![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই লেখাটি নিজের অজান্তেই একটু আগে রিমুভ গ্যাছে! লেখাটি আমার খুব প্রিয় কিছু লেখার মধ্যে একটি তাই রিপোষ্ট করলাম। পূর্বে যারা মন্তব্য করেছিলেন তাদের প্রতি- সরি বন্ধুগণ!
----------------
আমি ইদানিং গান শোনা ছেড়ে দিয়েছি পাখিদের
বরং ওদের মৃত্যু আমার ভাল লাগে
আর তা যদি হয় একটু শৈল্পিক ধাঁচে-
এই ধরুন পাকা হাতে টানা ট্রিগার থেকে ছুটে আসা
শীতল অথচ উষ্ণতায় মোড়ানো চমকানো চকিত মৃত্যু অথবা-
ধারালো রাম'দা দিয়ে ঘুরিয়ে-ঘুরিয়ে সুন্দর করে
জবাই করে মৃত্যু
আহ্! তবে তো কথাই নেই- আমি রাষ্ট্রের সর্বচ্চো মর্গ জুড়ে-
মৃত ফুল'দের নিয়ে মিছিল করার আদেশ দিই।
কিন্তু যখনই রাত্রে শোবার আগে গ্লাসে আমি দু'পেগ ব্র্যান্ডি ঢালি,
ঠিক তখনই আমার কানে ছোট্ট একটি শিশু রিনরিনে কন্ঠে বলে-
'বাবা, ও বাবা জানো- আমার ময়নাটা না মরে গেছে'!
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৭
প্রলয় নীল বলেছেন: মরে গেছে!
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
জনম দাসী বলেছেন: বাবা, ও বাবা, জানো আমার ময়নাটা মরে গেছে।।