![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জমিয়ে কুয়াশা পড়েছে। মাঝে মাঝে মনে হচ্ছে ইলশেগুঁড়ি বৃষ্টি। মাথার চুল ভিঁজে একাকার। গাছের পাতায় জমে থাকা শিশির ফোঁটায় ফোঁটায় টুপটাপ করে মাটিতে পড়ছে। প্রকৃতির এমন অপার্থিব আয়োজনে নিজেকে বড় তুচ্ছ মনে হয়। মন বারবার বলে, এত সুন্দর কেন! এই সুন্দরের মায়া একদিন ছাড়তে হবে। কি করে সইবো সে কষ্ট? আমি উত্তর খুঁজে পাই না। নীলা নিজ থেকেই গাইতে শুরু করলো ।
'মোর ঘুমো ঘোরে এলে মনোহর
নমঃ নমঃ নমঃ নমঃ
শ্রাবণও মেঘে নাচে নটবর'
আমি মুগ্ধ চোখে তাকালাম। কি সুন্দর করেই না গাইছে; কিন্নর কন্ঠ, আহারে! আমার চোখে পানি এসে গেল। আমরা বসেছি পুকুর ঘাটে। শান বাঁধানো ঘাট। রাতের প্রায় মধ্য প্রহর। নীলার একটি হাত আমার দু'হাতের মধ্যে রাখা। রবীঠাকুরের একটি কথা বারবার মনে ঘুরেফিরে আসছে। 'সুখের মত ব্যথা লাগে'। আমার এখন সেই অবস্থা। সুতীব্র যন্ত্রনাময় অথচ সুমধুর একটি কষ্ট হঠাৎ করেই আমার পুরো সত্তায় ছড়িয়ে পড়েছে।
নীলা গান থামিয়ে বললো, 'কি দেখছ'? আমি কোন কথা বলতে পারলাম না, তাকিয়েই রইলাম ওর দিকে। মনে মনে বললাম, 'নীলা তুমি এত সুন্দর কেন? তোমাকে যে আমি পাগলের মত ভালবাসি তা কি তুমি জানো'? নীলা আবার বলল, 'এই কথা বলছ না কেন'?
আমি হেসে বললাম, 'আরেকটা গাইবে'? গান?
নীলা হেসে দিলো। ঝনঝন করে যেন কাঁচ ভেঙ্গে পড়ল দূরে কিন্তু কাছে কোথাও। ওর হাসির শব্দ আমার কানে এমন করেই বাঁজল। বলল, 'এই যে বাবু সাহেব, আর গাইতে পারবোনা। ঠান্ডায় জমে যাচ্ছি।
- গাইতে হবে।
- আহা! হুকুম করলেন নাকি জাহাপনা?
- হা হা! জাহাপনা!
- তাইতো মনে হলো।
- কি যে বলো তুমি! হুকুম নয়, এতো ভালবেসে বলা।
- হি হি হি! আহা ঢং কতো।
- তুমি পারোও বটে। এখন বলো গাইবে কিনা।
- আচ্ছা গাইবো। একটু পর। একি! এতো জোনাকী কোত্থেকে এলো!
- তোমার প্রেমে পড়েছে। আমি মুখ টিপে হাসলাম।
- আহা, বললেই হলো। তুমি এতো দূরে বসে আছো কেন? আমাকে একটু জড়িয়ে ধরোনা। আমি দু'হাত বাড়াই।
হঠাৎ মনে হয় কুয়াশা সব সরে গিয়ে চাঁদের আলো তীব্র হয়ে চোখে লাগছে। নীলাকে আর দেখতে পাচ্ছিনা। আমি পাগলের মত খুঁজতে থাকি ওকে। অবাক লাগে আমার। না, চাঁদের আলো নয়, সূর্যের আলো চোখে পড়েছে। আমার ঘুম ভেঙ্গে যায়। সকাল হয়েছে। আমি উঠে বসি।
স্বপ্ন দেখছিলাম , স্বপ্ন-স্বপ্ন-স্বপ্ন; আমি স্বপ্ন দেখছিলাম। যন্ত্রনায় কুঁকড়ে যাই। মনে হচ্ছে, এক লহমায় ভেঙ্গে চৌচির হয়ে যাবে বুকটি। বেদনায় দুমড়ে-মুঁচড়ে যাচ্ছে মন। কি আশ্চর্য, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম!
হঠাৎ করে সেই তারা'টির কথা মনে পড়ে আমার। রাত্রির মধ্য প্রহরে যার দিকে আমি রোজ তাকিয়ে থাকি। আমি তারা'টির নাম দিয়েছি নীলা।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
প্রলয় নীল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
পুরোটাই নিখাঁদ কল্পনা। স্বপ্ন। আসলে হারিয়ে যাবার মত কোনো তারা আমার নেই। শুভেচ্ছা জানবেন। অঢেল।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮
মানুষ বলেছেন: এলএসডি
২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
প্রলয় নীল বলেছেন: আই ডোন্ট থিঙ্ক সো।
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
আহমেদ জী এস বলেছেন: প্রলয় নীল ,
চমৎকার লেখা ।
তবে লোকে বলে, নীলা নাকি কারো সয় কারো সয়না ...............
২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬
প্রলয় নীল বলেছেন: কারো কারো নিশ্চয়ই সয়! শুভেচ্ছা জানবেন ভাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯
মনিরা সুলতানা বলেছেন: পুরোটাই কি স্বপ্ন ?
নাকি নীলা আপনার হারিয়ে যাওয়া তাঁরার নাম ?
লেখা ভাল লেগেছে