|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   [
  [  
 
দেশে বর্তমানে ব্যাপক হারে সড়ক পথে দুই চাকার যান ,  মটর সাইকেল ব্যাপক হারে  আটক করছে পুলিশ । এর কারন জানা গেলো  যে, বেশীর ভাগ মটর সাইকেল  রেজিস্ট্রেসন বিহীন ভাবে পথে চলাচল করছে । তাছাড়া আজকাল গ্রাম গঞ্জে রাস্তা ঘাঁট পাকা হয়েছে ।  যার কারনে এই মটর সাইকেলের ব্যবহার বৃদ্ধি পেয়েছে । এমনকি  এই যানবাহন এখন জনগনের সহজলভ্য এবং অলি / গলি পথে  চলাফেরা করা যায় । যেমন , স্ত্রী / সন্তান সহ সহজেই কম খরচে  , আবার অফিস / আদালত , হটাত প্রয়োজনে যে কোনও সময় যাত্রা করা যায় । আবার যানজটে ফুটপাথ দিয়ে অনেকেই  চলে যাচ্ছে আইন ভেঙে ।  তাতে অনেক সময় ধাক্ষা খাচ্ছে বিদ্যুৎ পোলে কিংবা গাছের শিকড়ে , হচ্ছে আহত বা মিত্তু  । কখনো কখনো ৩ /৪ জন চড়ছে । কখনো মহড়াও দিচ্ছে । আবার ছিনতাইয়ের কাজেও ব্যবহার হচ্ছে । এমনকি নিজেরাও ছিনতাইয়ের কবলে পড়ছে  । তবে জনগনের খুব কাছের যান এটি । এখন   ঘরে ঘরে হয়ে গেছে , হয়তো আগামিতে প্রতি পরিবারে জনে জনে হয়ে যাবে  । তবে প্রায় মটর বাইকই কিস্তিতে কেনা । শো রুম থেকে ১০ /২০ হাজার টাকা জমা দিয়েই কিস্তিতে কেনা যায় । আসলেই সত্যি কথা যে , বেশীর ভাগ মটর বাইক রেজি বাদেই পথে চলাচল করছে । কিন্তু এর কারন কি ? আমার মনে হয় রেজি ফি বেশী হয়ে গেছে । বর্তমানে ২০ /৩০ হজার টাকা লাগে রেজি করতে । তারপরও রয়েছে ভোগান্তি । সরকার যদি মনে করে , যারা মটর বাইক মালিক তারা অবস্থা  শালী , সেটা হবে ভুল , কারন এখন জনগনের প্রয়োজনে সহজ  চলাচলে এর চাহিদা বেড়েছে । তার মানে  এই নয় সবাই অবস্থা শালী । এমনকি গোয়ালাও মটর বাইক নিয়ে বাড়ী বাড়ী  গিয়ে দুধ দোয়াচ্ছে । তারপর অনেকে   মটর বাইক শো রুম থেকে কিস্তিতে কিনেছে । কিস্তি শোধ না হওয়া পজন্ত  ,  তারা কোনও ক্রয় কাগজ / পত্র পাচ্ছে না ।  যে জন্য রেজি করতে সমস্যায় পড়েছে । এখন মটর বাইক রাস্তা ঘাঁটে কম চলছে , অন্যদিকে তিন চাকার আন্দোলনে বন্ধ আবার দুই চাকার যান  , মটর বাইকও রেজি বাদে ধরপাকড়ে  পথে বন্ধ। জনগনের পড়েছে উভয় সংকটে । সুতারাং এর রেজি ফি  সরবচ্চ ১০ হাজার টাকা করা উচিত । তাহলে কেউ রেজি বাদে চলবে  বলে মনে হয় না । বর্তমানে দেখা যাচ্ছে , জেলা শহরে একটি মাত্র ব্যাংক ব্রাক ব্যাংকে রেজি ফি জমা নেওয়া হচ্ছে । যাতে জনগন সারা দিন লাইন ধরে আছে রেজি ফি  জমা দেওয়ার জন্য । অথচ দেশে সকল ব্যাংকই অন লাইন , তাহলে কেনও একটি মাত্র শাখাকে নিদ্ধারন করা হয়েছে । তাও আবার জেলা সদরে  কেনও ? পাশাপাশি সরকারের উচিত এই যানবাহনের  রেজি ফি কমানো বলে মনে করি  ।
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ০৪ ঠা আগস্ট, ২০১৫  বিকাল ৩:৩১
০৪ ঠা আগস্ট, ২০১৫  বিকাল ৩:৩১
নিলু বলেছেন: ধন্যবাদ
২|  ০৪ ঠা আগস্ট, ২০১৫  সকাল ১১:৪৪
০৪ ঠা আগস্ট, ২০১৫  সকাল ১১:৪৪
জাহিদ নীল বলেছেন: সহমত।
  ০৪ ঠা আগস্ট, ২০১৫  বিকাল ৩:৩১
০৪ ঠা আগস্ট, ২০১৫  বিকাল ৩:৩১
নিলু বলেছেন: ধন্যবাদ
৩|  ০৪ ঠা আগস্ট, ২০১৫  দুপুর ১২:৩৩
০৪ ঠা আগস্ট, ২০১৫  দুপুর ১২:৩৩
প্রামানিক বলেছেন: সহমত
  ০৪ ঠা আগস্ট, ২০১৫  বিকাল ৩:৩২
০৪ ঠা আগস্ট, ২০১৫  বিকাল ৩:৩২
নিলু বলেছেন: প্রামানিক ভাই ভালো আছেন
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৫  সকাল ১১:২৩
০৪ ঠা আগস্ট, ২০১৫  সকাল ১১:২৩
সুমন কর বলেছেন: সহমত। রেজি ফি কমানো দরকার।