|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
 
সমাজ বদ্ধ হয়ে আমরা যুগে যুগে বাস করে আসছি , নানা সমাজের  নানা রীতি / নীতি নিয়ে  ।  কিন্তু সেই সমাজ  ব্যাবস্থা এখন প্রায়  বিলুপ্তির পথে ।  তবে গ্রামে গ্রামে অনেকটাই প্রচলন এখনো আছে বা দেখা যায়  । সমাজের প্রচলন কিন্তু শহরে  প্রায় বিলুপ্তির পথে ।  কিন্তু শহরে  ভিন্ন ভাবে  সেই সমাজ ব্যাবস্থা  চলে শুনেছি ।  যেমন আমরা আগে শুনেছি  , আমাদের সমাজ এর ৩ টি স্তর ছিলও  । যেমন উচ্চবিত্ত , মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সমাজ । এখন একটি নুতন সমাজের নামকরন শোনা যায় ,  নাম তার সুশীল সমাজ ।  আর এই সুশীল সমাজ নিয়েই আমার আজকের লেখা  , তাহলো আমি একদিন  ২ টি লেখা লিখেছিলাম , লেখা ২ টির  শিরোনাম  ছিলও এক , == যৌন তৃপ্তি ==আর একটির শিরোনাম  ছিলও == সাঁজ / গোঁজ ===। যৌন তৃপ্তি লেখাতে ছিলও যে ,  আমরা কি কি ভাবে যৌন তৃপ্তি পাই  বা পাই না ।  তার মধ্যে কথা ছিলও  , তাহলো এক কেউ পায় মেয়েদের সাঁজ / গোঁজ দেখে ,  কেউ পায় নিজেকে সাজিয়ে ,  কেউ পায় পরের বা গরীবের বউকে ভাবী বলে ডেকে  , আবার কেউ পায়  ,  ছাদের চিলে কৌটায় উঁকি মেরে ।  আবার কেউ পায়  , চোখ টিপ মেরে , আবার কেউ পায় মেয়েদের পিছে ঘুর ঘুর করে  ।  আর সাঁজ / গোঁজের লিখায়  লিখেছিলাম যে  , মেয়েদের এবং ছেলেদের সাঁজ / গোঁজের মধ্যে অনেক তফাৎ ।  তাই একটি সাজ / গোঁজ করা  ছেলে এবং মেয়ের ছবি দিয়েছিলাম ।  লেখাতে তা  ছিলও  স্বাভাবিক সাঁজ / গোঁজের চিত্র ।  আর  তার থেকেই একজ  নানা  যুক্তি  দেখালও । তিনি কোন সমাজের তা জানিনা তবে আমার এক বন্ধু বললও , হয়তো রুচিশীল সমাজের বা সুশীল সমাজের  লোক হবে  ।  তাই সে থেকে আমাদের   সমাজের নানা  স্তর   সম্পর্কে জানার  কৌতূহল হোলও  এবং লিখতে ইচ্ছা হোলও ।   তারা কারা  , তাদের সংজ্ঞা  কি , কি তাদের পোশাক / আসাক , দেখতে তারা কেমন , তারা বাস করে কোথায় এবং কি কি খায় । তবে আমি একজন  লোককে  দেখেছি  আমার  জীবনে। তবে  সঠিক ভাবে যে ,  তিনি / সে কোন সমাজের ।  । তা হোলও , একজন সুশীল  ব্যাক্তি যখন  সমাজে কোথায়ও দাংগা বা মারামারি লেগে যায়  ,  তখন তিনি চলে যায় নিরাপদ যায়গায় অর্থাৎ তার নিজ বাড়ীতে চলে যান এবং  বাড়ীর দরজা / জানালা বন্ধ করে পরিবারসহ অবস্থান করেন। কিংবা প্রতিবেশীর কোনও সমস্যায় মাথা ঘামান না ।  তারপর যখন তা থেমে যায় ,  তখন তিনি বাড়ী থেকে বের হয়ে বলেন বা জানতে চান ,  সেই দাংগাকারিকে  বা আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ,  ভাই এখানে কি হয়েছিলো  । তাতে আমরা ঘটনার  বিবরন দেই এবং তিনি আমাদের গায়ে হাত দিয়ে বা খুব নরম শুরে বা বিনয় ভাবে বা খুব শুদ্ধ ভাষায়  সান্বাত্বনা দেন বা  ধীর গতিতে পায়ে হেঁটে চলে যান ।  তাকে দেখে  মনে হোলও  তিনি খুব বিচক্ষণ  ব্যাক্তি প্রমান করে ।,  যাওয়ার সময় বলে গেলেন যে  , আমি বাপু এসবের মধ্যে নেই ।  তোমরা যেটা ভালো মনে করো তাই করো এবং আমাদের সাথে যে ব্যাবহার করে গেলেন  , তাতে মনে হোলও  , তিনি আমাদের সবাইকেই  আদর করে গেলেন  । তা যেনও আমরা সবাই তার ছোট ভাইয়ের মতো এবং তিনি  কোনও পক্ষই নিলেন না । এ ক্ষেত্রে তার উচিত ছিলও অন্যায়কারীর বিরুদ্ধে অবস্থান নেওয়া কিন্তু তিনি তা না করে  , নীরবে কেটে পড়লেন । পরে বিচারের সময় তাকে ডাকলে , তিনি বলেন যে , বাপু এসবের মধ্যে আমাকে ডেকোনা , এটা তোমাদের কাজ । কিন্তু আমার প্রশ্ন যে , দেশের সকল ভালো কাজে  বা  ন্যায় কাজে  তাদের  অবস্থান নেওয়া প্রয়োজন, অথচ তারা কেউ কেউ টিভি চ্যানেলে টক  সোতে ,  অনর্গল সুন্দর সুব্দর বানী শুনিয়ে যাচ্ছেন । তাতে  সমাজের উন্নয়ন হবে কি  ? । আরেকজনকে দেখেছি যে তিনি যখন ক্ষমতার চেয়ারে ছিলেন ।  তখন তার  সাথে  আমরা  দেখা করতে গিয়েছিলাম এলাকার  নানা কাজে / অকাজে  ।  কিন্তু তিনি অনেকসময় দেখা করতে চাননি  কিংবা অনেকক্ষণ বসিয়ে রেখে ,  দেখা করার পর কোনও কথাই রাখেনি বা বলেছে যে এখনই বের হয়ে যাও  , নতুবা  বলেছে যে বের করে দেবো ,  এমনকি সামান্যতম  আপ্যায়নও  করেন নি  ।  আবার দেখেছি যে তারা শুধু সুন্দর সুন্দর উপদেশ দিয়ে থাকেন ।  কিন্তু তাদের বেশীর ভাগ ব্যক্তির মধ্যেই , সমাজের কোনও ভালো কাজে  অংসগ্রহন থাকে না  বা করে না । তবে  অনেক ক্ষেত্রে দেখা গেছে যে , সরকারী পদ থেকে অবসরে গেলে কিংবা চাকুরিচুত হলে কিংবা প্রাচুর্য থেকে ধ্বস নামলে কিংবা বয়কারনে রক্তের তেজ কমে গেলে কিংবা অপকর্মের পরিণতিতে অনুতপ্ত হয়ে বা জীবনের কোনও এক জায়গায়  ব্যর্থতা আসলে ,  তাদের অনেককেই ভালো ভালো কথা বা উপদেশ দিতে দেখা যায় । আবার এটাও কখনো কখনো দেখা যায় যে , সমাজের সব স্তরই একসময় মিশ্র সমাজ হয়ে যায় বা থাকে না তাদের সুন্দর সুন্দর বানী । তাই একদা শুনেছিলাম কথামালার রাজনীতির কথা কিংবা শুধু কথার ঝুড়ি কিংবা কথার কথা   ।  সমাজ নিয়ন্ত্রণ , সমাজ চালনা , সমাজের নেতৃত্ব দেওয়া , সমাজের নানা মানুষের নানা  যৌক্তিত / অযউক্তিত দাবী পুরন  , নানা মনের মানুষ এর নানা কথা , নানা সময়ে শোণা খুবই কঠিন কাজ । মনে হয়  সুন্দর সুন্দর কথা , সুন্দর মানুষগুলিই শূনতে চায় , তবে এও  মনে হয় , তাদেরও শোণার সময় নেই বা শুনতে চায় বলে মনে হয় না ।  কারন তারা নিজেরাই সুন্দর , তাহলে কারা তাদের কথার স্রোতা ? নিচ্চয়  সমাজের সাধারন মানুষগুলি , যারা সুন্দর / অসুন্দর কিছুই বুঝতে চায় না , তারা জীবন জীবিকা নিয়ে নানা সমস্যায় ব্যাস্ত । কিংবা  অভাব / সমস্যা যাদের চিরনিয়ত সাথী  , তারা ধর্মের বাণীও ,  কখনো কখনো শুনতে চায় না । আমরা যদি সবাই সুন্দর মানুষই  হতাম , তাহলে সমাজে এতো স্তর সৃষ্টি হোলও কেন ? সুতারাং বলা সহজ ,  করা কঠিন   । তাহলে  কথিত  এই সুশীল  সমাজ কিভাবে সমাজে নামকরন হোলও বা কোন স্তর থেকে  আবির্ভাব  হোলও  ? এবং আমরা কারা সুশীল , আর কারা  অসুশীল এর ব্যাখ্যা প্রয়োজন বলে মনে করি ।  কিন্তু  এখনো  সমাজে শুনি কখনো কখনো   , উঁচু দালানের উঁচু তলার পিছন দরজায়  , চলছে ব্যাভিচারী  । তারা আবার কারা এবং  কোন সমাজ ?
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০  ৩১ শে জুলাই, ২০১৫  রাত ৯:২০
৩১ শে জুলাই, ২০১৫  রাত ৯:২০
নিলু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৫  দুপুর ২:১৭
৩১ শে জুলাই, ২০১৫  দুপুর ২:১৭
ছাসা ডোনার বলেছেন: ভাই, একদম সত্য কথা লিখেছেন। যারা নিজেদের সুুশীল সমাজের বলে দাবী করে প্রকৃত পক্ষে তারা সমাজের কোন সমস্যার সমাধানে এগিয়ে আসে না। সব সময় আপদ বিপদ থেকে দূরে থাকে বা থাকার চেস্টা করে।