![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছু গান সময় পেলেই শুনতে চাই ।তবে আমি গান শুনতে বেশী পছন্দ করি ভ্রমন পথে । তাতে সময়টা দ্রুত কেটে যায় ।যে গানগুলি শুনতে ভালো লাগে যদিও অনেক গানই পছন্দের। তবে বাংলা গানই বেশী পছন্দের যেমন, ==== শুখের দিনগুলি দুরে চলে যায়===, । অন্যটি হলো=== পৃথিবীটা মজার সংখা,== একে গুন করো ==, আর ভাগ করো ==, ভাগফল তার শুন্য======। অনেকদিন ধরেই গানগুলি শুনি । আমরা জীবনে কেউ কেউ প্রেম করি আবার প্রেম করে বিয়ে করি কিংবা প্রেম করেও বিয়ে হয় না নানা কারনে । আবার প্রেমে বার্থ হয়ে কখনো কখনো কেউ পাগল হয়ে যায় । তাতে তার জীবনটাই নষ্ট হয়ে যায় । কেউ আবার প্রতিশোধের আগুনে জলতে থাকে জীবন ভর। কেউ আবার আজীবন বিয়েই করে না। এযেন এক মজার ভবের জগত । কি দিয়ে কখন কি হচ্ছে তা বোঝা মুশকিল ,। কেউ হয়তো বলবে পরিকল্পিত জীবন গড়ে তুললে শুখের জীবন যাপন সম্ভব । আসলে কি কথাটি সবসময় সঠিক ? আমি দেখেছি কখনো কখনো পরিকল্পিত জীবন যাপন হটাত করে ভেঙে খান খান হয়ে গেছে বা যাচ্ছে হটাত করেই । যা কোনদিন চিন্তাই করা যাইনি । তারপরও আমরা চলছি দ্রুতমান গতিতে নানা কিছুর সন্ধানে । আমাদের চলার গতি দিন দিন জেনো বেঁড়েই যাচ্ছে । যা থামানো যেনও অসম্ভব হয়ে পড়েছে । কিন্তু প্রকিতির নিয়মের আকর্ষিক এক ব্রেকে থেমে যাচ্ছে আমাদের দ্রুতগতি । তাই কখনো কখনো হটাত করেই থেমে যাচ্ছে আমাদের জীবনের ঘূর্ণমান গতি ।
©somewhere in net ltd.