|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
  
  
 
আমরা নানা রকমভাবে কথা বলি বা মনের ভাব প্রকাশ করে থাকি বোধ হয় । যেমন  কখনো কখনো জোরে জোরে , আবার কখনো ফিস ফিস করে , কখনো আস্তে আস্তে , কখনো মোবাইলে , আবার মাইকে  , কেঁদে কেঁদে বা হেঁসে হেঁসে , আবার মুচকি হেঁসে  কিংবা মঞ্চে , বা মিডিয়াতে কিংবা কানে কানে । এরকম নানা ভাবে কথা বলার অভ্যাস আমাদের । কিন্তু কানে কানে কথা বলার মধ্যে বোধ হয় রয়েছে রহস্য , বা আকর্ষণ । যেমন আমরা  কানে  কানে কথা বলার সুযোগ পেলে ,  কখনো কানে কামড় দিতে চাই অথবা চলে চুমু দিয়ে ফেলার চেষ্টা করি  । অবশ্য ইচ্ছা করলেই , কানে কানে কথা বলার সুযোগ সব ক্ষেত্রে পাওয়া যায় না  । তাই ,   আমাদের এতো কি গোপন কথা থাকে যে , আমরা কখনো কখনো কানে কানে কথা বলতে চাই বা আগ্রহী হই  ? তাহলে কি আমাদের== পাগল মন , মনরে আমার  , কতো কথা কয়=== ?
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০  ০১ লা আগস্ট, ২০১৫  দুপুর ২:১৭
০১ লা আগস্ট, ২০১৫  দুপুর ২:১৭
নিলু বলেছেন: কানে কানে কথার আগের ছবি , ভালো বলেছেন , ধন্যবাদ
২|  ০২ রা আগস্ট, ২০১৫  সকাল ১১:০৪
০২ রা আগস্ট, ২০১৫  সকাল ১১:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ভাইটামিন আছে
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৫  দুপুর ২:০০
০১ লা আগস্ট, ২০১৫  দুপুর ২:০০
লেখোয়াড়. বলেছেন:
কানে কানে কানাকানি।
তিন নম্বর ছবিটায় তো কানে কানে কথা বলছে না।
কান মাঝে মাঝে চিলে নিয়ে যায়।