![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা বোধহয় জানো না-
আমি মানুষ রুপি একটি খচ্চর !
খি খি খি- শুনলে আমার হাসিটা ?
আচ্ছা, কেমন শোনালো বলতো ?
সেই শেয়ালের হাসির মত না-
যে একটি বাচ্চাকেই বারবার দেখিয়ে
ধোঁকা দিয়েছিল মা কুমির কে ?
ডরে, তোমরা না বললেও; জানি আমি ।
কৌতুহল হয়না জানতে-
আসলেই আমি কে ?
শোন- আমি তোমাদের কথিত সভ্যতার
এক বাস্তব প্রতিচ্ছবি !
আমাকে চিনে রাখো, জেনে রাখো
আমায় গিরগিটি ও বলতে পারো
বিনা বাঁধায়, বিনা দ্বিধায় ।
কখনো দেখবে ভাটায়- কখনো জোয়ারে
কখনো ধর্ম, কখনো সংখ্যালঘু খি খি খি !
মুখোশ চেনো মুখোশ ?
আমি তোমাদের 'গ্রহণতন্ত্রের'-
মুখোশ আঁটা নষ্ট এক পুঁজিবাদী শুয়োর ।
© নীল প্রলয় নিপু
২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩
প্রলয় নীল বলেছেন: জেনে ভাল লাগলো । শুভেচ্ছা জানবেন দাদা ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১
হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।