![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বব্যাপী নানা রঙের মানুষ আছে বোধ হয় । তার মধ্যে, আমরা কালা ধলাকেই বেশী বুঝি বা বেশী গুরুত্ব দেই। মানুষ যখন জন্ম গ্রহন করে , তখন তার গায়ের রং দেখে বোধ হয় , সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না , যে সে কালো না ফর্সা হবে । তবে কেউ কেউ বলে ফর্সা হবে , কেউ বলে কালো হবে , অন্যজন বলে শ্যামলা হবে কিংবা উজ্জ্বল ফর্সা হবে না , তবে উজ্জ্বল শ্যামলা হবেই । তাই দুনিয়ার রঙ নিয়ে নানা কথা , নানা রং / তামাশার ইতিকথা প্রচলিত আছে বোধ হয় । কেউ বলি ====আমরা রঙের দুনিয়ায় , শুধু রঙে / ঢঙের কথা বলে যাচ্ছি === । যে যাই বলি , কালা/ ধলা নিয়ে বা রঙের দুনিয়ায় নানা সমস্যা রয়েছে , যেমন কালো কাপড় অনেকেই পোরতে চায় না । আবার কেউ কালো কাপড় পোরতে চায়। কারন এখানে পছন্দের ব্যাপার রয়েছে আবার মানানেরও ব্যাপার রয়েছে বোধ হয় । অনেক সময় কালা কাপড়কে আমরা দুক্ষ / বেদনার বা শোকের প্রতীক হিসাবে ব্যাবহার করে থাকি । আবার কেউ বলে কালো কাপড় শীতের দিনে ব্যাবহার করলে বা পরলে শীত নাকি কম লাগে । অন্যজন বলে গরমের দিনে কালো কাপড় পড়লে গরম ধরে বেশী । অনেকেই বলে কালোর পছন্দ নাকি , আমাদের মধ্যে কম লোকেরই । সাধারণত , বাস গৃহের , সাদা দেওয়ালের নীচে , মেঝের কাটিঙে লাগাই কালো বর্ডার , যাতে সাদা ফুটে ভালো । কিংবা লাল / সাদা / কালো / সবুজের নানা রঙের টব সাজিয়ে ফুলের বাগান সাঁজাই সারিসারি । অন্যদিকে সাদা কাপড় অনেকেই পোরতে চায় না , বিশেষ করে মেয়েরা পোরতে চায়না , কারন হিসাবে জানা যায় যে , যাদের স্বামী মরে গেছে তাদেরই নাকি পরতে হয় , তাই স্বামী আছে যার , তার না পরাই ভালো । এই সাদা শাড়িতে আমরা মেয়েদের বিধবা প্রতীক হিসাবে চিনহ করে থাকি । আবার সাদা ছড়িতে কানা লোকের প্রতীক হিসাবে চিনহ হয়ে থাকে । আবার রাস্তায় সাদা রঙের বর্ডার দিয়ে সংকেত বহন করায় , আবার লাল রঙ দিয়ে আমাদের জীবনের গতি থামিয়ে দেয় । এমনকি গাড়ী / ঘোড়া সব বন্ধ হয়ে যায় লাল রঙে । আবার সাদা পোশাক গরমের দিনে পরলে নাকি গরম কম লাগে । যে জন্য ট্রাফিক পুলিশদের পোশাক নাকি সাদা হয় । অন্যদিকে কেউ কেউ সাদা শার্ট / প্যান্ট / সাদা জুতা / সাদা মুজা পরে নিজেকে আকর্ষণীয় করে তুলে । অনেকে আবার বলে , কালা প্যান্ট , সাদা শার্ট, নাকি মানায় ভালো । চুল পেকে সাদা হলে , কালা রঙের কালি মেখে কালা করে , চুলের পাক আড়াল করে কিংবা বয়কম প্রমান করার চেষ্টা করে থাকি আমরা । কিন্তু এতেও নাকি মানান দেখায় না কারন অনেকদিন চুল সাদা থাকলে , হটাত করে , চুল রঙ দিয়ে কালা করলে নাকি বেমানান লাগে বা চেহারা পাল্টে যায় হটাত । তাই অনেক সময় চিনতে পারা যায় না বা সাময়িক ইয়াং মনে হয় । তাই প্রবাদে বলে ==চক চক করলেই সোনা হয় না ===। কেউ আবার এই কথাতে লজ্জাও পায় কিংবা নিজেকে আবার যৌবনে ফিরে এসেছে বলেও মনে করে । তাই সমাজ বলে== উপরে ফিট/ ফাট , ভিতরে ফাঁকা বা শুননো সার === । যে যাই বলুক , এই মানানের সাথেও নাকি সাদা / কালার ব্যাপার আছে । আবার মেয়েরা যদি পরে সাদা শাড়ী কালো পাঁড় , তা নাকি দেখতে আরও সুন্দর লাগে , তাও নাকি পোরতে হয় একটি বিশেষ অনুষ্ঠানে বা বিশেষ দিনের জন্য , শোনা যায় এখানে নাকি কালা / সাদার কোনও সমস্যা নেই । আমরা অনেকেই কালা মেয়েকে বিয়ে করতে পছন্দ করিনা , সবসময়ই ধবধবে /ফর্সা মেয়েকে বিয়ে করতে চাই বা আগ্রহী । তাই কালা মেয়ের নাকি বিয়েতে সমস্যা । যে জন্য গ্রামীন প্রবাদে বলে ,== খড় দিয়ে যে চুল বাঁধে , সেও ভাতার বা স্বামী পায়=== । কিন্তু আমরা আবার , খুজে ফিরি লক্ষ্মী বউ , কিন্তু লক্ষি / অলক্ষ্মী বউতে , সাদা / কালার কোনও তফাৎ নেই । তাই লোকে কয় , ===জাতের মেয়ে কালা হলেও ভালো === । তাই আমরা কখনো কালা চামড়া সাদা করতে , কতরকম স্নো / ক্রিম ব্যাবহার করি , তাতেও সমাধান না হলে , চলে যাচ্ছি , বিউটিশিয়ানদের কাছে , কালা চামড়া , সাদা ফর্শা করতে । অনেকে আবার বিছানায় সাদা চাদর ব্যাবহার করতে চায় না । আবার কালা টুপীকে জম টুপীও বলে যেমন ফাঁসীর মঞ্চের আসামীকে কালা টুপী পরানো হয় ফাঁসীর আগে । অন্যদিকে কালা মুখোশ পরে রাতে ডাকাতিও করে কেউ কেউ , আবার নিজের চেহারাকে ঢেকে রাখার জন্য মুখোশ হিসাবেও কালা মুখোশ পরে । আমরা বেশীর ভাগ মানুষই , আলো আবছা অন্ধকার বা আঁধার রাতে , হটাত করে , কালা কোনও জীব দেখলে চমকে উঠি , তাই ছদ্ধবেস আমাদের চমক দেয় বা চমকায় । মুখে কালা কাপড় বা ব্লাক টেপ মেরে প্রতীবাদ জানাই আমরা কখনো কখনো । তাই আমার মনে হয় , কালা কাপড়ে আমরা হয়তো বেশিই ভয় পাই । কিন্তু মানুষের মিত্তুর পর সাদা কাপড় দিয়েই বিদায় দিতে হয় , দুনিয়ার অনেক রঙের মাঝেও , আমরা সাদা রঙ বেছে নিয়েছি কেনও ? মনে হয় এর মধ্যেও রহস্য রয়েছে । তাই লোকে বলে রং , সাদা / কালা যাই হউক ,=== যার অন্তর সাদা , সেই ভালো মানুষ ==== । আর তাই আমরা শেষ বিদায় জানাচ্ছি , সাদা কাপড় দিয়ে । যাতে আমরা সাময়িক মনে করে সান্তনা পাই যে , মানুষটি আমাদের ভালই ছিলও । তাই সাদা রং দিয়েই বোধ হয় চির বিদায় জানাই ।
©somewhere in net ltd.