![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি সর্বভুক
দেশী প্রজাতির কালো কুকুর ।
যাহাই পাই তাহাই খাই
বিশ্বাস হয়না আপনার হুজুর ?
জন্মভূমি'কে খাই বিনা দ্বিধায়;
বিনা বাঁধায় মজা করে ।
জন মনের বিরাট আশ
গণতন্ত্র নামের একটি সুবাস
সর্বদা খাই থাকিনা উপাস
ফেলুক-গে সবাই দীর্ঘনিঃশ্বাস !
ভালো মানুষ খাই,ভালবাসা খাই-
ভাল মন ও খাই
চেঁটেপুটে যতটুকুই পাই
নষ্ট করিনা একটুও ভাই ।
বিশ্বাস কে খাই তারিয়ে তারিয়ে
বসে আরাম করে,
তোমরা বৃথাই বেড়াও খুঁজে
এদিক সেদিক কষ্ট করে !
ভালবাসা ?
সেতো এক টুকরো মাংস খন্ড
আমার কাছে !
চিবিয়ে চিবিয়ে ঝাঁজড়া করার
ধারালো দাঁত আমার আছে ।
মন কি জিনিস, জানিনা-চিনিনা
সেটা নিয়ে ভাবিও না
লাভ কি আমার ভেবে বৃথাই
সেটিতো আমার স্বার্থ না !
শোন সবে,আসলে আমি মানুষই ছিলাম
তোমাদেরই মত
নষ্ট সবেরা নষ্ট করেছ
কুকুর বানিয়েছ নিজ স্বার্থ মত
তোমরাই বল লজ্জা কিসের আমার
বলতে নিজেকে কুকুর
তোমরা ও সবে নষ্ট কুকুর
বলে- আমি ফেলি তৃপ্তির ঢেঁকুর !
© নীল প্রলয় নিপু
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
প্রলয় নীল বলেছেন: জ্বি দাদা, কিছুটা বটে | তবে রিয়েলিটি !!
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কঠিন কবিতা ।