নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যৎসামান্য কবি যার কাছে মৃত্যু হলো অপূর্ব একটি কবিতা।

প্রলয় নীল

লেখক/কবি

প্রলয় নীল › বিস্তারিত পোস্টঃ

তবে কি আমরা ভেবে নেবো- বাংলা সাহিত্য চটিগল্পের প্রভাব অনস্বীকার্য

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬

এটাই তবে 'বদলে যাও বদলে দাও' স্লোগানের মূল কথা ? অল্প কিছুদিন আগে 'প্রথম আলো' পত্রিকা 'সাইয়েদ জামাল নামের' এক কবিকে তার লিখিত 'কায়কাউসের ছেলে' গ্রন্থের জন্য 'জিবনানন্দ দাশ' সাহিত্য পুরস্কার দিয়েছে ! পুরস্কার দেয়া নিয়ে আমার কোনো অভিযোগ নেই । অভিযোগ, কিসের উপর ভিত্তি করে কাকে দেয়া হয়েছে সেটি নিয়ে ।

সাইয়েদ জামাল এর সেই লেখা ভদ্রঘরের শিক্ষিত কোনো শুভ বুদ্ধিসম্পন্ন ব্যাক্তি পড়বেন কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে । আমার জিজ্ঞাসা হল, উক্ত ব্যাক্তির লেখা সেই চটিগল্পকে পুরস্কার দিয়ে প্রথম আলো কি বাংলা সাহিত্যে চটিগল্পের নোংরা ধারাকে বৈধতা দিল ? বাংলা সাহিত্য কি তবে চরম দূর্দশায় পড়েছে ? বাংলা সাহিত্যে কি তবে ভাল লেখার প্রচন্ড অভাব ?

প্রথম আলো পত্রিকা জন্মলগ্ন থেকেই বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে কুখ্যাত নাম ধারণ করেছে । সর্বশেষ এই পুরস্কার দিয়ে নষ্টধারার এই সাংবাদিক গোষ্ঠি মুলত মহাণ কবি 'জীবনানন্দ দাশ'কে এতটাই ছোট করেছে যার কোনো প্রায়শ্চিত্ত নেই ! তাই আসুন প্রথম আলো পত্রিকা কে আমরা একযোগে বর্জন করি ।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদের বদলে যাওয়া তো এমনই!!!!!

ভন্ডের কাছ থেকে ভাল পাওয়া না। শাস্ত্রের বিধান।

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২

প্রলয় নীল বলেছেন: লেখক বলেছেন: বটে । শাস্ত্রের বিধাণ তো খন্ডান যায় না । তাই এদের চরিত্র ও বোধকরি বদলাবে না ।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৬

খেলাঘর বলেছেন:


প্রথম আলো পড়া বাদ দেন, ঠিক হয়ে যাবে।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৪

প্রলয় নীল বলেছেন: আমি একা বাদ দিলে তো হবে না ভাই , সবাইকে একযোগে বাদ দিতে হবে ।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আচ্ছা ভাই, তার বইটি তো বোধ হয় এখনো প্রকাশিত হয় নি। তাহলে এই লেখাগুলোর সূত্র কি?

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৮

প্রলয় নীল বলেছেন: ভাই , লিখার লিঙ্ক আছে । আমি লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি । বাস্তবতা প্রমাণে ।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: লেখা পড়ে ভালো লাগলো

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ ভাই ।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৫

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: সব নাস্তিকতারর ফল! মুসলিম দেশ হলে এরকম হতে পারতোনা।

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

প্রলয় নীল বলেছেন: সহমত ভাই ।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

প্রলয় নীল বলেছেন: Click This Link

এই গিয়ে তার লিখা দেখতে পারেন ।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

আবু শাকিল বলেছেন: প্রথম আলু তাহাকে হিট খাওয়াইল =p~ =p~

২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

প্রলয় নীল বলেছেন: প্রথম আলু হিট-ই খাওয়াইছে ভাই ! যথার্থ বলেছেন ভাই । :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.