![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শয়তান প্রজাতির বিশেষ সভা বসেছে ।
'প্রাইম লিডার' বৃদ্ধ হয়ে গেছে তাই নতুন কাউকে নির্বাচন করা হবে । তাই এই বিশেষ সভা ! সারা দেশ জুড়ে যত শয়তান আছে, একেবারে তৃনমূল থেকে টপ লিডাররা সবাই এসেছে ! 'প্রাইম লিডার' পদ বলে কথা ! প্রার্থীর অভাব নেই । এ বলছে আমি হব, ও বলছে আমি হব, চিৎকার চেঁচামেচি করে একাকার । কেউ ছাড় দিতে নারাজ । তখন মুখ খুলল শয়তান প্রজাতির বৃদ্ধ 'প্রাইম লিডার' । বলল, 'এভাবে আমি কাউকে ক্ষমতা হস্তান্তর করতে পারব না । যারা এই পদ চাও তাঁদের পরীক্ষা দিতে হবে' ।
'আমি দেখব, শয়তানি'তে কে কত পাঁকা । মানুষ'কে যে বেশি ধোঁকা দিতে পারবে, তাঁদের মাঝে ঝগড়া-ফ্যাসাদ সৃষ্টি করতে পারবে তাঁকেই আমি পরবর্তী 'প্রাইম লিডার' ঘোষণা করব' । প্রার্থীরা খুব খুশি মনে রাজি । তাঁরা মানুষের রূপ ধরে বেরিয়ে পড়ল ।
শয়তান প্রজাতির প্রাইম লিডার পদ প্রার্থীদের একজন গুলিস্তানে গিয়ে একটি বাসে উঠে পড়ল । ইচ্ছে, পকেট মেরে মারামারি লাগানো ! এটি যে সময়কার কথা সেই সময় বংগ দেশেও নির্বাচনি হাওয়া এসে চায়ের কাপে কিছু ধুলো ছিটিয়ে দিয়ে আপনমনে উত্তর হতে দক্ষিনে বইছে । সারা দেশ চরম অশান্ত । নির্বাচন নিয়ে চরম বিরোধ চলছে । হরতাল, অবরোধ, আন্দোলন চলছে । এক কথায় চরম অরাজকতা ! কনকনে শীতের মাঝেও সেকি উস্নতা !
সেদিন ও সারাদেশে হরতাল চলছিল । কিন্তু সেই শয়তান সেটি ভুলে গিয়েছিল । বাস চলছে । হঠাৎ করে বাস'টি একটি রাজনৈতিক দলের মিছিলের সামনে পড়ে গেল ! কোনো কথা নেই মিছিলকারীরা বাস'টিকে মুহুর্তেই ভাংচুর করে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিল ! ঘটনার আকস্মিকতায় যাত্রীরা বের হতে না পেরে পঞ্চাশজন অগ্নিদগ্ধ হল এবং দু'জন পুড়ে ছাই !
ওই অগ্নিদগ্ধ পঞ্চাশজনের একজন হল সেই 'শয়তান' ! সে এই হট্টগোলের মধ্যে সাই করে একজন যাত্রীর শরীরে ঢুকে মিশে যায় । কিন্তু ঘটনার আকস্মিকতায় বেচারা ওই 'শয়তান' মানুষটির ভিতর থেকে বের হতে পারেনি । তাই পালাতেও পারেনি ! পকেট মেরে যাত্রীদের মাঝে মারামারি লাগানো দুরের কথা, নিজের জান নিয়েই টানাটানি । সেখান থেকে উদ্ধার এর পর তার স্থান হল সরাসরি পিজি হসপিটাল এর আই.সি.ইউ তে ! দু'দিন পর 'মানুষরুপি শয়তান' মারা গেল । ফাঁক পেয়ে 'শয়তান' চম্পট । এক দৌড়ে সোজা বুড়ো 'প্রাইম লিডার' এর অফিস !
বৃদ্ধ লিডার বসে বসে ছঁক আঁকছিল । বিদায়ের আগে বেশ বড়সড় একটি ঝামেলা পাকাতে হবে । তাই সে বসে বসে চিন্তা করছিল, কোন দিক থেকে মোক্ষম চাল দিলে 'ইরান-আমেরিকা'র মধ্যে যুদ্ধটি লাগানো সহজ হবে ! আহ, যুদ্ধটি লাগিয়ে দিতে পারলে বিদায়ের আগে একটি চরম পাওয়া হবে ! আপনমনে বলছে বৃদ্ধ লিডার । সেখান থেকে মুখ তুলে তাকালো । বলল, 'খবর বল ।'
শয়তান প্রজাতির বর্তমান বৃদ্ধ প্রাইম লিডার এবং প্রার্থী শয়তানের মধ্যে কথোপকথন এর চুম্বকিয় অংশঃ
- (প্রার্থি ) জনাব আমার 'শয়তান প্রজাতির প্রাইম লিডার' হবার খায়েশ মিটে গেছে ! আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি ।
- কেন, কি হল ? বৃদ্ধ লিডার বলল ।
- নেতা'জি আর বলবেন না ! আমাদের শয়তান সম্প্রদায় বোধহয় আর টিকবে না ! হায় হায় রে ! এ কি দেখলাম আমি ?
- বৃদ্ধ লিডার উত্তেজিত হয়ে বলল, 'কি বলছ এসব ? ঝেড়ে কাশ' ।
- শুনুন তবে, আমরা জাতে শয়তান, হারামি । কিন্তু আমরা হারামিপনার কিছুই জানিনা যতটুকু মানুষ মানে ওই বাংগালী জাতি জানে । এখন আমাদের চাইতে বড় শয়তান আর হারামি হচ্ছে মানুষের প্রজাতি ওই বাংগালীরা । নিজেরাই নিজেদের কে মারছে, অবলীলায় । একটি বাসে উঠেছি ওদের মধ্যে ঝগড়া লাগাবো বলে, দেখি কোথা থেকে যেন একটি মিছিল এলো এবং কোনো দিকে ভ্রুক্ষেপ না করে মিছিলকারীরা মানুষে বোঝাই গাড়িটিতে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে দিল ! আহা ! আমি যে মানুষটির শরীরে ঢুকেছিলাম সে বেচারী মারা যাবার পর আবার স্বরূপ নিয়ে দিয়েছি দৌড় ! কোন দয়া-মায়া নেই ওদের মাঝে ! শুনেছি মানুষের নাকি 'বিবেক' বলে কি যেন আছে ? যেটি দিয়ে ওরা ভাল-মন্দের বিচার করে সেটির উপস্থিতি তো ওদের মাঝে দেখলাম না ? তো, সেই মানুষের সাথে আমরা কি 'শয়তানী' করব ? ওরা নিজেরাই তো 'মহা শয়তান' ।
- বল কি ? ঠিক বলছ তো ?
- একশভাগ সত্য বলছি জনাব ! বিশ্বাস না করলে নিজে গিয়ে একবার দেখে আসুন কি অবস্থার সৃষ্টি করেছে তাঁরা । "বাংলাদেশী'রা" কত মহান জাতি ছিল অথচ আজ তাঁদের একি অবস্থা ! 'শয়তান' হয়েও আমার লজ্জা লাগছে ওদের জন্য । আর ওরা মানুষ হয়েও লজ্জা খেয়ে ফেলেছে । গুটিকয়েক মানুষ ক্ষমতার লোভে অন্ধ হয়ে পুরো দেশটিকে নরক বানিয়ে ফেলেছে । রাজপথে মানুষ মরছে কিন্তু কোন বিচার নেই ! চারিদিক অরাজকতা, হানাহানি, মারামারি এ এক বিষম অবস্থা । দেশের প্রতি মায়া নেই, একজন অন্যজনের প্রতি মায়া নেই । আর মায়া'ই যদি না থাকে তবে আমার কাজ কি ? মায়া থাকলে না হয় আমার কাজ থাকতো । আমি চেষ্টা করতাম মায়া কাটাতে ! আমার যেটা কাজ । এখন আমার কাজ ওরা নিজেরাই করছে প্রতিনিয়ত । আমার তবে কি কাজ ? আমায় ক্ষমা করুন, আমি শয়তান প্রজাতির 'প্রাইম লিডার' হতে চাই না জনাব ।
বৃদ্ধ 'প্রাইম লিডার' উদাস ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বসল । আপনমনেই বলতে লাগলো, 'এই মানুষ একটি অদ্ভুত প্রজাতি ! স্বার্থের জন্য এরা নিজেরা নিজেদের ধ্বংশ করতে একটুও দ্বিধাবোধ করে না । অথচ আমরা 'শয়তান' হয়েও এক শয়তান কখনও অন্য এক শয়তানের এতটুকু ক্ষতি করি না । কত আজব এই মানুষ বিশেষ করে এই বাংগালী জাতি'
©somewhere in net ltd.