![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওহে চাঁদ-
বড় আঁধার এই পৃথিবী পরে !
ক্ষণিকের জন্যে দেবে কি ধার আমায়-
তোমার কোমলতা একটুখানি ?
আমি পথ দেখি না- চলতে পারি না
ঝলসে দেয়া বিষম আলোয়
পৃথিবী'র পথে পথে !
ফিরিয়ে দেবো কড়ায়-গন্ডায়
খুব করে ভালবেসে; দিচ্ছি কথা ।
© নীল প্রলয় নিপু
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৫
প্রলয় নীল বলেছেন: হ্যাঁ ভাই, শুভেচ্ছা তোমাকেও ।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪
এম মিজান রহমান বলেছেন: হুম ।।এটা ত আগে জানি না ।।শুভেচ্ছা রইলো ।।