নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যৎসামান্য কবি যার কাছে মৃত্যু হলো অপূর্ব একটি কবিতা।

প্রলয় নীল

লেখক/কবি

প্রলয় নীল › বিস্তারিত পোস্টঃ

তোমরা বরং গর্ব করো

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১



সে ঝড় অজান্তেই আসে; রক্তাক্ত হয় প্রান্তর।
তোমরা ভয় পাও লালচে নদীর ঢেউ হয়তো-
বেদনায় কুঁকড়ে যাও কিন্তু লাজে ঢাকো মুখ।
হে নারী- তোমরা লজ্জা পেওনা কিংবা ভয়
'চিরন্তন সত্য কখনো অস্বাভাবিক হয় না'।

এতো একটি বিধান, যা স্রষ্টা'রই অভিপ্রায়
পবিত্রতা আর অপবিত্রতার প্রশ্নে যদি
তোমাদের হেয় করতে ওঁরা ছি: ছি: করে
তোমরা করুণার দৃষ্টি হেনে ওঁদের বলবে-
'তোরা কি স্রষ্টা'র ইচ্ছেকে অস্বীকার করিস'?

এটি মানব দেহের জটিল এক রসায়ন
খুবই ক্ষুদ্র কিন্তু মহান এবং তাৎপর্যপূর্ণ।
এটি সেই প্রক্রিয়া যা ঘোষনা করে এবং-
স্বীকৃতিও দ্যায় নারীর পূর্ণতা প্রাপ্তির।

হে নারী- তোমরা কষ্ট পেওনা ওঁদের কথায়
ওঁরা অন্ধ; ওঁরা মূর্খ- যুগে-যুগে ওঁরা ছিলো
আছে এবং থাকবেও যুগ পেরিয়ে যুগান্তরে।
ভুলে যেওনা- তোমরা স্রষ্টার সেই অপূর্ব সৃষ্টি;
যাদের কে ভালবেসে ওঁরাও বলে মা!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০

নুরএমডিচৌধূরী বলেছেন:
সে ঝড় অজান্তেই আসে; রক্তাক্ত হয় প্রান্তর।
তোমরা ভয় পাও লালচে নদীর ঢেউ হয়তো-
বেদনায় কুঁকড়ে যাও কিন্তু লাজে ঢাকো মুখ।
হে নারী- তোমরা লজ্জা পেওনা কিংবা ভয়
'চিরন্তন সত্য কখনো অস্বাভাবিক হয় না'।

সুনদরতম

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

প্রলয় নীল বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন ভাই।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

জনম দাসী বলেছেন: হে নারী- তোমরা কষ্ট পেওনা ওঁদের কথায়
ওঁরা অন্ধ; ওঁরা মূর্খ- যুগে-যুগে ওঁরা ছিলো
আছে এবং থাকবেও যুগ পেরিয়ে যুগান্তরে।
ভুলে যেওনা- তোমরা স্রষ্টার সেই অপূর্ব সৃষ্টি;
যাদের কে ভালবেসে ওঁরাও বলে মা!

দারুন সত্য উপস্থাপনা... ভালো লাগা রেখে গেলুম। শুভ কামনা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

প্রলয় নীল বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে আমার। অনেক- অনেক শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন। ফি আমানিল্লাহ।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে ।শুভ কামনা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

প্রলয় নীল বলেছেন: অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

ঠ্যঠা মফিজ বলেছেন: কবিতা পড়ে ভালো লাগল ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

প্রলয় নীল বলেছেন: শুভেচ্ছা জানবেন।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

আরণ্যক রাখাল বলেছেন: হে নারী- তোমরা কষ্ট পেওনা ওঁদের কথায়
ওঁরা অন্ধ; ওঁরা মূর্খ- যুগে-যুগে ওঁরা ছিলো
আছে এবং থাকবেও যুগ পেরিয়ে যুগান্তরে

সুন্দর লিখেছেন

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৩

প্রলয় নীল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। অঢেল শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.