|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
   
 
আজ সকাল বেলায়  একদল মেয়ে বাড়ীর পুকুর ঘাঁটে  বসে বসে গল্প করছে  । সম্ভবত তারা গোছল করবে পুকুরে  । এরকম প্রতিদিনই দেখা যায় ।  বেলা তখন প্রায় ১১ /   ১২ টা  হবে  । গ্রামের মেয়েরা সাধারণত পুকুরেই গোছল করে  ।  তবে  আজকাল গোছল করার মতো পুকুর পাওয়াও দুস্কর  ।   আমি বাড়ী থেকে বের হচ্ছি তখন  দেখি , ঐ মেয়েরা খুব হাসা হাঁসি করছে পুকুর  ঘাঁটে বসে  ।  এর মধ্যে আমার এক বোনও আছে  । তারা ছেলেদের অভ্যাসগুলি নিয়ে কি যেনো  বলছে  , আর হাসছে  ।   আমি তখন তাদের কথা গুলি শোনার চেষ্টা করলাম । ঐ পুকুরে আবার ২ টি বাধানো ঘাঁট  । একটি মেয়েদের জন্য ,  আর একটি ছেলেদের জন্য ব্যাবহার হয় ।  অন্য ঘাঁটে কয়েকজন ছেলেরাও গোছল করছে ।  ওরা আবার ওদের কথা নিয়ে ব্যাস্ত  । তাই মেয়েদের কথা শুনেনি ছেলেরা । আমি তখন মেয়েদের বললাম যে  , তোমরা ছেলেদের নামে কি বদনাম করছও বু  ।  তখন কেউ কেউ  চুপটি মেরে  হাসতে লাগলো ।  আবার কেউবা  ঘোমটা দিয়ে ফেললো ।  এই কথা শুনে ছেলেরা খুব উৎসাহী  হয়ে গেলো এবং তারা তখন ঐ পাড়ের ঘাঁটে থাকা মেয়েদের  বোলতে শুরু করলো তাদের কথা এ  যেন এক বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়ে গেলো  নদীর দুকূলে বসে । ছেলেরা বলছে তোমরা শ্বশুর / শাশুড়ি , ননদ , দেবর সহ অনেক্কেই দেখতে পারোনা ।  অথচ বাপের কুলের  আত্মীয় স্বজনকে ভাল খাতির যত্ন করো ।  আবার কম হলে , দেবর / ননদ / স্বামীর  সাথে খারাপ ব্যাবহার করো ।  তোমরা চেচ কাঁদনি ভালো পারো  , আর চুল ছেঁড়াছিঁড়িতে  । আর সন্দেহ প্রবন মন শুধু  ।  তোমরা  পারো খালি স্কুল গেটে আর পুকুর ঘাটে প্যাচাল পাড়তে । আর একজন ছেলে  বলছে আমার ভাবীর জন্য ভাই  আমার পর হয়ে গেছে ।  সে বাপ / মা ছাড়া আলাদা বাসায় থাকে । তারপর অন্য একজন ছেলে  বলছে  , তোমাদের ১২ হাত শাড়ী ,  তার ১৩ হাত বুদ্ধি । পরে আমি সকলকে পক্ষকেই  থামিয়ে দিলাম  , কাউকেই হার / জিত না করে ।
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ০৫ ই আগস্ট, ২০১৫  দুপুর ১২:৩৯
০৫ ই আগস্ট, ২০১৫  দুপুর ১২:৩৯
নিলু বলেছেন: ধন্যবাদ
২|  ০৫ ই আগস্ট, ২০১৫  রাত ১:২৫
০৫ ই আগস্ট, ২০১৫  রাত ১:২৫
আমি মিন্টু বলেছেন: ছোট মানুষ ভুল করে পোস্টে ডুকে শুধু পড়েছি ভাই কিন্তু ওপরের প্রথম লাল শাড়ী পড়া ছবিতা দিকে তাকাই নাই । 
  ০৫ ই আগস্ট, ২০১৫  দুপুর ১২:৪০
০৫ ই আগস্ট, ২০১৫  দুপুর ১২:৪০
নিলু বলেছেন: দোষ নেই তাকাতে
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৫  রাত ১১:৪৭
০৪ ঠা আগস্ট, ২০১৫  রাত ১১:৪৭
প্রামানিক বলেছেন: তথাস্থ