![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেয়াল করে দেখেছেন কিনা জানিনা তবে আমি প্রায়ই দেখি চলার পথে । তাহলো গাজীপুরের চন্দ্রা থেকে যমুনা সেতুর দিকে যাওয়ার রাস্তায় কালিয়াকৈর সেতু পার হয়ে রাস্তার পার্শে অনেকগুলি টিনের ঘর যা সারি সারি অনেকগুলি ঘর একসাথে । প্রথম দিকে ভেবেছিলাম যে ঐ ঘরগুলি বোধ হয় মুরগীর ঘর কিংবা ছোট ছোট তাঁত শিল্প । এখন দেখি ঘরগুলি অযত্নে ব্যাবহার না হওয়ার কারনে ভেঙ্গে চুরে গেছে । তাই ভিতরটা এখন দেখা যায় । তাতে এখন মনে হয় ঘরগুলি কোনদিনই ব্যাবহার করা হয়নি বা ব্যাবহারের জন্য তৈরি হয়নি । যাত্রা পথে কোচ এর মধ্যে অনেকের মন্তব্য যে একটি বিশেষ কারনে ঘরগুলি নির্মিত হয়েছে । কারণটি কি কেউ বলতে পারেন ?
©somewhere in net ltd.