নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যৎসামান্য কবি যার কাছে মৃত্যু হলো অপূর্ব একটি কবিতা।

প্রলয় নীল

লেখক/কবি

প্রলয় নীল › বিস্তারিত পোস্টঃ

অপালার সাথে কিছুক্ষণ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩



তোমার হাতে ধরা থাকুক জীবনানন্দের কবিতার বই
পাছে ফুরিয়ে যায়; তুমি চলে যাও সমুদ্রের ডাকে তাই-
আমরা একটু ধীরে হাঁটবো, বেছে নেবো নিরিবীলি পথ।
একটু ছোঁয়া যদি লাগে হাতে-হাতে লাগুক না হয় দেখে-
সাঁঝের আকাশ যদি লজ্জা পায়, পাক- তুমি পেওনা
কেঁপে উঠোনা ভয়ে অপালা- আমি জীবন খুঁজে পাবো।
টিএসসি চত্বরে ক্ষাণিক বসবো না হয় দু'জন- মৃদু আলাপন
সাথে চা কিংবা কফি আর তুমি ফুচকা খেতে পারো।
তুমি সলাজ আগ্রহে প্রশ্ন করতে পারো আমার কবিতা নিয়ে
আমি বরং খুশিই হবো অপালা- তুমি বিশুদ্ধতা যাচাই করো।
মূলত আমি কবি নই; আমি কবিতার ফেরীওয়ালা আর-
কাঁধে করে ঘুরে বেড়াই প্রতিষ্টিত কবিদের সিংহাসন।
সময়ের মতো সকল পথই বুঝি শেষ হয়ে যায় একসময়
তোমাকে এগিয়ে দেবো অপালা? যদি বলো দু'দন্ড বেঁচে রইবো-
তোমার জন্য রাতের আঁধারে লিখে দেবো নতুন কোনো কবিতা।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

অগ্নি কল্লোল বলেছেন: কবিতার ফেরিওয়ালা।
ভাল লাগা রইল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

প্রলয় নীল বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন। অঢেল।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।শুভ কামনা জানবেন কবি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

প্রলয় নীল বলেছেন: শুভ দুপুর। শুভেচ্ছা জানবেন।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

ডি মুন বলেছেন: মূলত আমি কবি নই; আমি কবিতার ফেরীওয়ালা আর-
কাঁধে করে ঘুরে বেড়াই প্রতিষ্টিত কবিদের সিংহাসন।


--- বাহ, খুব সুন্দর বলেছেন। তবে 'অপালা' নামটা খুব একটা ভালো লাগে নি। 'অপলা' হলে বেশি সামঞ্জস্যপূর্ণ হতো বলে আমার মনে হয়। তবু কবির ভাবনাই শেষ কথা।

ভালো থাকুন
সুন্দর সুন্দর কবিতায় আমাদের মুগ্ধ করুন।
শুভেচ্ছা রইলো

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

প্রলয় নীল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। 'অপালা'ই থাকুক না হয়! শুভেচ্ছা জানবেন। অঢেল।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

গেম চেঞ্জার বলেছেন: কবিতায় মুগ্ধতা!! চালিয়ে যান ভাই। :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

প্রলয় নীল বলেছেন: উৎসাহ দেবার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল থাকুন নিরন্তর।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

আরণ্যক রাখাল বলেছেন: যদি বলো দু'দন্ড বেঁচে রইবো-
তোমার জন্য রাতের আঁধারে লিখে দেবো নতুন কোনো কবিতা

অসাধারণ!
মূলত সমগ্র কবিতাটাই কোট করার মতো!
খুব ভাল লাগলো।
কয়েকবার পড়া যায় একে। বারবার

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

প্রলয় নীল বলেছেন: এমন সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন। অঢেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.