|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আক্কেলের নৌকা , বেআক্কেলের ঘাঁটে । 
আরও জোরে হাইচো,
জোরছে বলও হাইচো ।
চেতনের নৌকা যায় চলে পাঁশ দিয়া , 
আরও জোরে হাইচো
সবাই বলও হাইচো । 
অন্তর দিয়া বৈঠা মারো
দূরে আছে বলে ঢিল দিওনা 
নইলে মোরা যাবো হেরে । 
আরো জোরে হাইচো, 
তালে তালে মারো বৈঠা ,হাইচো  । 
বেলা যে ,  যায় ডুবে আরও জোরে ,
জোরছে মারো হাইচো 
ভয় নেই যাচ্ছি মোরা এগে ,
জোরছে বলও হাইচো । 
 ভাই সব আগামি বুধবার মরা গাঙ্গের ঐ তালতলা ঘাঁটে নৌকা বাইচ হবে , দেখে এসে লিখবো আবার ।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০  ০৮ ই আগস্ট, ২০১৫  রাত ৯:৩৭
০৮ ই আগস্ট, ২০১৫  রাত ৯:৩৭
নিলু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০১৫  সকাল ৯:৪৭
০৭ ই আগস্ট, ২০১৫  সকাল ৯:৪৭
শায়মা বলেছেন: এই নৌকা বাইচের গানটা আমার কাজে লাগবে! থ্যাংকস আপুনি!প্রিয়তে রাখছি!