|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
  
আমরা আমাদের মনের কথাগুলি তুলে ধরতে চাই সমাজে ।  যেগুলি সমাজের ক্ষতিকর বা ভুল  বা সমাজের সুবিধার কথা গুলির পক্ষে / বিপক্ষে  যার যার মতো করে ,  লেখার মাঝে তুলে ধরতে চাই  বোধ হয় । তবে  তা হয় শ্রুতিমধুর ভাষা ব্যাবহারের মাধ্যমে ।  তাই আমরা লেখক পাঠক সবাই মিলে ,  লেখার সাগরে পাল তুলে দেবো মহাসাগর পাড়ি দিতে  ।  সেই  আলোকে  এই ব্লগে  যে  লেখাগুলি এ যাবত প্রকাশ পেয়েছে ,  তার মধ্যে  কতোটি লেখা  বা কতো পার্সেনর্ট লেখা সমাজের  কাজে আসছে  বা এসেছে  ।  এমন লেখা এই ব্লগে  কি পরিমান  প্রকাশ হয়েছে বলে আমরা মনে করতে পারি  কি ?  মনে হয় তা আমাদের মনে নেই কিংবা মনে রাখিনি হয়তো  , বা তার কোনও তত্ত্বও নেই । তা  আমাদের  মনে রাখা দরকার বোধ হয়  ।  খারাপ লেখা বা খারাপ মন্তব্যও ,  সমাজকে খারাপের দিকেই নিয়ে যায় এবং অপপ্রচারও হয় , যা সমাজকে অশান্ত করতে সহায়ক হয় ।  কিংবা কেউ খারাপ লেখা  লিখলে  বা  খারাপ ভাষা  প্রয়োগ করলে, বা অপপ্রচার হিসাবে লিখলে,  পাঠকরা  প্রকাসসে  কিছু  না বললেও  ,  তাদের  সম্পর্কে খারাপ ধারনাই পোষণ করবে  বা করে বোধ হয়  ।  সেই সাথে সারা পৃথিবী ব্যাপী লেখাগুলি নিয়ে নানা সমালোচনা হয় বা  করে  । এমনকি  আমাদের সম্পর্কেও তারা নানা ধারনা করতে পারে ।এমনকি সংঘাতের কারণও হতে পারে কখনো কখনো  ।  সেই সাথে ব্লগের সুনামও  ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকে  ।  তাই ব্লগের অলংকার হচ্ছে ব্লগার ।  আর ব্লগ হচ্ছে মোদের অহংকার  । আর সন্মানিত পাঠক হচ্ছে দর্শক এবং বিচারকও বটে ।  তাই আমাদের লেখালেখির মাঝে যদি  , একটি লাইনের লেখাতেও  যদি যথার্থতা থাকে, তাহলে  সমাজ উপকৃত হতে পারে  ।  যেহেতু  একটি বন্দুকের চেয়ে একটি কলম  নাকি অনেক শক্তিশালী  । তাই আমরা এমন লেখা লিখবো ,  যে লেখাটি যতো  ছোট হউক না কেনও ,  যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত হতে পারে  ।   যেহেতু আমাদের লেখাগুলি থেকে যাবে যুগে যুগে ,  আর তার থেকে ভবিষ্যৎ প্রজন্ম  গড়তে পারে নুতন  উন্নত সমাজ কিংবা ভালো /  মন্দের দিক নির্দেশনা  ।  তাই আমাদের তাদের অনেক  দূর  নিয়ে  যাওয়ার পথগুলি  দেখিয়ে যেতে  হবে  ।  অন্নদিকে  ব্লগ  পরিচালনা  কারিদেরও নিরেপেক্ষ হতে হবে এবং ব্লগের পরিবেশও তৈরি করতে হবে লেখার জন্য এবং বিচক্ষণ  হতে হবে বা লেখালিখির জন্যই ব্লগ খুলতে হবে এবং কাউকে আশ্রয় / প্রচ্চয় দেওয়ার জন্য নয় ।  ভালো /  মন্দের  লেখার জন্য সন্মানিত পাঠক গণই উৎসাহিত বা নিরুৎসাহিত করবেন ।   এবং আমার মনে হয়  , আমরা যদি এই লেখার মাঝে  সমাজের ভালো  / মন্দ / চাহিদার  দিক গুলি  তুলে ধরতে পারি  ।  তাহলে আমাদের দেশ ও জাতীর সার্বিক উন্নয়নের  লক্ষে  পৌছাতে  সহায়ক  হবে বলে  মনে হয় ।
 ৩ টি
    	৩ টি    	 +১/-০
    	+১/-০২|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১:৩০
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১:৩০
নিলু বলেছেন: ধন্যবাদ
৩|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১:৩০
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫  দুপুর ১:৩০
নিলু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৩৯
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫  রাত ১১:৩৯
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: যথেষ্ট বলেচেন