![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রিগুলো সূদীর্ঘ; এক-একটি
এক আলোকবর্ষ সমান
দিনের দেখা পাই না ।
একটি- দু'টি- তিনটি আহারে;
এমনি করেই ভরেছিলাম ফ্লাওয়ার ভাস
শিশির মাখানো তাঁজা ফুলে !
প্রহরগুলো নিকোটিনে নিষিক্ত
পাঁপড়ি গুলো ছটফট করে
বোধি, কাঁদছে আমার ফুলগুলো-
নিষ্ঠুরামধুর জান্তব যন্ত্রনায় !
প্রভু- অঞ্জলিতে কৃপণতা ছিল না
তবে কেন ?
না হয় এবার মুক্তি দাও
চিকের আড়ালে আর কত হাসবে ?
আমি ক্লান্ত হে-
তোমার সাজানো মঞ্চে আমি বড্ড ক্লান্ত
এবার না হয় সাঙ্গ কর;
যাত্রাপালা !
© নীল প্রলয় নিপু
©somewhere in net ltd.