|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
   
 
এইসব বিষয়  নিয়ে সমাজে নানা কথা নানা প্রবাদ  প্রচলিত আছে । বিশেষ করে তাদের চলন / বলন বদলে যায় । অনেকে বলেন বুড়া বয়সে মানুসের নাকি বুদ্ধি কমে যায়  , তাই তারা সমাজের বোঝা হয়ে যায়  ।  আবার শোনা  যায় পুরানো চালের ভাতও বাড়ে । আবার শোনা যায় যুবক / যুবতীরাই সকল কর্মের সহায়ক ।  আবার কেউ কেউ বলেন মানুসের জীবনে নাকি  ৪০ বসর  বয়সের জীবনের  মধ্যে , তার  কর্মের  সকল সফলতায়  পৌছে যাবার কথা বা পৌছে যায়  । শুনেছি  তারাই নাকি সার্থক  নারী / পুরুষ  । বাদ / বাকী জীবন নাকি শুখ / সখ বা আনন্দ করার  যথউপোযুক্ত  সময়কাল । 
আবার মানুষের যৌবনকালে  কতো  স্মৃতি জড়িত থাকে , যাকে বলে সৃতি বিজড়িত অতীত । থাকে অনেক পদচারনা  । আবার কখনো  রহস্যময়য় তার অতিত কিংবা অনেক কিছু  সৃষ্টির নমুনা যা যুগে যুগে কালের সাক্ষী হিসাবে বহন করে রাখে   ইতিহাস । সেই মানুষের যখন বাদ্ধক্ক আসে ,  তখন তার একজনের সাহায্য প্রতিনিয়ত নিতে হয় বা দরকার হয় । যদি না পায় তাহলে  তার সকল অতিত  , তার কাছে বোধ হয়  অসহায় মনে হয় বা ভুল বলে মনে হয়  ।  যে জন্য বোধ হয় দেখা যায় অনেক সময় একজন ৭০ বসরের বুড়াকে  , ৩০ বসরের ছুঁড়ীকে জীবন সঙ্গী হিসাবে বেছে নিতে দেখা যায় । তখন আবার কোনও কোনও সময় জাতকুলও মানেনা । 
আবার শোনা যায়  , বুড়া কালেই নাকি স্বামী / স্ত্রীর প্রেম আরও গভীর হয় ।   এটা কি তার লালসার জন্য  , না বাচার জন্য ?  তাহলে কি তারা একে অপরের প্রতি ,  বেশী নির্ভরশীল হয়ে পড়ে   তখন । তাই  কন কনে শীতের মধ্যে যুবক / যুবতিরা ঝাপ দিয়ে পুকুরে গোছল করে  । আর বুড়া / বুড়ীরা পুকুর ঘাঁটে বসে ঝেমে আর দেখে ।  আর অতিত মনে করতে থাকে  শুধু । কোনও কোনও সময় দেখা যায় বুড়া  বয়সে তার ছেলে  / সন্তান , সহায় /  সম্বল থাকা সত্তেও  ,  তার কোনো কিছুর উপরই দখল বা ভোগ করার অধিকার থাকে না । যে  জন্য তাদের কাউকে কাউকে যেতে হয় বৃদ্ধাশ্রমে বা পথে পথে  । এমনকি জীবনও দিতে  হয় । কি জীবন আমাদের , কি আমাদের পরিনতি । সবই রহস্যময় মনে হয় । জানিনা  আমাদের ভাগ্যে কি পরিনতি ? তাই আমাদের জীবনে  , সুখ / শান্তি / দুঃখ / আনন্দ / অর্থ / সম্পদ / ধ্বংস বা পতন  পাশাপাশি বিরাজমান । তাই অনেকে বলে নগদ যা পাউ , হাত পেতে নাও । হয়তো সুযোগ / সময় ,   নাও পাওয়া যেতে পারে ।
 একই  অবস্থা  , নারী এবং পুরুষদের ক্ষেত্রেই হয়ে থাকে  কখনো কখনো । তাই গানেও আছে আইছিলাম ল্যাংটা হয়ে গেলামও ল্যংটা হয়ে । আবার প্রবাদেও  আছে  ,  বুঝবিরে  ফেলি  দিন  গেলী  ।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০  ০৮ ই আগস্ট, ২০১৫  রাত ৯:৩৯
০৮ ই আগস্ট, ২০১৫  রাত ৯:৩৯
নিলু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:১৪
০৭ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:১৪
প্রামানিক বলেছেন: সুন্দর একটা পোষ্ট। ধন্যবাদ।