![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্বপুরুষের জমাকৃত পাপ
তেতাল্লিশটি মুখোশ
এক বোতল রেড ওয়াইন আর-
দশটি বাঁদুরের পচে যাওয়া রক্ত
একত্রে মেশানোর পর;
শয়তানের মন্দিরে প্রার্থনা চলে
পাত্রটি ঘিরে।
আঠারো'শ পঁচিশ দিন ধরে প্রার্থনার পর
সে পাত্রে একটি আত্মার জন্ম হয়;
যার এক হাতে থাকে রাষ্ট্র;
অন্য হাতে রাষ্ট্রের রক্তাক্ত মানচিত্র দেখে-
তার সামনে হাত পেতে বসে থাকে
আঠারো কোটি কুনো ব্যাঙ।
১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯
প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৫
প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা জানবেন।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
আসলে আমরা ছিলাম রাজকুমার, দুস্টরা শাপ দিয়ে কুনো ব্যাং বানায়েছে
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
প্রলয় নীল বলেছেন: ভাই,
আমরা রাজকুমার ছিলাম কিনা তা জানিনা। তবে এটুকু জানি, আমরা সত্যিই মানুষ ছিলাম। ওরা যাদের আজ কুনো ব্যাঙ বানিয়ে রেখেছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখছেন ।