|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
 
আমরা গানের আঁশরে   সম্পর্কে বোধ হয় কম / বেশী সবাই জানি । এই গানের আসোর আগে গ্রামে গ্রামে অনুষ্ঠিত হতো ।
গ্রামের  মানুষগুলি সেই  গান শোণার জন্য দিনে দুপুরে নায়ে খায়ে রেডি হয়ে থাকতো  ঐ দিন , কেউ কেউ আবার এই বাউল গানকে শরিয়ত / মারফৎ গান বলে আখ্যায়িত করতো  ।  অথচ তারা কিন্তু লেখাপড়াও কম জানতো কিন্তু সমাজের নানা ঘটনা ও ধর্মের বানীর উপর  নিজেরাই সুন্দর সুন্দর গান লিখতও ।  যে গানগুলি  তারা  মুখস্থ করে রাখতো আর গাইতো এবং অনেক টানা শুর দিতো .  কখনো কখনো  তারা আবার একে অপর দলের উপর প্রশ্ন ছুঁড়ে মারতও তার উত্তর দেওয়ার জন্য ।  যাদের আবার বলতো গায়েনই , গানের আসরগুলি বসতো সাধারণত  গ্রামের বড় বট গাছ তলা অথবা বড় বড় গাছের নীচে  ।  আর মানুষ বসতো মাটিতে  । তবে কোনও কোনও সময় মাটিতে খড় পাতা থাকতো ।  গায়েনিদের কোনও মঞ্চ ছিলও না তারা গাইতও মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাদ্যযন্ত্র ছিলও একটি দোতারা আর একটি তবলা । সেই গানের আসোরে তেমন একটা আলোকিত ছিলও না  , থাকতো কিছু হ্যারিকেন অথবা কিছু ঘোড়া বাতি ,  বা হ্যাজাক ,  যা জ্বালাতও কেরোসিন তেল দিয়ে । সেই আঁশরে  মানুষ বসতও গাদাগাদি করে  , তার মধ্যে আবার কেউ কেউ কখনো  কখনো বায়ু ছেড়ে দিতো ন।  তাই নিয়ে লেগে যেতো হাসাহাসিতে  হট্টগোল ,  যে লোকটি বায়ু ছাড়তও তার  বায়ুর গন্ধে  তাকে আসোর থেকে তুলে দেওয়া হতো ।  অথবা বাথরুম করে আসার জন্য বলা হতো  । সেই বায়ু কেউ কেউ ছাড়তও বিনা শব্দে আবার কেউ জোরে শব্দ করে  ( বায়ু অর্থ পাদ মারা )  , আসোরে থাকতো  পান / বিড়ির ফেরিওয়ালারা কুপি বাতি জ্বালিয়ে  । সেখানে  পাওয়া যেতো আঁখের গুড়ের খুরমা , খাড়গাই , মদন কট কটি , জিলাপি , রসগোল্লা  । সেই আসোরে আবার   বিড়ির ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যেতো আঁশর  এলাকায় । এখন সেই গানের আসরগুলি গ্রামে গ্রামে আর তেমন একটা হতে দেখা যায় না  । তবে এখন হয়ে গেছে কনসার্ট নামে গানের আসোর  । সেখানে থাকে আলোয় আলোকিত আর নিভু নিভু বিদ্যুতের  বাতির আলোর ঝলকানই  । আর জুয়ারুদের আনাগোনা ।  তাই  এখন সমাজ থেকে হারিয়ে গেছে সেই গ্রামের  মানুষের  গানের মজমা এবং   মানুষের  সেই  গ্রামীণ  সংস্কৃতি আর  আনন্দ ।  তবে ইদানীংকালে মিডিয়ার  আদৌলতে   , সেই গানগুলি শোনা   যায় কখনো  কখনো  চ্যানেল  গুলিতে  । তাদের    সেই গানগুলির  মধ্যে  একটি গান হোলও ===== মানুষের  মধ্যে   মানুষ  করিতেছে  বিরাজমান  , মানুষ  ধরো  মানুষ  ভজো , চৌদ্দতলার   উপরে  দালান  তার  ভিতরে  ফুলের বাগান  ।
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০  ২৯ শে জুলাই, ২০১৫  সকাল ৭:৪৪
২৯ শে জুলাই, ২০১৫  সকাল ৭:৪৪
নিলু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০১৫  রাত ১২:৫৬
২৯ শে জুলাই, ২০১৫  রাত ১২:৫৬
প্রামানিক বলেছেন: বাউল গানের আসরের চমৎকার বর্ননা পাদ মারাও বাদ যায়নি। ধন্যবাদ।