![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চিত জেনো-
ইংল্যান্ডেশ্বরীর আসমান নয়
আমার মনের চাওয়া
যার পরিচয়- হঠাৎ বৃষ্টি !
শুধু তোমার জন্য আমি-
রাত্রির সমস্ত আঁধার
শুষে নেব দু'ঠোঁটে; আশ্লেষে ।
শুনে তুমি বলেছিলে-
'এই শোন, রৌদ্র ঝলমল করা
সমস্ত একটি দিন দেবে আমায়' ?
প্রশ্ন করেছিলাম, কেন ?
তুমি বলেছিলে-
তোমার আঁধারে ভরা উঠোন
আমি আলোয় আলোয় ভরিয়ে দেব' !
আমি শুধু হেসেছিলাম সেদিন
কেন জানো ?
পাকা মঞ্চাভিনেতার ভূমিকা নিয়েও
তুমি লুকোতে পারোনি এতটুকুন-
ছিল যা তোমার চোখে লিখা
সুস্পষ্ট প্রকাশও ছিল কথা বলার ঢঙ্গে-
সর্বনাশ !
© নীল প্রলয় নিপু
২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৫
প্রলয় নীল বলেছেন: জ্বী, চেষ্টা করব । শুভেচ্ছা জানবেন । ভাল লাগল মন্তব্য ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
নিলু বলেছেন: লিখে যান