![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চক্রাকারে ঘুরতে থাকা ধূর্ত বাঁজ
হঠাৎ ছোঁ মারে মা মূরগী'র বুকে
দেখে, বড় ভাল লাগে আমার !
পেট্রলবোমা রংচটা বাস লাল রঙ্গে রাঙ্গায়
তপ্ত দ্বি-প্রহরে জ্যামে ক্লান্ত-শ্রান্ত আবু-
ক্লান্তি নিয়েই যাত্রা করে মহা যাত্রায়
দেখে, বড় ভাল লাগে আমার !
সুনামি'র আগ্রাসী ছোবলে ক্লান্ত দক্ষিণ
লাশে লাশে ভারাক্রান্ত উপকূল কাঁদে
দেখে, বড় ভাল লাগে আমার !
গ্যাং রেপড হয়ে নিরব-নিথর সংবিধান
বাতাসে বাতাসে হাহাকার আর দীর্ঘনিঃশ্বাস
সিংহাসন টল-টলায়মান দুই ঘসেটি'র থাবায়
দেখে, বড় ভাল লাগে আমার !
কে যেন কইছে ফিসফিসিয়ে; কানে কানে-
এ জনমে আর তোর মানুষ হওয়া হল না
শুনে, বড় ভাল লাগে আমার ।
সত্যিই বটে- আমার মানুষ হওয়া হল না !
© নীল প্রলয় নিপু
২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
প্রলয় নীল বলেছেন: জ্বী, খুব ভাল লাগছে আপনার মন্তব্য পড়ে । শুভেচ্ছা জানবেন ।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫
নিলু বলেছেন: ভালো , লিখে যান