|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
   
 
দেশে বন্ধ্যা নারী / পুরুষের  সংখ্যা কতো জানিনা । তবে কম নয় মনে হয় । এই  বন্ধ্যা নারী / পুরুষ কখন কিভাবে  নিরূপণ করা যায় বা হয় তা নিয়েই আজকের লেখা । আমি / আপনি কিভাবে বুঝবো যে ,  সে বা তিনি বন্ধ্যা । আবার এই বন্ধ্যাদের   ভবিষ্যৎ কি ? কি তাদের জীবন প্রণালী  বা সামাজিকভাবে তাদের মূল্যায়ন কি ? কেউ এসব নিয়ে মাথা ঘামিয়েছে কিনা বা ঘামায় কিনা  জানিনা । কিন্তু তারাও তো মানুষ । খেয়াল করে দেখবেন একজন নারী / পুরুষ বিয়ে হবার পর এর প্রমান পাওয়া যায় যে সে বা তিনি বন্ধ্যা ।  তার আগে কিন্তু প্রমান করার কোনও সুযোগ আছে বলে মনে হয় না । একজন নারী বিয়ের পর যদি সন্তান ধারন করতে না পারে তাহলে কিন্তু তার স্বামীর সংসারে টিকে থাকা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে । হয় তালাক প্রাপ্ত হতে হয় কিংবা সতীনের সাথে সংসার করতে হয় কিংবা অহ্নের সন্তান নিয়ে এসে লালন পালন করতে হয় । আবার এই অহ্নের সন্তান আনতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয় । কিংবা লালন পালন করেও পরে নানা সমস্যার সৃষ্টি হয় । অথচ একজন পুরুষ যদি বন্ধ্যা হয় ।  তাকে সমাজ ততো অবহেলা করে না এমনকি তার এই বন্ধাত্তর কথা সমাজে প্রকাশও কম পায় । এক্ষেত্রে তার স্ত্রী সন্তান ধারন ক্ষমতা থাকা সর্তেও তার সন্তান গ্রহন করার কোনও সুযোগ থাকে না । তবুও তাকে ওই সংসার করে যেতে হয় কখনো কখনো । এসবই  সৃষ্টির রহস্য । তাই বন্ধ্যাদের উপেক্ষা করা বা সমাজে তিরস্কার করা অনুচিত । কারন তারাও মানুষ এবং স্রষ্টার সৃষ্টি । আসল কথা আমরা মানুষ  দুনিয়ায় নানা  ভাবে নানা আক্রিতে জন্ম গ্রহন করেছি । আবার সুস্থভাবে জন্ম গ্রহন করেও , চলমান সুস্থ আনন্দদায়ক জীবন হটাত করে নিরানন্দ হয়ে যেতে পারে । যা আমাদের সকল আশা / ভরসা / আনন্দ  নিঃশেষ হয়ে যেতে পারে এক সেকেন্ডের মধ্যে । সুতারাং ভাগ্যে  আমাদের কি আছে বলা মুশকিল ?  তবুও আমরা বাচতে চাই অনেক কিছুর অনিচ্চিত চাওয়া  / পাওয়া নিয়ে । তাই বেশী আশা করাও নাকি ঠিক নয় ।
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ২০ শে অক্টোবর, ২০১৫  সকাল ৮:২১
২০ শে অক্টোবর, ২০১৫  সকাল ৮:২১
নিলু বলেছেন: ধন্যবাদ ভাই
২|  ২০ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৮
২০ শে অক্টোবর, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৮
অবনি মণি বলেছেন: বাঁচতে চাই !
  ২০ শে অক্টোবর, ২০১৫  রাত ৮:৫৯
২০ শে অক্টোবর, ২০১৫  রাত ৮:৫৯
নিলু বলেছেন: চেষ্টা করুন
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:২৫
১৯ শে অক্টোবর, ২০১৫  রাত ৯:২৫
প্রামানিক বলেছেন: সুন্দর একটি পোষ্ট। ধন্যবাদ