নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যৎসামান্য কবি যার কাছে মৃত্যু হলো অপূর্ব একটি কবিতা।

প্রলয় নীল

লেখক/কবি

প্রলয় নীল › বিস্তারিত পোস্টঃ

মানুষ

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮

ওই মানুষটিকে দেখুন-
উনি এই হাসপাতালের বারান্দার মেঝেতে শুয়ে
রোজ রাতে নিখাঁদ বেদনার গান করেন।
আপনি হয়তো তাঁকে চিনতে পারছেন না
আসলে সে আপনারই রাজ্যের সেই 'ভাগ্যবান' প্রজা
যার উঠোনে একদিন আপনি চোখ ভরা জল নিয়ে
ভিক্ষা চেয়ে বাড়িয়েছিলেন নির্লজ্জ দুটি হাত আর হ্যাঁ-
আপনার মাথাটি তখন বিনয়ে নত হয়েছিল
সে কিন্তু ফেরায়নি; ভিক্ষা দিয়েছিল আপনাকে।
মূলত তাঁর একটাই অপরাধ
যেটি বর্তমানে সে আক্ষেপ করে বারবার বলে
আর লুকিয়ে একটুখানি কাঁদেও- আসলে তাঁর লজ্জা একটু বেশিই।
তাঁর করা সেই ভয়ঙ্কর অপরাধটি কি আপনি জানেন?
'সর্বদাই সে মানুষকে মানুষই ভাবত; সে সবাইকে মানুষই ভাবত'।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

মাকড়সাঁ বলেছেন: সর্বদাই সে মানুষকে মানুষই ভাবত

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

প্রলয় নীল বলেছেন: শুভেচ্ছা জানবেন।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা।

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

প্রলয় নীল বলেছেন: আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

কাজী মেহেদী হাসান। বলেছেন: দুর্দান্ত, আপনাকে দেখে আমার হিংসে হচ্ছে খুব। কি করে এত ভালো লিখেন।

সামু'তে পড়া এ যাবতকালের সবচেয়ে ধারালো লেখাগুলো পড়ছি। অভিভুত

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯

প্রলয় নীল বলেছেন: হিংসে করবেন না ভাই! হা হা হা! আমি ভিষন কৃতজ্ঞ ভাই। আপনার মন্তব্য পড়ে বুক ভরে গেল। দোয়া করবেন আমার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইলো। ভাল থাকুন খুব করে।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

জনম দাসী বলেছেন: তেমনি এক অপরাধ আমারও ... আমি মানুষ কে মানুষই ভেবে গেছি,

আপনার প্রতিটি লেখাই বিষাদ আর যেন প্রাশ্চিতের কোন আভাস, অথবা হতে পারে... মানুষ কে মানুষ করার জন্য এই বার্তা ...

ভাল থাকুন সব সময়,

১৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৬

প্রলয় নীল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি কিছুটা ঠিকই বলেছেন, আমার বেশিরভাগ লেখায় রাজত্ব করে বিষাদ। কেন, তা জানিনা। কিন্তু তো অবশ্যই আছে। প্রায়শ্চিত্ত ঠিক পুরোপুরি নয় তবে বার্তা আছে। যদি লক্ষ্যে পৌঁছয় তবেই স্বার্থকতা কিন্তু ভয় শুধু একটি জায়গায়- 'মানুষগুলো অন্যরকম'!

ভাল থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.