|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
 
গল্পটি বাস্তব ঘটনা থেকে বলা এবং এখানে কোনও রূপকথার বা বানানো কোনও কথা সন্নিবেশিত করা হয়নি বা কোনও কল্প কাহিনীও নয় 
সুতারাং বিশ্বাস করতে পারেন নিঃসন্দেহে । আমি একটি কুকুর পুষি  । কুকুরটি দেশি জাতের কোনও বিদেশী জাতের নয় এবং আমাদের বাড়ীতে আগে ত্থেকেই কুকুর পালিত হয় ।  কুকুরটি আমার চাচা আগে পুষতও  , সে মারা যাবার পর  , আমার দায়িত্তে চলে আসে লালন / পালন করার ।কুকুরটির বয়স হবে প্রায় ৮ / ১০ বসর । কুকুরটি কোনও অপরিচিত লোককে বাড়ীর মধ্যে প্রবেশ করতে দিতে চায় না  বা দেখলেই সাংঘাতিক ভাবে ঘেউ ঘেউ করে । তাকে প্রায় সময়ই বাড়ীর আঙিনার মধ্যে ছেড়ে দেওয়া থাকে ।,  তবে কম সময়ই বেধে রাখা হয় । আমি যখন বাড়ির আশে / পার্শে হেঁটে হেঁটে কোথায়ও যাই ও তখন পিছে পিছে যেতে থাকে এবং যেখানে আমি থামি ঔ সেখানে থেমে যায়  । মনে হয় ও আমার দেহরক্ষী হিসাবে কাজ করছে । একদিন আমরা ৩ /৪ জন বন্ধু মিলে বাড়ীর বাইরের আঙ্গিনাতে ।  যেখানের জায়গাটিতে ঘাস আছে  , তখন জোস্না রাত আবছা আলোর অন্ধকারে বসে গল্প করছি  । ও তখন আমাদের পার্শেই বসে আছে ।হটাত দেখি কুকুরটি ঘেউ ঘেউ করতে করতে আমাদের চেয়ারের দিকে চলে আসছে  । তখন তাকিয়ে দেখি চেয়ারের কাছাকাছি একটি বিষধর সাপ । আমি আবার আগে থেকে্ অভ্যাস্থ ছিলাম যে ,  কুকুরটি ঘেউ ঘেউ করলেই বুঝতাম কিছু একটা ঘটনা আছে । শুনেছি কুকুরের ঘ্রাণ এবং ইন্দ্রিয়ও শক্তি খুবই শক্তিশালী ।  যা দিয়ে সে একদিনের চেনা ঘ্রাণ দিয়ে চিনে ফেলে বা বুঝতে পারে এবং তারা প্রভু ভক্তও বটে । কুকুরটির আরও কিছু কিছু ছোট ছোট ঘটনা আছে । তাই কুকুরটিকে আমি খুব বিশ্বাস করি ।
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ০৩ রা আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৬:১২
০৩ রা আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৬:১২
নিলু বলেছেন: ধন্যবাদ
২|  ০৩ রা আগস্ট, ২০১৫  বিকাল ৫:৪১
০৩ রা আগস্ট, ২০১৫  বিকাল ৫:৪১
সুমন কর বলেছেন: ছবির কুকুরটি কি আপনার? 
সাদা মনের মানুষ বলেছেন: কুকুরের প্রভু ভক্তির কোন তুলনা হয়না, এটা বিশ্বাস না করার কোন কারণ নাই। সহমত।
  ০৩ রা আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৬:৫০
০৩ রা আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৬:৫০
নিলু বলেছেন: হাঁ , ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৫  সকাল ১১:৪৮
০৩ রা আগস্ট, ২০১৫  সকাল ১১:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: কুকুরের প্রভু ভক্তির কোন তুলনা হয়না, এটা বিশ্বাস না করার কোন কারণ নাই।