তারের কাছে এসেছিলাম ।  এই কথা বলে আমরা কিছুটা নিজেকে আড়াল করতে চাই বোধ হয়  । যে জন্য অনেকেই ঠকছি বা অপ চিকিৎসায় পড়ছি । যার জন্য হচ্ছে নানা সমস্যা ,  হচ্ছে  হিতে বিপরীত বলে মনে হয় । আবার দুনিয়ায় অনেকেই জন্ম গ্রহন করেছে কম / বেশী সেক্সি হয়ে । সেক্ষেত্রে আমাদের করনীয় বা  কি হতে পারে  ? সেক্স আবার জৈবিক চাহিদা তা পূরণ করাও জীবনের চাহিদা । যে চাহিদা পুরন না হলেও নানা সমস্যা । আবার আমরা অনেকেই আরও বেশী সেক্সি হবার জন্য  , নানা ওসধ সেবন করছি , এমনকি এখন বাজারে যৌন উত্তেজক এর  জন্য ,  নানা নামে ওসধ পাওয়া যাচ্ছে  । যা সেবনেও হচ্ছে নানা সমস্যা ,কেউ অবয়সে বা সেক্স নিবারন না করতে পেরে হস্ত মৈথুন করে নিজেকে সেক্স বিহীন করে ফেলেছে  । অন্যদিকে এই সেক্স জগতে নানা গল্প , নানা ইতিহাস বিরাজমান । যেমন শোনা যায়  ভারতের  কামরুখ কামুক্ষার কথা কিংবা আফগানিস্থানের জংগলের নানা গাছ / গাছড়ার ওসধের কথা । অন্যদিকে একজন নারী / পুরুষের বা স্বামী / স্ত্রীর  সমপরিমান সেক্স থাকার পরও , পরকীয়ায় জড়াচ্ছে  কিংবা নুতন  স্বাদ গ্রহণ  করার মানসিকতা কাজ করে । আবার যে সকল পুরুষরা কম সেক্সি  , তারা নাকি স্ত্রীর বেশী ভক্ত হয়  বলে শুনেছি , অন্যদিকে তারা আবার স্ত্রীর প্রতি সন্দেহ প্রবনও  হয় ,  যে সন্দেহ প্রবনতা  , ঐ পুরুষের জন্য ক্ষতিকর হতে পারে , এমনকি সে স্ত্রীকে হত্যা পজন্ত করতে পারে অথবা নিজেও আত্মহত্যা করতে পারে । যদি এসব কিছু নাও হয় , তাহলে সে সারাদিন দুরচিন্তায় থাকে , এর থেকে মানসিক রোগীয়ও হতে যেতে পারে , যাকে বলে  সিজওপ্রেনিয়া রোগী   ।  আবার একজন স্বামী / স্ত্রীর মধ্যে নানা সময়ে , নানা কথায় বিবাদের কারনে , উভয় উভয়কে অবহেলা করে থাকে । যার জন্য অনেক সময় তারা সেক্স পুরনে আগ্রহী হয় না । আবার অনেক নারী / পুরুষ প্রতিদিনই সেক্স করতে চায় , কেউ আবার সপ্তাহে একদিন , কেউ আবার মাসে একদিন । কখনো শীতের দিনে এবং  পবিত্র রমজান মাসে সেক্স নিয়ে সমস্যা হয় বা মতবিরোধ সৃষ্টি হয় একে অপরের মধ্যে । আবার খুব ভোরে যাদের কাজ থাকে বা কারো একজনের মন খারাপ থাকলেও সেক্স করতে চায় না , এতে যে বেশী কামুক , তারতো সমস্যা হয় , এই অবস্থা বেশীদিন চলতে থাকলে  , কোনও একজন  ভিন্ন পথে চলে যেতে পারে বা যায়। আবার যারা বেশী সেক্স করে তাদের আবার শারীরিক অসুস্থতার কারন হতে পারে কিংবা ভগ্ন শরীরের হতে পারে  । আবার পতিতালয়ে প্রতিদিন  একজন  একাধিক যৌন মিলনে  অংশগ্রহণ করে থাকে । কেউ আবার রুচিসম্মত না হলে সেক্স করে না , কেউ আবার কম বয়সী , কেউ আবার মধ্য বয়সী বা বেশী বয়সীদের সাথে সেক্স করতে আগ্রহী  । কারো আবার রুচি/ টুঁচি  লাগে না । যেখানে সেখানেই সেক্স নিবারন করে থাকে । এমনকি পথের পাগলের সাথেও সেক্স করে থাকে । যে জন্য নানা জটিল সেক্স রোগে আক্রান্ত হতে পারে  । আরও দেখা যায় সমকামিতা । তবে আমার মনে হয়  , নারীদের চেয়ে বেশীর ভাগ পুরুষরা কম সেক্সি হয়ে থাকে  । শেষ কথা আমরা ,  ভিন্ন রুচির , ভিন্ন রুপের , ভিন্ন ভিন্ন পথে  সেক্স নিবারন করে থাকি বা করতে চাই বোধ হয়   । অন্যদিকে  নারী / পুরুষের দৈহিক মিলনেই আমাদের সুখ , শান্তি , বংশধর  এবং একে অপরের সম্পর্কের মধুমিলন । তারপরও নানা সমস্যা । পরিশেষে  আমার মনে হয় , আমাদের সেক্স নিবারন একটি জটিল বিষয় ।  কিন্তু পৃথিবীর সকল ধর্মে এই সেক্স নিবারনের জন্য নির্দেশনা আছে । যা প্রতিপালনই আমাদের শেষ নীতি  হওয়া  উচিত  ।
 ১৪ টি
    	১৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৭ শে জুলাই, ২০১৫  রাত ৯:৫৭
২৭ শে জুলাই, ২০১৫  রাত ৯:৫৭
নিলু বলেছেন: ধন্যবাদ
  ২৭ শে জুলাই, ২০১৫  রাত ৯:৫৭
২৭ শে জুলাই, ২০১৫  রাত ৯:৫৭
নিলু বলেছেন: ধন্যবাদ
২|  ২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:৪২
২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:৪২
পলাশমিঞা বলেছেন: 
কাম-রূপ2 [ kāma-rūpa2 ] বি. আসামের অন্তর্গত স্থানবিশেষ। [সং. কাম (সুন্দর) যে রূপ]। কাম-রূপী (-পিন্) বিণ. কামরূপজাত; কামরূপসম্বন্ধীয়।
কামাখ্যা [ kāmākhyā ] বি. (স্ত্রী.) 1 হিন্দুদের তীর্থরূপে পরিগণিত বাহান্ন মহাপীঠের অন্যতম, আসামে গুয়াহাটির নিকটস্থ পর্বতবিশেষ (এখানে সতীর অঙ্গ পতিত হয়েছিল বলে মনে করা হয়); 2 কামাখ্যা তীর্থের অধিষ্ঠাত্রী দেবী। [সং. কাম3 + আখ্যা]।
  ২৭ শে জুলাই, ২০১৫  রাত ৯:৫৮
২৭ শে জুলাই, ২০১৫  রাত ৯:৫৮
নিলু বলেছেন: বিশদ ব্যাখ্যা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ
৩|  ২৭ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৭
২৭ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:৪৭
প্রামানিক বলেছেন: সমস্যাই বটে।
  ২৭ শে জুলাই, ২০১৫  রাত ১০:০০
২৭ শে জুলাই, ২০১৫  রাত ১০:০০
নিলু বলেছেন: ভয় নেই , ধন্যবাদ
৪|  ২৭ শে জুলাই, ২০১৫  রাত ৮:১১
২৭ শে জুলাই, ২০১৫  রাত ৮:১১
অলস শরীফ বলেছেন: আপনার লেখার শেষ লাইনটা পরিস্কার যে ধর্মীয় অনুশাসন মেনে সেক্স করা উচিত। শুধু সেক্স এর ক্ষেত্রে ধর্মীয় নিয়ম মানলে হবে না জীবনের সকল ক্ষেত্রে মানলে এই সকল সমস্যা অনেক কমে যেত তাই নয় কি? আমাদের সমাজে অনেক সমস্যা যেমন- কারও উপার্জন ঠিক না থাকলে তার বিয়ে করতে দেরী হয়, তখন বয়স বেশী হয়ে যায় আবার কারও শারিরিক সমস্যা থাকলে সে প্রকাশ করতে লজ্জা পায়। এরকম নানাবিধ সমস্যা এই সমাজে তাই সাথে একটু উপদেশসহ লিখতেন .......। তবে দারুন লিখেছেন ধন্যবাদ!!!!!!!!!!
  ২৭ শে জুলাই, ২০১৫  রাত ১০:০১
২৭ শে জুলাই, ২০১৫  রাত ১০:০১
নিলু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ,
৫|  ২৮ শে জুলাই, ২০১৫  দুপুর ২:১৩
২৮ শে জুলাই, ২০১৫  দুপুর ২:১৩
আমার মন ভাল নাই বলেছেন: কিন্তু পৃথিবীর সকল ধর্মে এই সেক্স নিবারনের জন্য নির্দেশনা আছে । যা প্রতিপালনই আমাদের শেষ নীতি হওয়া উচিত 
  ২৮ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:২১
২৮ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:২১
নিলু বলেছেন: ধন্যবাদ
৬|  ২৮ শে জুলাই, ২০১৫  দুপুর ২:২৫
২৮ শে জুলাই, ২০১৫  দুপুর ২:২৫
আমি মিন্টু বলেছেন: নাহ আপনি মানুষ ভালো না কোথাকার কে কি বলল তা নিয়ে আবার পোস্ট লেখে ফেলেছেন ।  
তবে দারুন হইছে । 
  ২৮ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:২৩
২৮ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:২৩
নিলু বলেছেন: অনেক শুভেচ্ছা , ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:৩৯
২৭ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:৩৯
পলাশমিঞা বলেছেন: মারাত্মক সমস্যা।
ডাকের একটা কথা আছে, একা সকল কাজ করা যায় না। দোকলা লাগে।