|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
   
 
এক ভাবী তার স্বামীকে খুব সন্দেহও করতো  কারনে অকারনে  । তাই তাদের মধ্যে প্রায় সব সময়য়ই রাগারাগি ও সংসারে অশান্তি চলতে থাকে । ভাবী মনে করে তার স্বামী পর নারীর প্রতি আসক্ত  বা পরকীয়া করছে ।  কারন ভাই প্রায় সময় কাজের জন্য বাড়ীর বাইরে থাকতে হয় ।  কখনো ৭ /৮ দিন থাকতে হতো  । তাই  ভাই বাড়ী আসলেই শুরু হয়ে যেতো ঝগড়া হাতাহাতি  । ভাই অনেক চেষ্টা করেও ভাবীর  সন্দেহও ভাঙ্গাতে পারেনি । ভাই ভাবীর কারনে শান্তির স্বার্থে বাপ / মা ছেড়ে আলাদা সংসার করছে । ভাবীর সাথে আবার শাশুড়ি , ননদ , দেবরদের সাথে তেমন একটা সম্পর্কও নেই । তাদের আলাদা সংসার । হটাত ভাবী একদিন দেবরকে বলছে যে ,  ও ভাই তুই আমাকে বাচা  । কারন তোর ভাইকে আমার সন্দেহ হয় যে সে অন্য নারীর সাথে পরকীয়া করছে । এই কথা শুনে দেবর  মনে মনে চিন্তা করলো যে , এইবার ভাবীকে সাইজ করা যাবে । অনেকদিন আগে থেকেই অপেক্ষা করছিলো ভাবীকে সাইজ করার জন্য কিন্তু কোনও সুযোগ পাচ্ছিলনা ।  তাই আজ এই সুযোগ সে হারাতে রাজী নয়, এতদিন ভাবী আমাদের মা ভাই / বোনকে কোনও টাকা / পয়সা দিতে দেই নাই , এবার সুদে আসলে  ওয়াসিল  করে নিবো  । তাই ভাবীকে  দেবর বললও যে  , ভাইয়ের এই রোগ সারানো কোনও ব্যাপারই নয়  । এটা আমার কাছে ওয়ান / টুর ব্যাপার ।  কারন আমার জানা শুনা এক হুজুর আছে তার পানি পঢ়া খেলে এবং তাবীয নিলেই ভাই ভালো হয়ে যাবে  । কিন্তু প্রথম বারেই ৫০০০ হাজার টাকা লাগবে । ভাবী সাথে সাথে দেবরকে টাকা দিয়ে দিলো । দেবর তখন নিজেই একটি তাবীয কিনে  , ওর মধ্যে কিছু ভরে এবং একটি বোতলে কলের পানি ভরে ভাবীকে দিলো ।  আর বললও যে এরকম তাবীয আরও কয়েকবার নিতে হবে ।  কারন ভাইর রোগটি জটিল বলে হুজুর বলেছেন ।  নইলে ঐ পরনারীর প্রতি ভাই স্থায়ীভাবে মন দিয়ে ফেলবে কিংবা বিয়েও করে ফেলতে পারে ।  ভাবী এই কথা শুনে আরও দুর্বল হয়ে গেলো । তখন ভাবী বললও , ও ভাই টাকা যা লাগে , আমি দেবো । তখন দেবর বললও যে ,  ভাই যে বালিশে ঘুমায় সেই বালিশের নীচে তাবীয রাখতে হবে । আর এই পড়া পানি অন্য পানির সাথে মিশায়ে বা চিনির শরবতের সাথে মিশায়ে খাওয়াতে হবে  ভাইকে , দিনে ২ / ৩ বার । এইভাবে দেবর ভাবীর কাছে থেকে অনেক টাকাই হাতিয়ে নিতে থাকলো । হটাত একদিন ভাই , ভাবীর জন্য ভালো ২ টা শাড়ী , গহনা , কসমেটিকস ও প্রসাধনী এনেছে ভাবীকে খুশি করার জন্য ।  তাই সেদিন ভাবী ভাইয়ের সাথে খুব একটা উচ্চবাচ্য করেনি  । আর ভাইও নীরব ছিলও বেশ ।  ভাই ভয়ে ভয়ে ভাবীর সাথে বেশী কথা বলেনি ।  তবে যে কথাগুলি ভাবীর সাথে বলেছে তাতে ভাবী খুব খুশী হয়েছে  । তাই পরের দিন দেবরকে বলছে যে  , ওরে ভাই তোর আনা তাবীযের অনেক কাজ হয়েছে । আজ তোর ভাই খুব ভালো । পরের বার ভাই বাইরে থেকে এসে ভাবীকে বলছে যে ,  তোমার কাছে বেশ কিছু টাকা রেখেছিলাম তাই টাকাগুলি দাও ।  তখন ভাবী বলেছে ঐ টাকার মধ্যে থেকে বেশ কিছু টাকা খরচ হয়ে গেছে ।  তখন ভাই বলছে কি কাজে টাকাগুলি খরচ করেছো তা বলও দেখি  । তখন ভাবী আর সদুত্তর দিতে পারেনি । তখন ভাই ভাবীকে বলছে যে তুমি নিচ্ছয় পরপুরুষের সাথে পরকীয়া করে টাকাগুলি তাকেই দিয়েছও ।  তাই তোমাকে এখন থেকে বিশ্বাস করা কঠিন । এই কথা শুনে ভাবী দেবরকে বলছে যে  , ওরে ভাই তোর তাবীযে এতো জোর যে ,  তোর ভাই আজকাল উল্টাপাল্টা কথা বলছে, এখন তোর  ভাই উল্টা আমাকেই সন্দেহ করছে ।  তাই তোর ভাই আগেই ভালো ছিলও ,  তাই তুই এখন আমাকে বাঁচা আবার ,  নইলে আমি বিতাড়িত হতে যাচ্ছি সংসার থেকে ।  তখন দেবর ভাবীর সব কথা শুনে বলছে ,  ভাবী নো চিন্তা  , আমি উলটা তাবীয এনে দিবো  , তাতে  ভাই আবার পূর্বের মতো হয়ে যাবে । তবে উল্টা তাবিজে ডবল টাকা লাগবে । দেবর কথা মতো পরের দিন ভাবীকে বলছে যে , ও ভাবী কবিরাজ বলেছে যে , এখন আর তাবিজে কাজ হবে না , তবে মার সাথে মিলে মিশে চললে নাকি , ভাইয়ের মন ভালো হতে পারে নতুবা ভাই নাকি ২য় বিয়ে করে ফেলার সম্ভাবনা রয়েছে। তখন ভাবী বলছে  , ও ভাই তুই মার সাথে মিল করে দে , আমি তাতে রাজী ,তবুও  স্বামীর ভাগ কাউকে দিতে রাজী নই  ।
 ২০ টি
    	২০ টি    	 +৩/-০
    	+৩/-০  ০২ রা আগস্ট, ২০১৫  দুপুর ১২:০২
০২ রা আগস্ট, ২০১৫  দুপুর ১২:০২
নিলু বলেছেন: গুড ইভেনিং , মিন্টু ভাই শুভেচ্ছা রইলো
২|  ০২ রা আগস্ট, ২০১৫  সকাল ১০:৫১
০২ রা আগস্ট, ২০১৫  সকাল ১০:৫১
সরদার হারুন বলেছেন: বোকার জামা কাপরও বোকা । কোন পীরের তাবিজ আনছে ? আমি কিন্তু দেইনি ।
  ০২ রা আগস্ট, ২০১৫  দুপুর ১২:০৪
০২ রা আগস্ট, ২০১৫  দুপুর ১২:০৪
নিলু বলেছেন: কবিরাজের নাম / ঠিকানা পরে লিখবো , ভালো থাকুন
৩|  ০২ রা আগস্ট, ২০১৫  সকাল ১০:৫৬
০২ রা আগস্ট, ২০১৫  সকাল ১০:৫৬
কানাই স্যার বলেছেন: খুব সুন্দর হয়েছে।
  ০২ রা আগস্ট, ২০১৫  দুপুর ১২:০৫
০২ রা আগস্ট, ২০১৫  দুপুর ১২:০৫
নিলু বলেছেন: স্যার ভালো থাকুন , ধন্যবাদ
৪|  ০২ রা আগস্ট, ২০১৫  সকাল ১১:১০
০২ রা আগস্ট, ২০১৫  সকাল ১১:১০
খোলা মনের কথা বলেছেন: ”ঝড়ে কলা গাছ ভাঙ্গে আর ফকিরের কেরামতি বাড়ে”। অনেকটাই তেমন। খুব ভাল লাগলো।
  ০২ রা আগস্ট, ২০১৫  বিকাল ৩:৩৩
০২ রা আগস্ট, ২০১৫  বিকাল ৩:৩৩
নিলু বলেছেন: আসলেই সত্যি কথা , ভালো থাকুন
৫|  ০২ রা আগস্ট, ২০১৫  সকাল ১১:৩১
০২ রা আগস্ট, ২০১৫  সকাল ১১:৩১
দিশেহারা আমি বলেছেন: ভালো লাগলো।
লিখে যান।
ইসস, আমার যদি এমন একটা ভাই থাকতো? 
  ০২ রা আগস্ট, ২০১৫  বিকাল ৩:৩৪
০২ রা আগস্ট, ২০১৫  বিকাল ৩:৩৪
নিলু বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৬|  ০২ রা আগস্ট, ২০১৫  দুপুর ১২:০১
০২ রা আগস্ট, ২০১৫  দুপুর ১২:০১
আহমেদ রশীদ বলেছেন: জটিল ফাংশন
  ০২ রা আগস্ট, ২০১৫  বিকাল ৪:১৬
০২ রা আগস্ট, ২০১৫  বিকাল ৪:১৬
নিলু বলেছেন: জীবনটাই জটিল বিষয় ভাই , ধন্যবাদ
৭|  ০২ রা আগস্ট, ২০১৫  দুপুর ১২:৩০
০২ রা আগস্ট, ২০১৫  দুপুর ১২:৩০
বদলে দেব বলেছেন: ভালো কটু কলা?
  ০২ রা আগস্ট, ২০১৫  বিকাল ৪:১৭
০২ রা আগস্ট, ২০১৫  বিকাল ৪:১৭
নিলু বলেছেন: কলাটি কাচা না পাকা ভাই , ধন্যবাদ
৮|  ০৩ রা আগস্ট, ২০১৫  সকাল ৮:৩৩
০৩ রা আগস্ট, ২০১৫  সকাল ৮:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ও ভাই তুই মার সাথে মিল করে দে........এটাই সংসার জীবনের মূলমন্ত্র।যে পারে সেই সফল।
  ০৩ রা আগস্ট, ২০১৫  সকাল ৮:৪৫
০৩ রা আগস্ট, ২০১৫  সকাল ৮:৪৫
নিলু বলেছেন: ধন্যবাদ
৯|  ০৩ রা আগস্ট, ২০১৫  দুপুর ১২:২৩
০৩ রা আগস্ট, ২০১৫  দুপুর ১২:২৩
ভিটামিন সি বলেছেন: বাংলার ঘরে ঘরে এমন দেবরের আবির্ভাব হওয়া অতীব জরুলী হয়ে পড়ছে।
  ০৩ রা আগস্ট, ২০১৫  রাত ৮:৪০
০৩ রা আগস্ট, ২০১৫  রাত ৮:৪০
নিলু বলেছেন: আমিও আশা করি , ধন্যবাদ
১০|  ০৩ রা আগস্ট, ২০১৫  বিকাল ৪:৩১
০৩ রা আগস্ট, ২০১৫  বিকাল ৪:৩১
আবু শাকিল বলেছেন: নিলু  ভাবি   
  
  ০৩ রা আগস্ট, ২০১৫  রাত ৮:৪১
০৩ রা আগস্ট, ২০১৫  রাত ৮:৪১
নিলু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৫  সকাল ১০:৫০
০২ রা আগস্ট, ২০১৫  সকাল ১০:৫০
আমি মিন্টু বলেছেন: গুড মনিং । আপনার কাম কাজ বেশি সুবিধার মনে হচ্ছে না । সব সময় শিরনামে একটা পেচ লাগিয়ে রাখেন । 
 
ভালো লাগচ্ছে ।